“যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়া সকল ঈশ্বরাকাঙ্ক্ষী ভক্তদের আত্মোপলব্ধির মাধ্যমে ঈশ্বরের সাথে মৈত্রীবন্ধন সূচিত করে।”

— শ্রীশ্রী পরমহংস যোগানন্দ

ভারতবর্ষ ও নেপালে যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়ার ২০০টিরও অধিক ধ্যানকেন্দ্র, আশ্রম, নিভৃতাবাস — সকল আগ্রহী অন্বেষককে সম্মিলিত ধ্যান, কেন্দ্রীভূত নিভৃতাবাস অনুষ্ঠান, অনুপ্রেরণামূলক সেবা এবং আধ্যাত্মিক সাহচর্য লাভের সুযোগ করে দেয়।

সারা বছর ধরে আমরা নানাবিধ বিশেষ কার্যক্রম এবং অনুপ্রেরণামূলক অনুষ্ঠান যেমন বার্ষিক শারদ সঙ্গমের অন্তর্গত পরমহংস যোগানন্দজির নির্দেশিত সম্যক জীবনযাপন; প্রত্যেক বছর আমাদের অগণিত ধ্যানকেন্দ্রের নিকটবর্তী স্থানে দেশের বিভিন্ন প্রদেশ হতে আগত ভক্তগণকে নিয়ে সপ্তাহান্ত নিভৃতাবাস; বক্তৃতামালা এবং ধ্যানশিক্ষার ক্লাস (ক্রিয়াযোগ দীক্ষাদান সহ) আয়োজন করে থাকি। 

এই শেয়ার করুন