সাধনা সংগম ২০২৫

(রাঁচি, নয়ডা, দক্ষিণেশ্বর, চেন্নাই, এবং ইগতপুরী)

২০২৫-এর অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সঙ্গমের নিবন্ধীকরণ শুরু হয়েছে!

অনুষ্ঠান সম্পর্কে

দিনের পর দিন ধ্যানসাধনায় যত অগ্রসর হবে, ততই এক নব জাগরণ তুমি নিজের মধ্যে উপলব্ধি করবে; ঈশ্বরের সাথে এক নতুন প্রাণবন্ত সম্পর্ক তোমার মধ্যে আলোড়িত হবে।

— শ্রীশ্রী পরমহংস যোগানন্দ

২০২৫-এর অক্টোবর থেকে ডিসেম্বর মাসে অনুষ্ঠিত সাধনা সঙ্গমে অংশগ্রহণ করার জন্য আমরা সকল ওয়াইএসএস/এসআরএফ ভক্তদের স্বাগত জানাই।

এই সঙ্গম একযোগে এইসব অথবা কিছু স্থানে অনুষ্ঠিত হবে: ওয়াইএসএস রাঁচি আশ্রম; ওয়াইএসএস নয়ডা আশ্রম; ওয়াইএসএস দক্ষিণেশ্বর আশ্রম; ওয়াইএসএস চেন্নাই আশ্রম; পরমহংস যোগানন্দ সাধনালয়, ইগতপুরী। ভক্তেরা সঙ্গমে যোগদানের জন্য তাদের নিজের সুবিধামতো যে কোনো একটি স্থান নির্বাচন করতে পারেন।

অতীতে অনুষ্ঠিত হওয়া বার্ষিক শারদ সঙ্গমের মতই এই সকল অনুষ্ঠান ওয়াইএসএস ভক্তদের গুরুদেবের শিক্ষার গভীর উপলব্ধি ও ধ্যানের প্রক্রিয়া অভ্যাসের উন্নতি ঘটিয়ে আধ্যাত্মিকভাবে পুনরুজ্জীবিত হবার সুযোগ করে দেবে। প্রতিটি স্থানে উপলব্ধ সুবিধা অনুযায়ী অংশগ্রহণকারীর সংখ্যা সীমিত হবে, সেইজন্য প্রত্যেক ভক্ত তার অধ্যাত্ম যাত্রায় আরও ব্যক্তিগত ও গভীর সমর্থন অনুভব করতে পারবেন। এক নিমগ্ন অভিজ্ঞতা প্রদানের জন্য, আমরা ২০২৫-এর সঙ্গমের সময়কাল ৪ দিনের জায়গায় ৫ দিন পর্যন্ত বর্ধিত করছি। সামগ্রিকভাবে, সকল অংশগ্রহণকারীর জন্যই সাধনাসঙ্গম এক অবিস্মরণীয় আধ্যাত্মিক অভিজ্ঞতাদানে প্রতিশ্রুত।

এইসকল অনুষ্ঠানের জন্য ওয়াইএসএস ও এসআরএফ ভক্তদের নিবন্ধন প্রক্রিয়া আরম্ভ হয়েছে।

আগে এলে আগে পাবেন ভিত্তিতে নথিভুক্তি হয়। একজন ভক্ত শুধুমাত্র একটি সঙ্গমেই অংশগ্রহণের অনুমতি পাবেন।

নিজের আধ্যাত্মিক উদ্দীপনাকে পুনর্জাগরিত করার ও অন্যান্য ঐকান্তিক ভক্তবৃন্দের সাথে একযোগে ধ্যান করার সুযোগ লাভ করার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি।

অনুগ্রহ করে মনে রাখবেন:

  • শুধুমাত্র ওয়াইএসএস / এসআরএফ-এর ভক্তবৃন্দই সংগমে অংশগ্রহণ করতে পারেন।
  • ১২ বছরের কম বয়সের শিশুদের প্রবেশাধিকার নেই।
  • এসআরএফ-এর ভক্তজন এই সংগমগুলিতে সমাদৃত হলেও, তাঁদের থাকার ব্যবস্থা কাছাকাছির কোনো হোটেলে তাঁদের নিজেদেরই করে নিতে হবে। অনুরূপ হোটেলের একটি তালিকা এখানে প্রস্তুত করা হয়েছে।
  • অনুষ্ঠান-এর সময় পরিকল্পনা দ্রুতলয়ে থাকার জন্য দুর্বল শরীরের ভক্তদের কাছে আমাদের বিনীত অনুরোধ তাঁরা যেন এই অনুষ্ঠানে যোগদান করা থেকে বিরত থাকেন।
রাঁচি আশ্রম মুল ভবন
ওয়াইএসএস রাঁচি আশ্রম
ওয়াইএসএস নয়ডা আশ্রম
ওয়াইএসএস দক্ষিণেশ্বর আশ্রম
ওয়াইএসএস চেন্নাই- নিভৃতাবাস -মুল-ভবন
ওয়াইএসএস চেন্নাই আশ্রম
ওয়াইএসএস ইগতপুরি সাধনালয়

