সাধনা সংগম ২০২৬

(নয়ডা, দক্ষিণেশ্বর, চেন্নাই এবং ইগতপুরি)

জানুয়ারি থেকে জুলাই ২০২৬ পর্যন্ত সংগমের জন্য নিবন্ধন শুরু হয়ে গেছে!

বিশেষ দ্রষ্টব্য: রাঁচি আশ্রমের ভেতরে একাধিক নির্মাণকাজ পরিকল্পিত থাকায় — যার মধ্যে রয়েছে কাঁচা রাস্তা পুনর্নির্মাণ, বাগানের পথসমূহের সংস্কার এবং দীর্ঘদিনের জলনিকাশির সমস্যার সমাধানে ব্যাপক মাটি কাটার কাজ — ২০২৬-এ রাঁচিতে সাধনা সংগম আয়োজন করা সম্ভব হবে না। এই বিষয়ে আপনাদের ধৈর্য ও সহানুভূতি আমরা বিনীতভাবে কামনা করছি।

অনুষ্ঠান সম্পর্কে

তুমি যত বেশি ধ্যান করবে, ততই উপলব্ধি করবে যে পার্থিব চেতনার অন্তরালে এক পরম সত্তা বিদ্যমান, যেখানে মহান শান্তি ও আনন্দ বিরাজ করে… ধ্যানজাত অন্তরের শান্তি ও আনন্দ বৃদ্ধি প্রাপ্তির জন্য প্রবল ও একান্ত প্রচেষ্টাই ঈশ্বরলাভের একমাত্র পথ।

— শ্রীশ্রী পরমহংস যোগানন্দ

জানুয়ারি থেকে ডিসেম্বর ২০২৬-এর মধ্যে নির্ধারিত সাধনা সংগমে অংশগ্রহণের জন্য সকল ওয়াইএসএস/এসআরএফ ভক্তদের আন্তরিকভাবে আমরা আমন্ত্রণ জানাই।

এই সংগমগুলি একই সময়ে নিম্নলিখিত স্থানগুলির সবকটিতে বা কয়েকটিতে অনুষ্ঠিত হবে: ওয়াইএসএস নয়ডা আশ্রম; ওয়াইএসএস দক্ষিণেশ্বর আশ্রম; ওয়াইএসএস চেন্নাই আশ্রম; এবং পরমহংস যোগানন্দ সাধনালয়, ইগতপুরি। ভক্তরা তাদের সুবিধাজনক যে কোনো একটি স্থানে অনুষ্ঠিত সংগমে অংশগ্রহণ করতে পারেন।

এই কর্মসূচিগুলি ওয়াইএসএস ভক্তদের জন্য আধ্যাত্মিকভাবে নবজীবন লাভের সুযোগ দেয়, গুরুদেবের শিক্ষার গভীরতর উপলব্ধি অর্জনে সহায়তা করে এবং ধ্যানপ্রক্রিয়ার অনুশীলন উন্নত করতে সাহায্য করে। প্রতিটি স্থানে উপলভ্য সুবিধার ওপর নির্ভর করে যেহেতু অংশগ্রহণকারীর সংখ্যা সীমিত থাকে, প্রত্যেক ভক্ত তার আধ্যাত্মিক যাত্রায় আরও ব্যক্তিগত ও গভীর সহায়তা লাভ করতে পারেন। সম্পূর্ণ নিমগ্ন অভিজ্ঞতা প্রদানের উদ্দেশ্যে প্রতিটি সংগমের মেয়াদ হবে ৫ দিন। সর্বোপরি, এই সাধনা সংগমগুলি এক অবিস্মরণীয় আধ্যাত্মিক অভিজ্ঞতা প্রদান করবে।

জানুয়ারি থেকে জুলাই ২০২৬-এর মধ্যে নির্ধারিত সংগমগুলির জন্য ওয়াইএসএস ও এসআরএফ ভক্তদের নিবন্ধন প্রক্রিয়া এখন উন্মুক্ত! বিস্তারিত জানার ও নিবন্ধনের জন্য অনুগ্রহ করে এখানে ক্লিক করুন।

নিবন্ধন ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে করা হবে। একজন ভক্ত কেবলমাত্র একটি সংগমে অংশগ্রহণ করতে পারবেন।

