আগন্তুকদের জন্য তথ্য

Main building, Ranchi.

যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়া (ওয়াইএসএস) তে আপনাকে স্বাগত, অলাভজনক আধ্যাত্মিক এই সংস্থাটির প্রতিষ্ঠাতা শ্রীশ্রী পরমহংস যোগানন্দজি। আপনার আধ্যাত্মিক অনুসন্ধানের পরিপূর্ণতা লাভে সাহায্য করতে পেরে আমরা আনন্দিত।

আপনি যদি পরমহংস যোগানন্দজির শিক্ষায় আগন্তুক হয়ে থাকেন, শুরু করার আগে আপনার জন্য কিছু প্রস্তাব রইল:

যোগ ও তার ধারণা কি আপনার কাছে নতুন? যারা যোগের ঐতিহ্যের ধারণা বা তার পরিভাষার সঙ্গে অপরিচিত, আমাদের ওয়েবসাইটের অনলাইন শব্দকোশ-এ দেওয়া সংক্ষিপ্ত ব্যাখ্যা তাদের বুঝতে সাহায্য করবে।

ধ্যান করতে শিখুন

যোগদা সৎসঙ্গ পাঠমালা

যোগদা সৎসঙ্গ পাঠমালা ঘরে-বসে পাঠের জন্য এক পাঠমালাক্রম যাতে ক্রিয়াযোগের বিজ্ঞানসম্মত ধ্যান প্রক্রিয়া বিষয়ে যোগানন্দজির বিস্তারিত নির্দেশ — তারই সঙ্গে সম্যক অধ্যাত্ম জীবনযাপনের বিশদ উপদেশ দেওয়া আছে।

নবীন শিক্ষার্থীদের ধ্যান নির্দেশাবলি

আপনি যদি এখনই ধ্যান শুরু করতে চান, আমাদের ধ্যান করতে শিখুন পেজে নিবেদিত বিষয় হতে নির্বাচন করুন।

যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়ার আশ্রম, নিভৃতাবাস বা কেন্দ্র দর্শন করুন

যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়া-র সারা দেশে ১৮০ টিরও বেশি আশ্রম, নিভৃতাবাসধ্যান কেন্দ্র আছে — সকল আগ্রহী তত্ত্বান্বেষীদের জন্য দলগত ধ্যানের শক্তির অভিজ্ঞতা, মনোযোগ নিবদ্ধ করে নিভৃতাবাস কার্যক্রম, অনুপ্রেরণাদায়ী সেবা এবং আধ্যাত্মিক সাহচর্য প্রদান করা হয়। এই কার্যক্রমের মধ্যে আছে:

Girl child meditating.

যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়া-র শারদ সংগম

প্রত্যেক বছর, আমরা এক সপ্তাহব্যাপী আধ্যাত্মিক উন্নয়ন, সংসর্গ এবং শ্রী পরমহংস যোগানন্দের শিক্ষার গভীর অধ্যয়ন করে থাকি, যাতে আছে:

YSS devotees meditating in a group

নিভৃতাবাস

সারা বছরই (শারদ সংগম-এর সময় ব্যতিরেকে) ওয়াইএসএস সদস্য ও বন্ধুরা যারা নিজেদের আধ্যাত্মিক উন্নয়ন করতে চান তাদের জন্য নিভৃতাবাস চলতে থাকে। পরমহংস যোগানন্দের শিক্ষা বিষয়ে সন্ন্যাসীদের দ্বারা পরিচালিত বিশেষ নিভৃতাবাস সারা বছর বিভিন্ন সময় হতে থাকে। যদিও এই নিভৃতাবাস যারা এই শিক্ষা প্রণালীর সঙ্গে পরিচিত তাদের জন্য হয়ে থাকে তবুও যদি কেউ আগ্রহী হন তারাও স্বাগত অভ্যর্থনা কক্ষে অনুসন্ধান করতে।

পরমহংস যোগানন্দের কথায়, ওয়াইএসএস নিভৃতাবাস “নীরবতার এক ডায়নামো যেখানে অসীম অনন্তর দ্বারা পুনরুজ্জীবিত হবার উদ্দেশ্যে (আপনি) যেতে পারেন।” আমাদের নিভৃতাবাস কার্যক্রমের বিশেষ অংশ:

The Noida ashram of Yogoda Satsanga Society of India

প্রস্তাবিত পাঠ

পরমহংস যোগানন্দের শিক্ষা প্রণালী অনুসন্ধানের আগে সঠিকভাবে শুরুর জন্য আমরা আপনাকে নিম্নলিখিত বইগুলি পাঠ করার প্রস্তাব করতে চাই।

