সমগ্র ভারত এবং নেপালে অবস্থিত যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়ার ২০০ টিরও অধিক কেন্দ্র, মণ্ডলী, আধ্যাত্মিক নিভৃতাবাস, এবং আশ্রমগুলি পরিদর্শনের জন্য অধ্যাত্ম জিজ্ঞাসুগণ সর্বদাই আমন্ত্রিত। আমাদের সাপ্তাহিক পরিষেবা, সামূহিক ধ্যান, এবং অন্যান্য প্রেরণামূলক কার্যক্রমে অংশগ্রহণ করুন। ছোটদের জন্য অনেক জায়গায় রবিবারের ক্লাসেরও ব্যবস্থা আছে।
হয়তো কিছু কিছু ছোটো কেন্দ্র বা মণ্ডলী এখানে তালিকাভুক্ত হয়নি, সে ক্ষেত্রে আপনারা রাঁচির ওয়াইএসএস শাখা মঠে যোগাযোগ করে আপনার নিকটস্থ কেন্দ্র বা মণ্ডলী সম্বন্ধে জেনে নিতে পারেন।
