আমরা আপনাদের উৎসাহিত করছি এই অনন্য সুযোগটি গ্রহণ করতে, যা কেবল আধ্যাত্মিক উদ্দীপনা পুনরুজ্জীবিত করার জন্যই নয়, বরং অন্যান্য আন্তরিক সাধকদের সঙ্গে ধ্যান করা ও তাঁদের সান্নিধ্যে থাকার মাধ্যমে যে আনন্দ ও আশীর্বাদ লাভ হয়, তা অনুভব করারও এক বিশেষ সুযোগ।


বিশেষ দ্রষ্টব্য:

  • শুধুমাত্র ওয়াইএসএস/এসআরএফ ভক্তরাই সংগমে অংশগ্রহণ করতে পারবেন।
  • ১২ বছরের কম বয়সী শিশুদের অংশগ্রহণের অনুমতি নেই।
  • যদিও এসআরএফ ভক্তরা এই সংগমগুলিতে অংশ নিতে পারেন, তাদের নিকটবর্তী হোটেলে নিজস্ব আবাসনের ব্যবস্থা করতে হবে। এ ধরনের হোটেলের একটি তালিকা এখানে উপলব্ধ।
  • অনুষ্ঠানের কর্মসূচি অত্যন্ত নিবিড় থাকবে বলে, ভঙ্গুর স্বাস্থ্যের ভক্তগণ বা যাদের বিশেষ সহায়তা বা যত্নের প্রয়োজন রয়েছে, তাদের আবেদন না করতে বিনীত পরামর্শ দেওয়া হচ্ছে।
ওয়াইএসএস নয়ডা আশ্রম
ওয়াইএসএস দক্ষিণেশ্বর আশ্রম
ওয়াইএসএস-চেন্নাই-নিভৃতাবাস-প্রধান-ভবন
ওয়াইএসএস চেন্নাই আশ্রম
ওয়াইএসএস ইগতপুরি সাধনালয়

সাধনা সংগম ক্যালেণ্ডার

এই সঙ্গমে যে ভাষাতে প্রক্রিয়া বিষয়ক ক্লাস এবং আধ্যাত্মিক আলোচনা অনুষ্ঠিত হবে, সেই ভাষার তালিকা নীচে দেওয়া হল।

বিশেষ দ্রষ্টব্য: রাঁচি আশ্রমে পরিকল্পিত একাধিক নির্মাণকাজের কারণে — যার মধ্যে রয়েছে কাঁচা রাস্তা পুনর্নির্মাণ, বাগানপথের সংস্কার এবং দীর্ঘদিনের নিকাশি সমস্যার সমাধানে বিস্তৃত মাটি কাটার কাজ — ২০২৬-এ রাঁচিতে কোনো সাধনা সঙ্গম আয়োজন করা হবে না। এই বিষয়ে আপনাদের ধৈর্য ও সহানুভূতির জন্য আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।


নয়ডা

দক্ষিণেশ্বর

চেন্নাই

ইগতপুরি

ফেব্রুয়ারি ৪-৮

ইংরেজি

(ক্রিয়াযোগ দীক্ষা)

ইংরেজি

(ক্রিয়াযোগ দীক্ষা)

হিন্দি

মার্চ ১১-১৫

হিন্দি

(ক্রিয়াযোগ দীক্ষা)

ইংরেজি

(ক্রিয়াযোগ দীক্ষা)

তামিল

(ক্রিয়াযোগ দীক্ষা)

ইংরেজি

এপ্রিল ১-৫

তেলুগু*

(ক্রিয়াযোগ দীক্ষা)

সেপ্টেম্বর ৯-১৩

ইংরেজি

অক্টোবর ৭-১১

তরুণ সাধক সংগম**

(ইংরেজি)

নভেম্বর ১৮-২২

ইংরেজি/হিন্দি

(ক্রিয়াযোগ দীক্ষা)

হিন্দি

(ক্রিয়াযোগ দীক্ষা)

* ওয়াইএসএস চেন্নাই আশ্রমে অনুষ্ঠিত এপ্রিল সংগমে ধ্যানপ্রণালীর পর্যালোচনার ক্লাস ও আধ্যাত্মিক আলোচনা তেলুগু ভাষায় অনুষ্ঠিত হবে এবং ক্রিয়াযোগ দীক্ষা অনুষ্ঠানটি ইংরেজি ভাষায় পরিচালিত হবে।

**২৩–৩৫ বছর বয়সী ওয়াইএসএস/এসআরএফ ভক্তদের জন্য তরুণ সাধক সংগম পরিকল্পিত একটি বিশেষ অনুষ্ঠান, যা পরমহংস যোগানন্দজির শিক্ষার মাধ্যমে অন্তরের নির্মলতা ও শক্তি অন্বেষণকারী তরুণ ভক্তদের জন্য একটি গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা প্রদান করে।