শ্রীশ্রী পরমহংস যোগানন্দ রচিত যোগী-কথামৃত

বহুপঠিত অতুলনীয় এই আধ্যাত্মিক বইটি যোগানন্দের জীবন এবং শিক্ষার বিষয়ে জানার এক উত্তম সূচনা। চিত্তাকর্ষক এবং মনোরম এই কাহিনী আমাদের অস্তিত্বের কারণ, যোগ, উচ্চতর চৈতন্য, ধর্ম, ঈশ্বর এবং আধ্যাত্মিক জীবনযাপনে দৈনন্দিন সমস্যা সংক্রান্ত প্রশ্নেরও উত্তর প্রদান করে।

শ্রীশ্রী পরমহংস যোগানন্দের হোয়ার দেয়ার ইস লাইট

এই আধ্যাত্মিক হ্যান্ডবুকটিতে পরমহংস যোগানন্দের রচনা এবং বক্তৃতা সংকলিত হয়েছে, এখানে সংক্ষিপ্ত আকারে বিভিন্ন আগ্রহের বিষয়ে উপদেশ এবং ধারণা দেওয়া আছে, যেমন: মানুষের সঙ্গে যথাযথ সম্পর্ক গড়ে তোলা; ব্যর্থতাকে সাফল্যে রূপান্তরিত করা; ঈশ্বরের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলা; মৃত্যুর ধারণা, মানসিক চাপ, দুশ্চিন্তা, ভয়কে অতিক্রম করা, প্রার্থনাকে কার্যকরী করে তোলা; এবং জীবনের সিদ্ধান্ত নেওয়ার জন্যে জ্ঞান এবং শক্তি অর্জন করা।

শ্রীশ্রী পরমহংস যোগানন্দের থ্রি অ্যান্থোলজিস অফ লেকচারস এন্ড এসেস

Man's Eternal Quest explains aspects of meditation, life after death etc.

শ্রীশ্রী পরমহংস যোগানন্দ রচিত মানুষের চিরন্তন অন্বেষণ

পরমহংসজির সংগৃহীত বক্তৃতা এবং রচনার প্রথম খণ্ডটিতে, স্বল্প পরিচিত এবং ধ্যানের এমন কিছু দিক যা কদাচিৎ ব্যাখ্যা করা হয় এমন বিষয়, মৃত্যুর পরের জীবন, সৃষ্টির চরিত্র, স্বাস্থ্য ও নিরাময় এবং মানব মনের অসীম ক্ষমতা বিষয়ক আলোচনা আছে।

The Divine Romance deals with topics like habits, memory, karma and reincarnation.

শ্রীশ্রী পরমহংস যোগানন্দ রচিত দ্য ডিভাইন রোম্যান্স

সংগৃহীত বক্তৃতা ও রচনার দ্বিতীয় খন্ডটিতে যোগানন্দ দেখিয়েছেন আমরা কিভাবে আমাদের দিব্য সত্ত্বাকে জাগিয়ে তুলে নিজেদের দৈনন্দিন শারীরিক, মানসিক,আবেগ সংক্রান্ত এবং আধ্যাত্মিক মঙ্গল করতে পারি। তিনি আমাদের গভীর আধ্যাত্মিক সম্পর্কের মূল উদ্ঘাটন করে দেখিয়েছেন এবং ব্যাখ্যা করেছেন কিভাবে এক অদৃশ্য বিশ্বজনীন প্রেমের সূত্র এই সম্পর্ককে ঐক্যবদ্ধ রাখে এবং সকল প্রেমের উৎসের দিকে আমাদের ফিরিয়ে নিয়ে যায়। অন্যান্য যে বিষয়গুলি এখানে অন্তর্ভুক্ত আছে তা হল: অভ্যাস, স্মৃতি, কর্ম এবং জন্মান্তর, যোগ ও ধ্যান এবং মানুষ কিভাবে নিজের মধ্যে, তার পরিবার, সমাজ এবং বিশ্বে বৃহত্তর সম্প্রীতির বোধ জাগিয়ে তুলতে পারে সে বিষয়েও ব্যাখ্যা করা আছে।

Journey to Self Realization: topics include: how to express lasting youthfulness; acquiring attunement with the Source of success; balancing business and spiritual life; overcoming nervousness etc.