সাধনা সংগম ক্যালেন্ডার

(অক্টোবর-ডিসেম্বর ২০২৫)

দয়া করে মনে রাখবেন: এইসকল সঙ্গমে পরিচালিত প্রক্রিয়ার ক্লাসের বিভিন্ন ভাষা প্রত্যেক অনুষ্ঠানের জন্য নিচের তালিকায় উল্লিখিত আছে; তবে, আধ্যাত্মিক আলোচনাসমূহ স্থানভেদে ইংরেজি, হিন্দি, বাংলা, তেলুগু বা তামিল-এ হতে পারে।

প্রক্রিয়া ক্লাসের ভাষা


রাঁচি

নয়ডা

দক্ষিণেশ্বর

চেন্নাই

ইগতপুরি

অক্টোবর ৮-১২

ইংরেজি

(ক্রিয়াযোগ দীক্ষা)

ইংরেজি

(ক্রিয়াযোগ দীক্ষা)

বাংলা

তামিল

হিন্দি/ইংরেজি

নভেম্বর ৫-৯

ইংরেজি

(ক্রিয়াযোগ দীক্ষা)

সংগম নেই

ইংরেজি

(ক্রিয়াযোগ দীক্ষা)

সংগম নেই

হিন্দি/ইংরেজি

ডিসেম্বর ৩-৭

হিন্দি

(ক্রিয়াযোগ দীক্ষা)

হিন্দি

(ক্রিয়াযোগ দীক্ষা)

হিন্দি

সংগম নেই

সংগম নেই

সময়সূচি

সম্ভাব্য অনুষ্ঠানসূচি নীচে দেওয়া হল:

বুধবার

সকাল ৭:০০ থেকে ৮:৩০

শক্তিসঞ্চার ব্যায়াম ও ধ্যান

সকাল ১০:০০ থেকে ১১:৩০

কীর্তন ও উদ্বোধনী সৎসঙ্গ

দুপুর ২:৩০ থেকে ৪:০০

শক্তিসঞ্চার ব্যায়ামের পর্যালোচনা

বিকেল ৫:৩০ থেকে সন্ধ্যা ৭:৩০

শক্তিসঞ্চার ব্যায়াম ও ধ্যান

রাত ৮:১৫ থেকে ৯:১৫

ভিডিও শো

বৃহস্পতিবার

সকাল ৭:০০ থেকে ৮:৩০

শক্তিসঞ্চার ব্যায়াম ও ধ্যান

সকাল ৯:৩০ থেকে ১০:৩০

হং-স প্রক্রিয়ার পর্যালোচনা

বেলা ১১ : ০০ থেকে ১২ : ০০

আধ্যাত্মিক বক্তৃতা

দুপুর ৩:০০ থেকে ৪:০০

ওম প্রক্রিয়ার পর্যালোচনা

বিকেল ৫:৩০ থেকে রাত ৮:৩০

শক্তিসঞ্চার ব্যায়াম ও ধ্যান

শুক্রবার

সকাল ৭:০০ থেকে ৮:৩০

শক্তিসঞ্চার ব্যায়াম ও ধ্যান

সকাল ৯:৩০ থেকে ১০:৩০

আধ্যাত্মিক বক্তৃতা

বেলা ১১:০০ থেকে ১২:০০

আধ্যাত্মিক বক্তৃতা / প্রশ্নোত্তর পর্ব

দুপুর ৩:০০ থেকে ৪:০০

কসমিক চ্যান্ট (বন্দনা গান)

বিকেল ৫:৩০ থেকে রাত ৮:০০

শক্তিসঞ্চার ব্যায়াম ও ধ্যান

শনিবার

সকাল ৭:০০ থেকে ৮:৩০

শক্তিসঞ্চার ব্যায়াম ও ধ্যান

সকাল ১০:০০ থেকে দুপুর ১২:০০

ক্রিয়াবানদের জন্য ক্রিয়াযোগ পর্যালোচনা ও সমীক্ষণ এবং অন্যান্যদের জন্য সৎসঙ্গ

দুপুর ১২:৩০ থেকে ২:৩০

আধ্যাত্মিক বক্তৃতা

বিকেল ৫:৩০ থেকে সন্ধ্যা ৭:৩০

শক্তিসঞ্চার ব্যায়াম ও ধ্যান

লক্ষ্যণীয়: ক্রিয়াযোগ দীক্ষা সম্বলিত অনুষ্ঠানে শনিবারের সময়সূচিতে নিম্নলিখিত পরিবর্তন থাকবে