আরও তথ্য

সময়সূচী

একটি নিয়মিত সংগম অনুষ্ঠানের প্রাথমিক সময়সূচি নীচে দেওয়া হল। অক্টোবর ২০২৬-এ অনুষ্ঠিতব্য তরুণ সাধক সংগমের সময়সূচির জন্য, অনুষ্ঠানটির তারিখের কাছাকাছি সময়ে অনুগ্রহ করে এই ওয়েবপেজটি পরিদর্শন করুন।

বুধবার

সকাল ৭:০০ – ৮:৩০ পর্যন্ত

শক্তিসঞ্চার ব্যায়াম এবং ধ্যান

সকাল ১০:০০ – ১১:৩০ পর্যন্ত

কীর্তন এবং প্রারম্ভিক সৎসঙ্গ

দুপুর ২:৩০ – বিকেল ৪:০০ পর্যন্ত

শক্তিসঞ্চার ব্যায়ামের পর্যালোচনা

বিকেল ৫:৩০ – সন্ধ্যে ৭:৩০ পর্যন্ত

শক্তিসঞ্চার ব্যায়াম এবং ধ্যান

সন্ধ্যে ৮:১৫ – রাত ৯:১৫ পর্যন্ত

ভিডিও প্রদর্শন

বৃহস্পতিবার

সকাল ৭:০০ – থেকে ৮:৩০

শক্তিসঞ্চার ব্যায়াম এবং ধ্যান

সকাল ৯.৩০ – থেকে ১০.৩০

হং-স প্রক্রিয়ার পর্যালোচনা

সকাল ১১:০০ – বেলা ১২:০০

আধ্যাত্মিক বক্তৃতা

দুপুর ৩:০০ – বিকেল ৪:০০

ওম প্রক্রিয়ার পর্যালোচনা

বিকেল ৫:৩০ – সন্ধ্যে ৮:৩০

শক্তিসঞ্চার ব্যায়াম এবং ধ্যান

শুক্রবার

সকাল ৭:০০ থেকে ৮:৩০

শক্তিসঞ্চার ব্যায়াম ও ধ্যান

সকাল ৯:৩০ থেকে ১০:৩০

আধ্যাত্মিক বক্তৃতা

সকাল ১১:০০ থেকে ১২:০০

আধ্যাত্মিক বক্তৃতা / প্রশ্ন-উত্তর পর্ব

দুপুর ৩:০০ থেকে ৪:০০

ভক্তি সঙ্গীত

বিকেল ৫:৩০ থেকে সন্ধ্যা ৮:০০

শক্তিসঞ্চার ব্যায়াম ও ধ্যান

শনিবার

সকাল ৭:০০ থেকে ৮:৩০

শক্তিসঞ্চার ব্যায়াম ও ধ্যান

সকাল ১০:০০ থেকে দুপুর ১২:০০

ক্রিয়াযোগ পর্যালোচনা ও সমীক্ষণ এবং অক্রিয়াবানদের জন্য সৎসঙ্গ

দুপুর ৩:০০ থেকে ৪:০০

আধ্যাত্মিক বক্তৃতা

বিকেল ৫:৩০ থেকে সন্ধ্যা ৭:০০

শক্তিসঞ্চার ব্যায়াম ও ধ্যান

বিশেষ দ্রষ্টব্য: যে সকল অনুষ্ঠানে ক্রিয়াযোগ দীক্ষা অন্তর্ভুক্ত রয়েছে, সেইসব অনুষ্ঠানের ক্ষেত্রে শনিবারের সময়সূচিতে নিম্নলিখিত পরিবর্তনটি অনুগ্রহ করে লক্ষ্য করুন:

সকাল ৮:৩০ থেকে ১১:৩০

ক্রিয়াযোগ দীক্ষা

সকাল ১০:০০ থেকে ১১:৩০

অক্রিয়াবানদের জন্য সৎসঙ্গ

দুপুর ২:৩০ থেকে বিকেল ৪:০০

ক্রিয়াযোগ পর্যালোচনা ও সমীক্ষণ

বিকেল ৫:৩০ থেকে সন্ধ্যা ৭:৩০

শক্তিসঞ্চার ব্যায়াম ও ধ্যান

রবিবার

সকাল ৭:০০ থেকে ৮:৩০

শক্তিসঞ্চার ব্যায়াম ও ধ্যান

সকাল ১০:৩০ থেকে ১১:০০

চ্যান্টিং/কীর্তন এবং ধ্যান

সকাল ১১:০০ থেকে দুপুর ১২:০০

সমাপ্তি সৎসঙ্গ

বেলা ১২:০০ থেকে ১২:১৫

সমাপ্তি চিন্তন ও প্রসাদ বিতরণ

বিকেল ৪:০০ থেকে সন্ধ্যা ৭:৩০

শক্তিসঞ্চার ব্যায়াম ও ধ্যান

ধ্যানপ্রক্রিয়া বিষয়ক ক্লাস ও আলোচনা:

