
তাঁর জীবনের সংক্ষিপ্ত পরিচয়
পরমহংস যোগানন্দের জন্মের একশো বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে, আর এই প্রিয় জগৎগুরু একজন শ্রেষ্ঠ দূতের স্বীকৃতি পেয়েছেন তাঁদের মধ্যে যাঁরা ভারতের প্রাচীন জ্ঞানের ভান্ডারকে পশ্চিমে নিয়ে গেছেন। তাঁর জীবন ও উপদেশ আজও সমস্ত জাতি, সংস্কৃতি ও ধর্মবিশ্বাসের মানুষের জন্য আলোক ও প্রেরণার উৎস হয়ে রয়েছে।
নিম্নোক্ত পৃষ্ঠাগুলিতে এই প্রিয় জগৎগুরুর জীবনের এক ঝলক উপস্থাপিত হয়েছে।
যোগী-কথামৃত বইটি সম্পর্কে আরও পড়ুন, এটি বিশ্বের বহুল প্রশংসিত কালজয়ী আধ্যাত্মিক গ্রন্থের অন্যতম।