সকাল ৮:৩০ থেকে ১১:৩০

ক্রিয়াযোগ দীক্ষা

সকাল ১০:০০ থেকে ১১:৩০

ক্রিয়াবান ব্যতীত অন্যান্যদের জন্য সৎসঙ্গ

দুপুর ২:৩০ থেকে ৪:০০

ক্রিয়াযোগ পর্যালোচনা ও সমীক্ষণ

বিকেল ৫:৩০ থেকে সন্ধ্যা ৭:৩০

শক্তিসঞ্চার ব্যায়াম ও ধ্যান

রবিবার

সকাল ৭:০০ থেকে ৮:৩০

শক্তিসঞ্চার ব্যায়াম ও ধ্যান

সকাল ১০:৩০ থেকে ১১:০০

কীর্তন ও ধ্যান

বেলা ১১:০০ থেকে ১২:০০

সমাপ্তি সৎসঙ্গ

দুপুর ১২:০০ থেকে ১২:১৫

সমাপ্তি চিন্তা ও প্রসাদ

বিকেল ৪:০০ থেকে সন্ধ্যা ৭:৩০

শক্তিসঞ্চার ব্যায়াম ও ধ্যান

ধ্যানপ্রক্রিয়া প্রশিক্ষণ ও বক্তৃতা:

  • ওয়াইএসএস ধ্যানসাধনার প্রক্রিয়া – শক্তিসঞ্চার ব্যায়াম, হং-স প্রক্রিয়া এবং ওম প্রক্রিয়া প্রদর্শন করার সাথে সাথে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হবে। এই ক্লাসগুলি সাধনা সংগমের ক্যালেন্ডার অনুসারে বিভিন্ন ভাষায় নেওয়া হবে।
  • গুরুদেব বর্ণিত সম্যক জীবনযাপন প্রণালীর মূল উপাদানের উপর বক্তৃতা এই অনুষ্ঠানের অংশ। এইসব বক্তৃতা ইংরেজি, হিন্দি, বাংলা, তেলুগু এবং তামিলে হবে।
রেজিস্ট্রেশান

কার্যক্রম:

  • প্রতিটি স্থানেই অনুষ্ঠান বুধবার সকালে শুরু হবে এবং রবিবার সন্ধ্যায় শেষ হবে।
  • সকল ভক্তেরই অতিরিক্ত ৪দিন থাকার সুযোগ থাকবে – তারা অনুষ্ঠান শুরুর দুদিন আগেই (সোমবার সকালের মধ্যে) পৌঁছোতে পারে আর অনুষ্ঠান সমাপ্তির পরে অতিরিক্ত দুদিন (পরের মঙ্গলবার রাত পর্যন্ত) থাকতে পারবে।
  • গুরুদেবের আশ্রম বা রিট্রিট সেন্টারে আটদিন অবস্থান করায় ভক্তগণ বিশ্রাম করা ছাড়াও আধ্যাত্মিক উন্নতিবিধানে মনোযোগ দিতে পারবেন। আপনারা সেই অনুসারেই আসা ও যাওয়ার পরিকল্পনা স্থির করতে পারেন।

থাকার ব্যবস্থা:

  • পুরুষ ও মহিলাদের জন্য পৃথক / যৌথ শয়নালয়ের ব্যবস্থা আলাদাভাবে করা হবে। একই পরিবারের সদস্যগণ সেই অনুযায়ী মালপত্র সাথে আনবেন।
  • কোনো ভক্তের থাকা খাওয়ার জন্য বিশেষ ব্যবস্থার প্রয়োজন থাকলে নিজেদেরই সেই ব্যবস্থা করে নিতে হবে। নিকটবর্তি হোটেলের তালিকা নীচে দেওয়া হয়েছে।

আগে এলে আগে পাবেন ভিত্তিতে:

  • পাঁচটি কেন্দ্রেই আবাসস্থলের সুবিধা সীমিত হওয়ায় আগে এলে আগে পাওয়া যাবে ভিত্তিতে নথিবদ্ধকরণ নিশ্চিত করা হবে।
  • রেজিস্ট্রেশান সুনিশ্চিত হয়ে যাবার পর অনুষ্ঠানে না আসতে পারলে রেজিস্ট্রেশান ফি ফেরত দেওয়া যাবে না বা অন্য কারুর নামে হস্তান্তর করাও যাবে না।

অর্থপ্রেরণ: প্রতি ভক্তজনের রেজিস্ট্রেশান ফি ₹ ২৫০০ আহারাদির খরচ সহ। এই অর্থব্যয়ে অসুবিধা থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন।

রেজিস্ট্রেশান সম্পর্কিত তথ্য

২০২৫-এর অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সঙ্গমের নিবন্ধীকরণ শুরু হয়েছে!