  • ওয়াইএসএস ধ্যান-প্রক্রিয়া — শক্তিসঞ্চার ব্যয়াম, হং-স প্রক্রিয়া এবং ওম প্রক্রিয়া— ব্যাখ্যা ও প্রদর্শন করা হবে। উপরে উল্লেখিত সাধনা সংগম ক্যালেণ্ডার অনুযায়ী এই ক্লাসগুলি বিভিন্ন ভাষায় পরিচালিত হবে।
  • গুরুদেবের সম্যক জীবনযাপন নীতির অন্তর্গত বক্তৃতাও সূচিতে অন্তর্ভুক্ত থাকবে। এই বক্তৃতাগুলি ইংরেজি, হিন্দি, বাংলা, তেলুগু ও তামিল ভাষায় পরিচালিত হতে পারে।
ক্রিয়াযোগ প্রাপ্তির যোগ্যতা

এই সংগমে অংশগ্রহণকারী সকল ক্রিয়াবান, নতুন ভক্তদের সঙ্গে একত্রে ক্রিয়াযোগ দীক্ষা গ্রহণের জন্য অনুষ্ঠিত ক্রিয়াযোগ দীক্ষা অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাবেন।

ক্রিয়াযোগ গ্রহণের যোগ্যতা

  • ক্রিয়াযোগ দীক্ষা গ্রহণের যোগ্যতা ওয়াইএসএস পাঠমালার সঙ্গে সংযুক্ত প্রশ্নাবলির সন্তোষজনক উত্তর জমা দেওয়ার উপর নির্ভর করে।
  • আপনি লক্ষ্য করবেন, প্রশ্নাবলিতে উল্লেখ আছে যে ক্রিয়াযোগ গ্রহণের যোগ্য হওয়ার জন্য ভক্তকে প্রথম তিনটি মৌলিক যোগদা ধ্যানপ্রক্রিয়া কয়েক মাস ধরে নিয়মিত অনুশীলন করতে হবে।
  • এছাড়াও, ওয়াইএসএস গুরুপরম্পরা ও যোগদা সৎসঙ্গ পথের প্রতি ভক্তি ও আনুগত্যের স্বাক্ষরিত ক্রিয়াযোগ প্রতিজ্ঞাপত্র জমা দিতে হবে।

বিশেষ দ্রষ্টব্য: আপনি যদি ক্রিয়াযোগের জন্য আবেদন করতে ইচ্ছুক হন এবং এখনও প্রশ্নাবলির উত্তর পাঠিয়ে না থাকেন, তবে যে স্থানের অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করবেন সেখানে সন্ন্যাসীদের দ্বারা পরীক্ষার জন্য উত্তরপত্র জমা দিতে পারবেন।

 

ক্রিয়াযোগ দীক্ষা অনুষ্ঠানে অংশগ্রহণ:

  • যারা ক্রিয়াযোগ দীক্ষা গ্রহণ করতে চান এবং যারা ক্রিয়াযোগ পাঠমালা পেয়েছেন কিন্তু এখনও দীক্ষা অনুষ্ঠানে অংশগ্রহণ করেননি; এবং সেই সকল ক্রিয়াবান যারা ইতিমধ্যে আনুষ্ঠানিক দীক্ষা গ্রহণ করেছেন কিন্তু পুনরায় অনুষ্ঠানে অংশ নিতে ইচ্ছুক, সকলকে সংশ্লিষ্ট স্থানে অন্তত এক দিন আগে নিবন্ধন করতে হবে এবং দীক্ষা অনুষ্ঠানে প্রয়োজনীয় প্রবেশপত্র সঙ্গে আনতে হবে।
  • অনুগ্রহ করে ক্রিয়াযোগ দীক্ষার জন্য নিবন্ধনের সময় এবং পর্যালোচনাতে অংশগ্রহণের সময় আপনার ক্রিয়াবান পরিচয়পত্র সঙ্গে আনুন ও প্রদর্শন করুন।
নিবন্ধন

