yss-logo-bengali

“ ...তুমি উপলব্ধি করো যে সর্বক্ষণ তোমার অন্তরে এক অসাধারণ শক্তি বিরাজমান ছিল, অথচ তুমি তা জানতে না। ”

— পরমহংস যোগানন্দ

“ ...তুমি উপলব্ধি করো যে সর্বক্ষণ তোমার অন্তরে এক অসাধারণ শক্তি বিরাজমান ছিল, অথচ তুমি তা জানতে না। ”

— পরমহংস যোগানন্দ

পরমহংস যোগানন্দ

গ্রন্থ যোগী-কথামৃত-র রচয়িতা যোগানন্দজি বিশ্বের সুমহান আধ্যাত্মিক গুরুগণের মধ্যে অন্যতমরূপে পরিচিত ছিলেন। তাঁর ক্রিয়াযোগ ধ্যান প্রক্রিয়া এবং সম্যক জীবনযাপনের শিক্ষা লক্ষ লক্ষ মানুষের জীবনকে উন্নীত করেছে।

এসআরএফ আন্তর্জাতিক সদর দফতরের শতবর্ষ পূর্তি উদযাপন

২৫ অক্টোবর ওয়াইএসএস/এসআরএফ অধ্যক্ষ শ্রীশ্রী স্বামী চিদানন্দ গিরির সঙ্গে এক বিশেষ সরাসরি সম্প্রচারে যোগ দিন।

Solving The Mystery of Life — অগ্রিম অর্ডারের জন্য উপলব্ধ!

পরমহংস যোগানন্দ রচিত ইংরেজিতে সংকলিত বক্তৃতা ও প্রবন্ধমালার চতুর্থ খণ্ড এখন আমাদের অনলাইন বুকস্টোরে অগ্রিম অর্ডার করা যাবে।

সাধনা সঙ্গম ২০২৫

২০২৫-এর অক্টোবর থেকে ডিসেম্বর মাসে অনুষ্ঠিত সাধনা সঙ্গমে অংশগ্রহণ করার জন্য আমরা সকল ওয়াইএসএস/এসআরএফ ভক্তদের স্বাগত জানাই। এইসকল অনুষ্ঠানের জন্য নিবন্ধীকরণ এখন শুরু হয়েছে!

কর্মসূচি ও অনুষ্ঠান

আমরা আপনাকে ওয়াইএসএস সন্ন্যাসীবৃন্দ কর্তৃক পরিচালিত অনলাইন ও ব্যক্তিগত ধ্যানপর্ব, নিভৃতাবাস এবং অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাই।

২০২৬ দেয়াল ক্যালেন্ডার — এখন উপলভ্য!

২০২৬ ক্যালেন্ডারটিতে বৃন্দাবনে বাল্যরূপে ভগবান কৃষ্ণকে চিত্রিত করা হয়েছে। এটি পরিবার, বন্ধুবর্গ ও পরিচিতদের জন্য একটি স্মরণীয় উপহার।