পরমহংস যোগানন্দের সমগ্র রচনাবলি

পরমহংস যোগানন্দের জন্মের শতবর্ষ পর, তিনি আমাদের সময়ের অন্যতম প্রধান আধ্যাত্মিক ব্যক্তিত্বের স্বীকৃতি পেয়েছেন; এবং তাঁর জীবন ও কর্মের প্রভাব দিন দিন বেড়েই চলেছে। ধর্মীয় ও দার্শনিক অনেক ধারণা ও সাধনার পদ্ধতি, যা তিনি বহু দশক আগে উপস্থাপন করেছিলেন, তা আজ শিক্ষাক্ষেত্র, মনোবিজ্ঞান, ব্যবসা, চিকিৎসা এবং অন্যান্য বহু ক্ষেত্রে বাস্তব প্রয়োগ খুঁজে পাচ্ছে — মানবজীবনের একটি আরও সমন্বিত, মানবিক ও আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গির বিস্তৃত পরিপ্রেক্ষিতে তা গভীর প্রভাব ফেলছে।

এটা সত্যি যে পরমহংস যোগানন্দের শিক্ষার নানা ক্ষেত্রে যে বিভিন্ন দার্শনিক ও আধ্যাত্মিক আন্দোলনের মাধ্যমে ব্যাখ্যা ও সৃজনশীল প্রয়োগ ঘটছে, তা কেবল তাঁর শিক্ষার মহান ব্যবহারিক প্রয়োগ ক্ষমতাকেই নির্দেশ করে না। এটি এই বিষয়টিও স্পষ্ট করে তোলে যে তাঁর রেখে যাওয়া আধ্যাত্মিক উত্তরাধিকার যেন কালের প্রবাহে বিকৃত, বিভক্ত বা ম্লান না হয়ে যায়, সেই নিশ্চয়তার জন্য কিছু ব্যবস্থা থাকা প্রয়োজন।

পরমহংস যোগানন্দ সম্পর্কিত তথ্যসূত্রের বৈচিত্র্য বাড়ার সঙ্গে সঙ্গে, অনেক পাঠক প্রশ্ন করেন, তাঁর জীবন ও শিক্ষা কোনো প্রকাশনায় কিভাবে সঠিকভাবে উপস্থাপিত হতে পারে। এই প্রশ্নের উত্তরে আমরা জানাতে চাই, যে পরমহংসজি নিজেই তাঁর শিক্ষাগুলি প্রচার ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য তা বিশুদ্ধ ও অখণ্ডভাবে সংরক্ষণের উদ্দেশ্যে যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়া/সেল্ফ-রিয়লাইজেশন ফেলোশিপ প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ব্যক্তিগতভাবে এই সংস্থার প্রকাশনা পরিষদের জন্য তাঁর ঘনিষ্ঠ শিষ্যদের নির্বাচন ও প্রশিক্ষণ দেন যারা যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়া/সেল্ফ-রিয়লাইজেশন ফেলোশিপের প্রকাশনা পরিষদের শীর্ষ পদে আছেন এবং তাঁর বক্তৃতা, রচনাবলি ও যোগদা সৎসঙ্গ পাঠমালা প্রস্তুতি ও প্রকাশের জন্য তাঁদের নির্দিষ্ট নির্দেশনা প্রদান করেন। ওয়াইএসএস/এসআরএফ প্রকাশনা পরিষদের সদস্যরা এই নির্দেশনাগুলিকে এক পবিত্র দায়িত্ব হিসেবে বিবেচনা করেন, যাতে এই প্রিয় বিশ্বগুরু ও তাঁর বিশ্বজনীন বার্তা তার মূল শক্তি ও প্রামাণিকতা সহকারে ভবিষ্যতেও জীবিত থাকেন।

পরমহংসজি, যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়া/সেল্ফ-রিয়লাইজেশন ফেলোশিপ নাম এবং ওয়াইএসএস/এসআরএফ প্রতীক (নীচে দেখানো হয়েছে) তাঁর প্রতিষ্ঠিত সংস্থার বিশ্বব্যাপী আধ্যাত্মিক এবং মানব কল্যাণমূলক কার্যক্রম সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজেই প্রবর্তন করেন। এই প্রতীক ওয়াইএসএস/এসআরএফ-এর প্রকাশিত সব বই, অডিও ও ভিডিও রেকর্ডিং, চলচ্চিত্র এবং অন্যান্য প্রকাশনায় ব্যবহৃত হয়, যা পাঠকদের এই নিশ্চয়তা দেয় যে উক্ত প্রকাশনাটি পরমহংস যোগানন্দের প্রতিষ্ঠিত সংস্থা থেকেই প্রকাশিত এবং তাঁর শিক্ষাগুলি যথাযথভাবে এবং তাঁর ইচ্ছা অনুসারে উপস্থাপন করা হয়েছে।

যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়ার সব প্রধান প্রকাশনার প্রচ্ছদে একটি হলোগ্রাম (ডানদিকে দেখানো হয়েছে) থাকে। এটি পাঠকদের নিশ্চয়তা দেয় যে প্রকাশনাটি পরমহংস যোগানন্দের প্রতিষ্ঠিত সংস্থা থেকেই প্রকাশিত এবং তাঁর শিক্ষাকে তিনি যেভাবে চেয়েছিলেন সেভাবে যথাযথভাবে উপস্থাপন করে।

পরমহংস যোগানন্দ — প্রাচ্য ও পাশ্চাত্যের যোগী

এই শেয়ার করুন