রেজিস্ট্রেশান সম্পর্কে বিস্তারিত তথ্য:

ডিভোটি পোর্টালের মাধ্যমে অনলাইন রেজিস্ট্রেশান:

দ্রুত ও সহজ নিবন্ধীকরণের জন্য দয়া করে নিচের বোতামটি ক্লিক করে অনলাইনে নিবন্ধন করুন:

হেল্পডেস্ক-এর মাধ্যমে রেজিস্ট্রেশান:

রাঁচি আশ্রমের হেল্পডেস্ক (০৬৫১ ৬৬৫৫ ৫৫৫)-এ ফোন বা ইমেলের মাধ্যমে নিম্নলিখিত তথ্য দিন:

  • আপনার পুরো নাম
  • বয়স
  • ঠিকানা
  • ইমেল এবং ফোন নম্বর
  • ওয়াইএসএস লেসন্স নম্বর (অথবা এসআরএফ সদস্য নম্বর)
  • আপনার আগমন ও প্রস্থানের তারিখ।

 

আপনার মোবাইল বা ইমেলে পাঠানো লিঙ্ক ব্যবহার করে আপনি টাকা পাঠিয়ে দিতে পারেন।

এসআরএফ ভক্তদের জন্য রেজিস্ট্রেশান:

  • এসআরএফ ভক্তদের কাছে অনুরোধ যে তাঁরা ওয়াইএসএস হেল্প ডেস্ক-এ ইমেল-এর মাধ্যমে উপরিলিখিত তথ্য পাঠান।
  • যদিও এসআরএফ-এর ভক্তজন এই অনুষ্ঠানে সাদরে অভ্যর্থিত এবং তাঁরা সংগমস্থলে আহার্যগ্রহণ করতে পারেন, কিন্তু তাঁদের থাকার ব্যবস্থা নিকটস্থ কোনো হোটেলে তাঁদের নিজেদেরই করে নিতে হবে।

অনুগ্রহ করে মনে রাখবেন:

  • একজন ভক্ত শুধুমাত্র একটি সঙ্গমেই অংশগ্রহণের অনুমতি পাবেন।
  • Tকোনো বিশেষ সংগমস্থলের রেজিস্ট্রেশান সম্পূর্ণ হয়ে যাবার জন্য আগেই বন্ধ হয়ে যেতে পারে।
  • সফল নথিভুক্তির পরে আপনি ই-মেল বা হোয়াটসঅ্যাপ অথবা এসএমএস-এর মাধ্যমে অনুমোদন প্রাপ্ত হবেন। এরূপ বিজ্ঞপ্তি না পেলে আপনি ওয়াইএসএস রাঁচির হেল্প ডেস্কে (0651 6655 555) ফোন করতে পারেন, অথবা ([email protected]) ইমেল পাঠাতে পারেন।
  • শুধুমাত্র ওয়াইএসএস / এসআরএফ-এর ভক্তজনই সংগমে যোগ দিতে পারেন।
  • ১২ বছরের কম বয়সের শিশুদের প্রবেশাধিকার নেই।
ক্রিয়াযোগ প্রাপ্তির যোগ্যতা

সংগম যোগদানকারী ক্রিয়াবানদের ক্রিয়াযোগ দীক্ষা অনুষ্ঠানে দীক্ষাগ্রহণকারী নবীন ভক্তজনের সাথে যোগ দেওয়ার সুযোগ থাকছে।

ক্রিয়াযোগ প্রাপ্তির যোগ্যতা

  • ওয়াইএসএস পাঠমালায় দেওয়া প্রশ্নপত্রের সন্তোষজনক উত্তর দেওয়ার উপর ক্রিয়াযোগ প্রাপ্তির যোগ্যতা নির্ধারিত হয়।
  • ক্রিয়াযোগ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণের জন্য প্রশ্নপত্রে যেমনটি উল্লেখ করা আছে, ইচ্ছুক ভক্তকে যোগদার প্রথম তিনটি বুনিয়াদী প্রক্রিয়া কমপক্ষে তিন মাস ধরে অভ্যাস করে যেতে হবে।
  • আপনাকে নিজ হস্তাক্ষর সমন্বিত ওয়াইএসএস-এর গুরুগণ, যোগদা সৎসঙ্গ পথের প্রতি ভক্তি ও ক্রিয়াযোগের প্রতি আনুগত্যের অঙ্গীকার জমা করতে হবে।

