শ্রীশ্রী পরমহংস যোগানন্দের লেখা থেকে উদ্ধৃতি






তোমার হৃদয়ে এমন সহানুভূতি উৎসারিত হবে যা অন্যের হৃদয়ের সমস্ত বেদনাকে প্রশমিত করবে, তেমন সহানুভূতি যা জিশুকে “পিতা, ওদের ক্ষমা করো, কারণ ওরা জানে না ওরা কি করছে” বলতে সক্ষম করেছিল। তাঁর অসীম প্রেম সকলকে ঘিরে ছিল। তিনি শুধুমাত্র এক দৃষ্টিপাতেই তাঁর শত্রুদের ধ্বংস করে ফেলতে পারতেন, তবুও ঈশ্বর যেমন আমাদের সমস্ত দুষ্ট চিন্তাভাবনা জেনেও আমাদের সমানে ক্ষমা করে চলেছেন, তেমনি সেই মহাত্মারা যাঁরা ঈশ্বরের সাথে এক সুরে বাঁধা আছেন তাঁরাও আমাদের সেই একই ভালোবাসা দিয়ে থাকেন।

যদি নিজের মধ্যে খ্রিস্টচৈতন্য বিকশিত করতে চাও, সহানুভূতিশীল হতে শেখো। যখন তোমার হৃদয়ে অন্যের জন্য অকৃত্রিম সহানুভূতি জাগে, তখনই তোমার মধ্যে সেই মহান চেতনার প্রকাশ শুরু হয়… ভগবান কৃষ্ণ বলেছেন: “তিনিই এক পরম যোগী যিনি সব মানুষকে সমদৃষ্টিতে দেখেন…”

ক্রোধ ও ঘৃণা দিয়ে কিছুই সাধন করা যায় না। প্রেম পুরস্কৃত করে। তুমি কাউকে ভয় দেখিয়ে দাবিয়ে রাখতে পারো, কিন্তু সে যখন আবার উঠে দাঁড়াবে তখন সে তোমাকে বিনাশ করতে চেষ্টা করবে। তাহলে আর তুমি তাকে কেমন জয় করলে? করতে পারোনি। একমাত্র ভালোবাসা দিয়েই জয় করা যায়। আর যেখানে তুমি জয় করতে অক্ষম, চুপ করে থাকো বা সরে যাও, আর তার জন্য প্রার্থনা করো। এইভাবে তোমাকে ভালোবাসতে হবে। যদি তুমি নিজের জীবনে এটি অভ্যাস করো, তাহলে তুমি ধারণাতীত শান্তি লাভ করবে।

সংকল্পবাক্য
সংকল্পবাক্যের ব্যাখ্যা এবং ব্যবহারের নির্দেশাবলি
“আমাকে যারা কখনও আঘাত করেছে আজ আমি তাদের সকলকে ক্ষমা করি। যারা আমাকে ভালোবাসে এবং যারা ভালোবাসে না আমি সেই সমস্ত তৃষ্ণার্ত হৃদয়কে ভালোবাসা দিই।”