অনুষ্ঠান:

  • প্রতিটি স্থানে অনুষ্ঠান বুধবার সকালে শুরু হবে এবং রবিবার সন্ধ্যায় শেষ হবে।
  • সমস্ত ভক্তদের জন্য অতিরিক্ত চার দিন থাকার বিকল্প থাকবে–তারা সোমবার সকালে (অনুষ্ঠানের দুই দিন আগে) এসে এবং অনুষ্ঠান শেষ হওয়ার পর আরও দুই দিন (পরবর্তী মঙ্গলবার রাত পর্যন্ত) থাকতে পারবে।
  • গুরুদেবের আশ্রম/নিভৃতাবাস কেন্দ্রে টানা সর্বোচ্চ নয় দিন অবস্থান করে ভক্তরা বিশ্রাম, প্রশান্তি এবং আধ্যাত্মিক পুনরুজ্জীবনের পর্যাপ্ত সুযোগ লাভ করবেন। সেই অনুযায়ী আপনার আগমন ও প্রস্থানের পরিকল্পনা করুন।

আবাসন:

  • মহিলা ও পুরুষদের জন্য পৃথকভাবে যৌথ (ডর্মিটরি-ধরনের) আবাসনের ব্যবস্থা থাকবে। পরিবারের সদস্যবৃন্দ অনুগ্রহ করে সে অনুযায়ী পরিকল্পনা করুন এবং প্রয়োজনীয় সামগ্রী গুছিয়ে আনুন।
  • বিশেষ আবাসন বা খাদ্য ব্যবস্থার প্রয়োজন হলে ভক্তরা অনুগ্রহ করে স্বয়ং নিজ ব্যবস্থায় তা করুন। নিকটবর্তী হোটেলের একটি তালিকা নীচে দেওয়া হয়েছে।

আগে এলে আগে পাবেন ভিত্তিতে:

  • সমস্ত পাঁচটি স্থানে সীমিত আবাসন সুবিধা উপলব্ধ থাকায়, নিবন্ধন আগে এলে আগে পাবেন ভিত্তিতে নিশ্চিত করা হবে।
  • অনুগ্রহ করে মনে রাখুন, আপনার নিবন্ধন নিশ্চিত হওয়ার পর যদি আপনি উপস্থিত হতে না পারেন, তবে নিবন্ধন ফি ফেরতযোগ্য নয় এবং অন্য কারও কাছে স্থানান্তরযোগ্যও নয়।

অর্থপ্রদান: নিবন্ধন ফি জনপ্রতি ₹ ২৫০০। এই ফিতে আহারাদি অন্তর্ভুক্ত। নিবন্ধন ফি প্রদান করতে অসুবিধা হলে অনুগ্রহ করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।

নিবন্ধন সংক্রান্ত তথ্য

জানুয়ারি থেকে জুলাই ২০২৬-এর মধ্যে নির্ধারিত সঙ্গমের জন্য নিবন্ধন এখন উন্মুক্ত!

বছরের বাকি সময়ে নির্ধারিত অন্যান্য সঙ্গমের জন্য নিবন্ধন জুন মাসে শুরু হবে।

ডিভোটি পোর্টালের মাধ্যমে অনলাইন নিবন্ধন:

দ্রুত ও সহজ নিবন্ধনের জন্য, অনলাইনে নিবন্ধন করতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন

হেল্পডেস্কে যোগাযোগ করে নিবন্ধন:

অনুগ্রহ করে (০৬৫১) ৬৬৫৫ ৫৫৫ নম্বরে ফোন করুন অথবা রাঁচি আশ্রম হেল্পডেস্কে ইমেল পাঠান এবং নীচের তথ্যগুলি প্রদান করুন:

  • আপনার পূর্ণ নাম
  • বয়স
  • ওয়াইএসএস পাঠমালা নিবন্ধন নম্বর (অথবা এসআরএফ মেম্বারশিপ নম্বর)
  • ঠিকানা
  • ইমেল
  • টেলিফোন নম্বর
  • আপনার প্রস্তাবিত আগমন ও প্রস্থানের তারিখসমূহ

প্রদত্ত পেমেন্ট লিংকের মাধ্যমে আপনি অর্থপ্রদান করতে পারেন; এই লিংকটি আপনার মোবাইল নম্বর বা ইমেল ঠিকানায় পাঠানো হবে।

এসআরএফ ভক্তদের জন্য নিবন্ধন:

  • এসআরএফ ভক্তরা এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে স্বাগত, এবং তাঁরা অনুষ্ঠানস্থলে আহার গ্রহণ করতে পারবেন; তবে অনুগ্রহ করে যে কোনও নিকটবর্তী হোটেলে নিজেদের আবাসনের ব্যবস্থা নিজ উদ্যোগে করতে অনুরোধ করা হচ্ছে।
  • আগ্রহী এসআরএফ ভক্তদের উপরোল্লিখিত সকল বিবরণসহ ইমেলের মাধ্যমে ওয়াইএসএস হেল্পডেস্কের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে।

বিশেষ দ্রষ্টব্য:

  • একজন ভক্ত শুধুমাত্র একটি সংগমে অংশগ্রহণ করতে পারবেন।
  • কোনো নির্দিষ্ট স্থানের জন্য নিবন্ধনের অনুরোধ সর্বোচ্চ সীমায় পৌঁছোলে, সেই স্থানের নিবন্ধন আগেই বন্ধ হয়ে যেতে পারে।
  • নিবন্ধন সফল হলে, আপনি ইমেল অথবা হোয়াটসঅ্যাপ অথবা এসএমএস-এর মাধ্যমে একটি নিশ্চিতকরণ বার্তা পাবেন। যদি আপনি এই ধরনের কোনো বিজ্ঞপ্তি না পান, তবে অনুগ্রহ করে ওয়াইএসএস রাঁচি হেল্পডেস্কে ফোন করুন (০৬৫১) ৬৬৫৫ ৫৫৫ অথবা ইমেল করুন ([email protected])
  • শুধুমাত্র ওয়াইএসএস/এসআরএফ ভক্তরাই সঙ্গমে অংশগ্রহণ করতে পারবেন।
  • ১২ বছরের নিচে শিশুদের অংশগ্রহণের অনুমতি নেই।
স্বেচ্ছাসেবক

প্রতিবারের মতই, নিবন্ধন ডেস্ক, আবাসন, অডিও-ভিজ্যুয়ালস, আহার বিভাগ, স্যানিটেশন, অতিথি-নির্দেশনা (আশারিং) এবং অন্যান্য বিভাগে সেবার জন্য ভক্ত-স্বেচ্ছাসেবকদের প্রয়োজন হবে। এই বিভাগগুলির মধ্যে কয়েকটিতে অনুষ্ঠান শুরুর এক বা দুই দিন আগে থেকেই কিছু স্বেচ্ছাসেবকের প্রয়োজন হতে পারে। আপনি যদি স্বেচ্ছাসেবক হয়ে সেবা দিতে ইচ্ছুক হন, তবে অনুগ্রহ করে নিবন্ধন ফর্মে সেই অনুযায়ী উল্লেখ করুন।

আপনার অর্থসাহায্য একান্তই প্রয়োজন

এই অনুষ্ঠানগুলি আয়োজনের জন্য যে বিভিন্ন ব্যয় হয়, তা নির্বাহ করার উদ্দেশ্যে আমরা আপনাদের কাছ থেকে অর্থসাহায্যের অনুরোধ করছি। নিবন্ধন ফি ভর্তুকিপ্রাপ্ত, যাতে সীমিত আর্থিক সামর্থ্য থাকা ভক্তরাও অংশগ্রহণ করতে পারেন। যাঁরা অধিক পরিমাণে দান করতে সক্ষম, তাঁদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি; কারণ তাঁদের এই সহায়তার মাধ্যমে আমরা এই ভর্তুকি প্রদান করতে পারছি এবং এর ফলে সকল আন্তরিক সাধকদের প্রতি গুরুদেবের আতিথেয়তা প্রসারিত করতে সক্ষম হচ্ছি।

নিবন্ধন ও অনুসন্ধানের জন্য যোগাযোগের বিবরণ

যোগদা সৎসঙ্গ শাখা মঠ — রাঁচি
পরমহংস যোগানন্দ পথ
রাঁচি – ৮৩৪ ০০১

ফোন: (০৬৫১) ৬৬৫৫ ৫৫৫ (সোমবার-শনিবার, সকাল ৯:৩০ থেকে বিকেল ৪:৩০)
ইমেল: [email protected]

নতুন আগ্রহী

পরমহংস যোগানন্দ এবং তাঁর শিক্ষা সম্পর্কে আরও জানতে আপনারা নীচের লিঙ্কগুলিতে অন্বেষণ করতে পারেন।

এই শেয়ার করুন