অনুগ্রহ করে মনে রাখবেন:

  • যদি আপনি ক্রিয়াদীক্ষার জন্য আবেদন করে থাকেন অথচ প্রশ্নপত্রের উত্তর জমা দেননি, তাহলে আপনি সংগমস্থলে আসার পর উত্তরপত্র জমা দিতে পারেন এবং সন্ন্যাসীরা সেটি পরীক্ষা করে দেখবেন।
  • আপনি যদি এইগুলি ইতিমধ্যেই রাঁচি পাঠিয়ে দিয়ে থাকেন ও অনুমোদন পেয়ে গিয়ে থাকেন, তাহলে অনুমোদনপত্রটি সংগমস্থলে রেজিস্ট্রেশানের জন্য নিয়ে আসবেন।

 

ক্রিয়াযোগ দীক্ষা অনুষ্ঠানে যোগদান:

  • যাঁরা ক্রিয়াযোগ দীক্ষা পেতে উৎসুক, যাঁরা ক্রিয়াযোগ পাঠমালা পেয়েছেন কিন্তু অনুষ্ঠানে যোগদান করেননি; এবং যাঁরা ক্রিয়াযোগ দীক্ষাপ্রাপ্ত ক্রিয়াবানগণ এবং অনুষ্ঠানে যোগ দিতে উৎসুক, তাঁদের অনুষ্ঠানের অন্তত একদিন আগে নিজেদের নাম রেজিস্ট্রেশান করিয়ে প্রবেশাধিকার কার্ড সাথে নিয়ে ক্রিয়াযোগ দীক্ষা অনুষ্ঠানে যেতে হবে।
  • ক্রিয়াযোগ দীক্ষা সমারোহে বা ক্রিয়া রিভিঊ অনুষ্ঠানে যোগ দিতে ক্রিয়াবান পরিচয় পত্র সাথে নিতে হবে।
স্বেচ্ছাসেবক

প্রতিবারের মত এইবারেও বিভিন্ন স্থানে, যেমন রেজিস্ট্রেশান ডেস্ক, বাসস্থান, অডিও ভিজুয়ালস, খাবার ঘর, স্বাস্থ্যব্যবস্থা, অনুষ্ঠানে অন্যান্য ভক্তদের সাহায্য করা এবং অন্যান্য বিভাগে ভক্ত-সেবকের প্রয়োজন হবে। কিছু কিছু ক্ষেত্রে অনুষ্ঠান শুরুর দু একদিন আগেই ভক্ত- সেবকের প্রয়োজন দেখা দেয়। আপনি যদি স্বেচ্ছাসেবকের দায়িত্বপালনে ইচ্ছুক থাকেন তা হলে রেজিস্ট্রেশান ফর্মে উল্লেখ করবেন।

আপনাদের দান আমাদের কাম্য

এই অনুষ্ঠানগুলি বাস্তবায়িত করতে অর্থসংস্থানের প্রয়োজন হয়। নিম্ন আয়ের ভক্তজনের অনুষ্ঠানে যোগদান সহজ করার জন্য রেজিস্ট্রেশান ফি-তে অনেকটাই ভরতুকি থাকে। যাঁরা অধিক দানে সক্ষম, তাঁদের কাছে আমরা কৃতজ্ঞ, কারণ আমরা সকল আন্তরিক সন্ধানকারীর কাছে গুরুদেবের আতিথ্য ভরতুকির মাধ্যমে পৌঁছে দিতে পারি।

রেজিস্ট্রেশান ও অনুসন্ধানের জন্য যোগাযোগ বিবরণ

যোগদা সৎসঙ্গ শাখা মঠ – রাঁচি
পরমহংস যোগানন্দ পথ
রাঁচি ৮৩৪০০১

ফোন: (০৬৫১)৬৬৫৫ ৫৫৫ (সোম-শনি,সকাল ৯:৩০ থেকে বিকেল ৪:৩০)
ইমেল: [email protected]

নতুন আগ্রহী

পরমহংস যোগানন্দ এবং তাঁর শিক্ষা সম্পর্কে আরও জানতে আপনারা নীচের লিঙ্কগুলিতে অন্বেষণ করতে পারেন:

এই শেয়ার করুন