বিনামূল্যে পুস্তিকার অনুরোধ

ধ্যানের যোগবিজ্ঞান ও সুষম আধ্যাত্মিক জীবনযাপনের পন্থার ওপর পরমহংস যোগানন্দের শিক্ষাবলি বিশ্বের লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রেরিত করেছে। তাঁর পাঠদান ও রচনা থেকে সংক্ষেপিত, ধ্যানপ্রক্রিয়ার ওপর তাঁর স্বকীয় নির্দেশ ও তাঁর শেখানো ক্রিয়াযোগ ধারায় সম্যক জীবনযাপন পদ্ধতি যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়া (ওয়াইএসএস) পাঠমালা, ঘরে বসে পাঠের সামগ্রিক পাঠমালা সুচারুভাবে নিবেদন করে।

আপনি ওয়াইএসএস এবং পরমহংস যোগানন্দের শিক্ষা সম্বন্ধে প্রাথমিক তথ্য জানতে চাইলে — অথবা বইয়ের তালিকা, রেকর্ডিংস, ফটো অথবা ওয়াইএসএস থেকে উপলব্ধ অন্যান্য কিছু পেতে চাইলে নিম্নোক্ত নিঃশুল্ক পুস্তিকা ডাউনলোড করতে আহ্বান করি। (ই-মেল-এ আবেদন করার জন্য এই পৃষ্ঠার নিচে লিংক দেখুন)

দেখার জন্য ছবিতে ক্লিক করুন

পরিচায়ক পুস্তিকা পাঠমালার আবেদন প্রদর্শিত সূচি বিশ্বব্যাপী প্রার্থনা চক্র
English

हिंदी

தமிழ்

తెలుగు

ই-মেলে অনুরোধ করুন

আপনি এই তথ্য ই-মেলে পেতে চাইলে অনুগ্রহ করে এই ফর্মটি পূরণ করুন। অনুগ্রহ করে বিলি করার জন্যে আমাদের ৬ সপ্তাহ পর্যন্ত সময় দিন।

এই শেয়ার করুন