পরমহংস যোগানন্দ ভারতের প্রেমপূর্ণ ভক্তিগীতির কলা পাশ্চাত্যে নিয়ে এসে ঈশ্বরভক্তিতে সমবেত হয়ে ভক্তিগীতির অভিজ্ঞতার সাথে হাজার হাজার মানুষকে পরিচয় করান। এই মহান গুরু ১৯২৬ সালের এপ্রিল মাসে নিউ ইয়র্ক শহরে পরিপূর্ণ কর্নেগী সভাগৃহে প্রচুর দর্শকের সাথে “ও গড বিউটিফুল” ভক্তিগীতিটির পরিচয় করান। পরে তিনি বর্ণনা করেন:

“একঘন্টা পঁচিশ মিনিট ধরে হাজার হাজার দর্শক সমবেতকণ্ঠে গান করেন…স্বর্গীয় পরিবেশে প্রাণোচ্ছল গানে….পরদিন প্রচুর নারীপুরুষ এই পবিত্র স্তবগান করার সময় ঈশ্বর-চেতনা এবং শরীর, মন ও আত্মিক নিরাময়ের সাক্ষী হন আর অন্যান্য পরিষেবাতেও এই গীতের পুনরুক্তির জন্য অনেক অনুরোধ আসে।”

কীর্তন শুনুন

আপনি নিম্নোত্ত ওয়াইএসএস/এসআরএফ সন্ন্যাসীদের গাওয়া ভক্তিগীতির রেকর্ডিংয়ের কিছু নমুনা থেকে পরমহংস যোগানন্দের ভক্তিগীতি উপভোগ করতে পারেন (“ইন দ্য টেম্পল অফ সাইলেন্স” ভজন)।

Paramahansa-Yogananda-Chants-Songs-of-My-Heart-YSS

“ভূমিকা: ইন দ্য টেম্পল অফ সাইলেন্স”---পরমহংস যোগানন্দ

পরমহংস যোগানন্দের কন্ঠে “ইন দ্য টেম্পল অফ সাইলেন্স”

Devotional chanting by Sannyasis of SRF

তোমার প্রেমের দীপ জ্বালো

The joy of chanting the divine name

রাধাগোবিন্দ গোপীগোপাল

Devotional chants by Mirabai

মন্দিরে মম কে

Devotional songs to the Divine Mother

জয় মা

এই ভক্তিগীতির অ্যালবামটি ওয়াইএসএস বুকস্টোরে উপলব্ধ।

para-ornament

কীর্তন অনুধাবন করুন

ওয়াইএসএস/এসআরএফ সন্ন্যাসীদের পরিচালিত কীর্তন (আধ্যাত্মিক ভক্তিগীতি) আপনি নিচে দেখতে পাবেন। এই ভিডিওগুলি ৯০ মিনিট অথবা ৩ ঘন্টার ধ্যানের মাঝে অন্তর্ভুক্ত — তাহলেও প্রাত্যহিক ধ্যানের জন্য এই ভিডিওগুলির কিছু অংশ আপনি অবশ্যই বেছে নিতে পারেন।

ওয়াইএসএস সন্ন্যাসীদের গাওয়া ভক্তিপূর্ণ কীর্তন অনুষ্ঠান

ওয়াইএসএস সন্ন্যাসীদের কীর্তন ও ধ্যান | সমাবেশ ২০২১ (৯০ মিনিট)

ওয়াইএসএস সন্ন্যাসীদের কীর্তন ও ধ্যান | সমাবেশ ২০২০ (৯০ মিনিট)

এসআরএফ সন্ন্যাসীদের কীর্তন ও ধ্যান | সমাবেশ ২০২১ (৯০ মিনিট)

এসআরএফ সন্ন্যাসীদের কীর্তন ও ধ্যান | সমাবেশ ২০২১ (৩ ঘন্টা)

এসআরএফ সন্ন্যাসিনীদের কীর্তন ও ধ্যান | সমাবেশ ২০২১ (৩ঘন্টা)

এসআরএফ সন্ন্যাসিনীদের কীর্তন ও ধ্যান | সমাবেশ ২০২০ (৩ঘন্টা)

এসআরএফ সন্ন্যাসীদের কীর্তন ও ধ্যান | সমাবেশ ২০২০ (৩ ঘন্টা)

para-ornament

এই শেয়ার করুন