শ্রীশ্রী পরমহংস যোগানন্দ রচিত জার্নি টু সেল্ফ-রিয়লাইজেশন

সংগৃহীত বক্তৃতা ও রচনার তৃতীয় খন্ডটি যারা নিজেদের এবং তাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য আরও ভালভাবে জানতে চান তাদের পরামর্শ প্রদান করবে। যোগানন্দজি মানুষের অভিজ্ঞতার অগণিত জটিলতাকে এক বিশ্বজনীন দূরদৃষ্টিসম্পন্ন পরিপ্রেক্ষিতে তুলে ধরেছেন, তিনি আমাদের দেখিয়েছেন কিভাবে বাধা বিভ্রান্তিকে জীবনরোমাঞ্চের এক উদ্দেশ্যমূলক অংশ হিসেবে দেখতে হবে। আরও অন্যান্য বিষয়ের মধ্যে আছে: কিভাবে চিরযৌবন ধরে রাখা যায়; সাফল্যের উৎসের সঙ্গে সুর মেলান; ব্যবসায়িক এবং আধ্যাত্মিক জীবনে ভারসাম্য রাখা; স্নায়বিক দুর্বলতা কাটিয়ে ওঠা, অন্যদের সঙ্গে তাল মিলিয়ে চলতে শেখা, দৈনন্দিন জীবনে ঈশ্বরকে উপলব্ধি করা।

শ্রীশ্রী পরমহংস যোগানন্দের অন্যান্য বই

Inner Peace: How to Be Calmly Active and Actively Calm.

শ্রীশ্রী পরমহংস যোগানন্দ রচিত ইনার পিস: হাউ টু বি কামলি অ্যাকটিভ অ্যান্ড অ্যাকটিভলি কাম

যোগানন্দজির রচনার এই অনুপ্রেরণাদায়ী সংকলনটি বিশ্বের যে কোনো পরিস্থিতিতে মানুষকে শান্ত, খুশি, স্থিরচিত্ত থাকার উপায়ের বাস্তব প্রয়োগে সাহায্য করে। পাঠকের দুশ্চিন্তা ও চাপকে আনন্দ ও শান্তিতে পরিবর্তন করার ক্ষমতা প্রদান করে, এই ক্ষুদ্র পুস্তকটি আমাদের দুরন্ত গতিময় বিশ্বকে এক শক্তিশালী প্রতিষেধক প্রদান করে।

The Law of Success: Topics include: creativity and initiative, positive thinking, dynamic will, self-analysis, the power of meditation etc.

শ্রীশ্রী পরমহংস যোগানন্দ রচিত সাফল্যের নিয়ম

এই শক্তিশালী ক্ষুদ্র পুস্তকটি কিভাবে সাফল্যের উৎসের সঙ্গে সংযোগ স্থাপন করতে হয়, যোগ্য লক্ষ্য স্থির করতে হয়, বাধা এবং ভয় কাটিয়ে উঠতে হয় এবং জীবনে সাফল্য লাভের জন্য দিব্য নিয়মকে কাজে লাগাতে হয় সে বিষয়ে বর্ণনা করে। অন্তর্ভুক্ত বিষয়বস্তু: সৃষ্টিশীলতা ও উদ্যোগ, সদর্থক চিন্তা, গতিশীল ইচ্ছাশক্তি, আত্মবিশ্লেষণ, ধ্যানের শক্তি এবং আরও অনেক।

Metaphysical Meditations: more than 300 meditations, prayers, affirmations, and visualizations.

শ্রীশ্রী পরমহংস যোগানন্দ রচিত আধ্যাত্মিক ধ্যান

এই পকেট বইটি ৩০০টিরও বেশি ধ্যান, প্রার্থনা, দৃঢ় প্রত্যয় এবং মানসিক দর্শন, তার সঙ্গে কিভাবে ধ্যান করতে হয় সে বিষয়েও প্রাথমিক তথ্য প্রদান করে। যারা নতুন ধ্যান শুরু করেছেন এবং যারা অভিজ্ঞ উভয়ের জন্যই এই ক্ষুদ্র খণ্ডটি, অসীম আনন্দকে জাগিয়ে তুলতে ও আত্মার মুক্তি ও শান্তিলাভের এক উপযোগী সহায়ক।

শ্রীশ্রী পরমহংস যোগানন্দের শিক্ষাকে যদি আপনি আরও গভীরভাবে অনুধাবন করতে চান, দয়া করে ওয়াইএসএস বুকস্টোরে আমাদের বই ও রেকর্ডিং এর সম্পূর্ণ তালিকাটি দেখুন।

যারা যোগ ঐতিহ্য অনুসারে ব্যবহৃত ধারণা ও পরিভাষা সম্পর্কে অপরিচিত তারা আমাদের ব্যবহৃত পরিভাষার সংক্ষিপ্ত ব্যাখ্যা আমাদের অনলাইন শব্দকোশ-এ পেয়ে যাবেন।

এই শেয়ার করুন