রাজনৈতিক এবং সরকারি ব্যক্তিবর্গ

“আজ যদি পরমহংস যোগানন্দের মতো একজনকে সংযুক্ত রাষ্ট্রসঙ্ঘে আমরা পেতাম, এখনকার পৃথিবী এর থেকে অনেক সুন্দর হতে পারত।”

— ডঃ বিনয় আর. সেন, ইউ এস-এ নিযুক্ত পূর্বতন ভারতীয় রাষ্ট্রদূত

“তাঁর প্রতি আমি গভীর শ্রদ্ধাশীল...বহুবছর ধরে যোগানন্দের সাথে আমার প্রচুর পত্রবিনিময় হয়েছে, বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়েছে। তাঁর পত্রাবলী আমার জন্য বিশেষ প্রেরণা ও সহায়তা জুগিয়েছে। মানবসমাজের জন্যে তাঁর দেহাবসান এক বিরাট ক্ষতি।”

— মহামান্য এমিলিও পোর্টেস গিল, মেক্সিকোর পূর্বতন রাষ্ট্রপতি

“যারা তাঁর পরিচিত হবার সৌভাগ্য অর্জন করেছেন, তারা সবাই তাঁর প্রাণবন্ত ব্যক্তিত্ব ও সহৃদয় অন্তর্দৃষ্টির অভাব নিদারুণভাবে উপলব্ধি করবেন।”

— গুডউইন জে নাইট, ক্যালিফোর্নিয়ার পূর্বতন গভর্নর

“বাস্তবিকই তিনি ধরণীর সকল মানুষের মধ্যে শান্তি ও সৌহার্দ্যের প্রতি নিবেদত প্রাণ এক অসামান্য ব্যক্তিত্ব ছিলেন। নিঃসন্দেহে বলা যেতেই পারে পৃথিবীকে কিছুটা ভালোবাসযোগ্য করে গেছেন....”

— বিচারক স্ট্যানলি মস্ক, ক্যালিফোর্নিয়া প্রদেশ সুপ্রিম কোর্ট

“মানব সভ্যতার যাত্রায় পরমহংস যোগানন্দের বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও আলোচনা যুগান্তকারী।”

— জি এন বৈদ্য, হাইকোর্টের বিচারক, বোম্বে

“সাম্প্রতিককালে পিটসবার্গে আপনার শিক্ষামূলক ভাষণগুলি থেকে যে সুবিধাগুলো আমি পেয়েছি সেটা এই সুযোগে আপনাকে জানাচ্ছি। আমি জানি এই দেশ জুড়ে আপনি গুরুত্বপূর্ণ গঠনমূলক শিক্ষার কর্মসূচিতে লিপ্ত আর সমস্ত সহায়তা ও উৎসাহ আপনাকে দেওয়াই উচিত। এই দেশের মানুষ যদি আপনার শেখানো মতবাদ অনুসারে জীবনযাপন করতে পারত, তাহলে নীতি আদালত খুব কম থাকত বা এর কোনো অস্তিত্বই থাকত না।”

— এ. ডি. ব্র্যান্ডন, নীতি আদালতের বিচারক, পিটসবার্গ, পিএ

“ওয়াশিংটনে মনোবিজ্ঞানীদের অবদান আছে। তবে এই [আপনার] দর্শন ও পদ্ধতি একেবারে এক নূতন অভিজ্ঞতা এটা প্রায় সার্বিক বিবৃতি...আপনার বক্তৃতা ও ক্লাস আমার সহধর্মিনী ও আমার কি পরিমাণ উপকারে আসছে সেটা প্রকাশ করা আমার ক্ষমতার বাইরে। আমেরিকান জীবনশৈলীর স্নায়বিক অবস্থা, উদ্বেগ ও অনিশ্চয়তা, একইসাথে আমাদের ব্যবহারিক জীবনের কঠিন বাস্তবতার সাথে গতানুগতিক খ্রিস্টান বিশ্বাসের মেলবন্ধন দর্শাতে পারে এমন আধ্যাত্মিক বোধশক্তির আকাঙ্খা আপনার সন্ধান পেতে আমাদের প্রেরণা জুগিয়েছে। আপনার উদাত্ত ও ব্যবহারিক দর্শনের শ্রবণ আমাদের শান্তি ও সান্ত্বনা দিয়েছে।”

— লুইস ই. ভ্যান নরম্যান, সম্পাদক, "দ্য নেশনস বিজনেস"; বাণিজ্যিক সহযোগী, বাণিজ্য বিভাগ

“নিঃসন্দেহে তাঁর সুহৃদয়ের নির্দেশক তাঁর ভৌত সত্ত্বার কমনীয়তা ও সৌন্দর্য ছাড়াও, মানবতার জন্য পরমহংসজির গভীর মমত্ব ও প্রেম — এমনকি যারা তাঁর মতের প্রতি সহানুভূতিহীন ও বিমুখ ছিলেন তারাও — তাঁর সমকালীনদের মধ্যে তাঁকে এক অতুলনীয় মর্যাদা দিয়েছে।

“তিনি তাঁর জন্মভূমি থেকে আত্মিক প্রশান্তি আর মানুষের ধারণাশক্তি ও জীবনের আধ্যাত্মিক মূল্যবোধ আমেরিকাতে নিয়ে আসেন যা শুধুমাত্র আধুনিক সমাজে ধনী-দরিদ্র নির্বিশেষে বহু মানুষকে মানসিক শান্তি পেতে সাহায্য করেছে তাই নয় বরং ভারত ও ইউএসএ-এর জনমানসে এক পারস্পরিক বোঝাপড়া গড়ে তুলতেও সাহায্য করেছে।

“মানুষের বিশ্বভ্রাতৃত্ববোধে বিশ্বাসী ও একজন শান্তির প্রচারক হিসাবে যোগানন্দজি তাঁর জীবন ও সমস্ত শক্তি আর তাঁর সমস্ত সহায় প্রাচ্য ও পাশ্চাত্যের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সৌহার্দ্যের লক্ষ্যে উৎসর্গ করেছেন।”

— মূলক রাজ আহুজা, ভারতের কনসাল জেনারেল

এই শেয়ার করুন