সৎসঙ্গ (বাংলাতে )

শনিবার, নভেম্বর 6

6:30 p.m.

– 7:30 p.m.

(ভারতীয় মান সময়)

অনুষ্ঠানের রূপরেখা

6th নভেম্বর সন্ধ্যা 6:30 থেকে 7:30 ( ভারতীয় সময় অনুযায়ী )একজন ওয়াইএসএস সন্ন্যাসী পরমহংস যোগানন্দের “সম্যক জীবনযাপন” শিক্ষার উপর ভিত্তি করে বাংলায় একটি বক্তৃতা দিয়েছিলেন। বক্তৃতার বিষয় ছিল “দিব্য প্রেম লাভের প্রয়াস”

নতুন আগ্রহী

যদি আপনি ওয়াইএসএস এবং পরমহংস যোগানন্দের শিক্ষায় নতুন আগ্রহী হন, নীচের লিঙ্কগুলিতে আপনারা অন্বেষণ করতে পারেন:

যোগী-কথামৃত

বিশ্বব্যাপী প্রশংসিত এক আধ্যাত্মিক শ্রেষ্ঠ রচনারূপে পরমহংসজি প্রায়ই মন্তব্য করতেন, “যখন আমি থাকব না এই বইটিই হবে আমার বার্তাবাহক।”

ওয়াইএসএস পাঠমালা

একটি ঘরে-বসে পাঠের পাঠমালা যা আপনার জীবনকে এমনভাবে রূপান্তরিত করে আপনি যা কখনোও কল্পনাও করেননি এবং আপনাকে এক সুশৃঙ্খল ও সফল জীবনযাপন করতে সহায়তা করে।

এই শেয়ার করুন