প্রয়াগরাজে (এলাহাবাদ) আয়োজিত কুম্ভমেলা - ২০২৫

এই অনুষ্ঠানের জন্য নিবন্ধীকরণ এখন বন্ধ আছে।

অনুষ্ঠান সম্পর্কিত তথ্য

ভারতবর্ষে কুম্ভমেলার মতো ধর্মীয় মহামেলা স্মরণাতীত কাল হতে চলে আসছে; এইসব ধর্মীয় মহামেলা অগণিত লোকের চোখের সামনে একটা আধ্যাত্মিক লক্ষ্য সর্বদা ধরে রেখেছে।

— পরমহংস যোগানন্দ

আমাদের পরমপ্রিয় গুরুদেবের এই কথা দ্বারা অনুপ্রাণিত হয়ে, যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়া (ওয়াইএসএস) কুম্ভমেলায় শিবিরের ব্যবস্থা করে থাকে। একইভাবে, আগামি বছরের প্রথমদিকে প্রয়াগরাজে (এলাহাবাদ) যে কুম্ভ মেলা আয়োজিত হতে চলেছে, সেখানেও আমাদের একটি ওয়াইএসএস শিবির প্রতিষ্ঠা করার পরিকল্পনা রয়েছে। ওয়াইএসএস/এসআরএফ-এর ভক্তদের এই শিবিরে আসার আমন্ত্রণ রইল।

২০২৫-এর ১০ই জানুয়ারি থেকে ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত এই শিবিরটি কুম্ভমেলা ক্ষেত্রে সক্রিয় থাকবে। এই সময়কালের মধ্যে স্নানের তিথি যথা — পৌষ পূর্ণিমা (সোমবার, ১৩ জানুয়ারি), মকর সংক্রান্তি (মঙ্গলবার, ১৪ জানুয়ারি), মৌনী অমাবস্যা (বুধবার, জানুয়ারি ২৯), বসন্ত পঞ্চমী (সোমবার, ফেব্রুয়ারি ৩) ও মাঘী পূর্ণিমা (বুধবার, ফেব্রুয়ারি ১২)।

কুম্ভমেলায় এই শিবিরটি থাকার সম্পূর্ণ সময়কালে ভক্তদের এখানে অবস্থানকে সমৃদ্ধ করে তুলতে ওয়াইএসএস-এর সন্ন্যাসীরা বিভিন্ন আধ্যাত্মিক অনুষ্ঠানের পরিচালনা করবেন। প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় দলগত ধ্যান, কীর্তন (ভক্তিমূলক ভজন) এবং সৎসঙ্গ হবে।

সম্পূর্ণ বুলেটিন পড়তে, অনুগ্রহ করে এখানে ক্লিক করুন

অনুষ্ঠানের বিস্তারিত বিবরণ

নিবন্ধীকরণ

এই অনুষ্ঠানের নিবন্ধীকরণ এখন বন্ধ হয়ে গেছে।

দয়া করে অবগত হন:

  • শুধুমাত্র নিবন্ধভুক্ত ভক্তদেরই শিবিরে থাকার অনুমতি আছে।
  • দয়া করে আপনার নির্ধারিত দিনে আগমন ও প্রস্থান করুন।
  • যদি আপনার নিবন্ধীকরণ নিশ্চিত হয় এবং কোনো কারণে আপনি অংশগ্রহণ করতে পারছেন না, দয়া করে যত শীঘ্র সম্ভব আমাদের জানান। দয়া করে মনে রাখবেন বাতিল নিবন্ধীকরণ ফেরতযোগ্য বা হস্তান্তর যোগ্য নয়।
বাসস্থান এবং আহার

যারা নিবন্ধভুক্ত হয়েছেন, ওয়াইএসএস শিবিরে তাদের আগমন ও প্রস্থানের দিন সহ চার দিন ও তিন রাতের জন্য সীমিত থাকার ব্যবস্থা রয়েছে যাতে সর্বাধিক সংখ্যক ভক্ত তাদের স্নান ও অন্যান্য রীতি পালন করার সঙ্গে এই সীমিত সুবিধাগুলিকে কাজে লাগাতে পারেন।

দয়া করে অবগত হন:

  • শিবিরে সুযোগ-সুবিধা সীমিত হওয়ার কারণে, কেবল যাদের থাকা ওয়াইএসএস দ্বারা অনুমোদিত হয়েছে, তারাই শিবিরে থাকতে পারবেন। আপনাদের অনুরোধ করা হচ্ছে যে এমন কোনও আত্মীয় বা বন্ধুকে সঙ্গে আনবেন না যাদের অনুমোদন প্রদান করা হয় নি।
  • পুরুষ ও মহিলাদের পৃথক তাঁবুতে স্থান প্রদান করা হবে, তাই একই পরিবারের একাধিক সদস্য এলে, তারা দয়া করে সেই অনুযায়ী পরিকল্পনা ও গোছগাছ করবেন।

বাসস্থানের সুবিধা

শিবিরে বালির ওপর তাঁবু খাটিয়ে থাকার ব্যবস্থা করা হবে, তাঁবুতে খড়ের আচ্ছাদনের ওপর টারপলিন বিছানো থাকবে।

  • বিছানা, বালিশ এবং কম্বল প্রদান করা হবে, কিন্তু আপনারা অনুগ্রহ করে নিজেদের বিছানার চাদর, বালিশের কভার এবং স্লিপিং ব্যাগ আনবেন।
  • জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে আবহাওয়া যেহেতু প্রচণ্ড ঠান্ডা থাকবে, শীতের সম্পূর্ণ জামাকাপড় যেমন কম্বল, স্লিপিং ব্যাগ, সোয়েটার, টুপি এবং মোজা অবশ্যই সঙ্গে রাখবেন। সূচক তাপমাত্রা নিম্নরূপ:
    • দিনের বেলা: ১৫° সেঃ– ২২° সেঃ (৫৯° ফাঃ–৭২° ফাঃ)
    • রাতের বেলা: ৬° সেঃ–১২° সেঃ (৪৩° ফাঃ–৫৪° ফাঃ)
  • যেহেতু এই মাসগুলিতে মাঝে-মধ্যে বৃষ্টি হয়, তাই রেনকোট (বর্ষাতি) বা ছাতা সঙ্গে রাখবেন। মশা তাড়ানোর ক্রিম, টর্চ, আসন ও নিজের ব্যক্তিগত ব্যবহারের অন্যান্য জিনিসপত্র সঙ্গে আনবেন।

নিকটস্থ হোটেল

কুম্ভমেলা চলাকালীন যেসব ভক্তদের থাকার বা খাবার বিশেষ চাহিদা আছে তাঁরা দয়া করে নিজেদের ব্যবস্থা করবেন। নিকটস্থ হোটেলের একটি তালিকা নীচে দেওয়া হল। অনুগ্রহ করে সরাসরি হোটেলে আপনার সংরক্ষণ করান।

আহার

বিনামূল্যে ভক্তদের সাধারণ আহার প্রদান করা হবে।

কিভাবে পৌঁছোবেন

প্রয়াগরাজে পৌঁছোন:

  • ফ্লাইটে: প্রয়াগরাজ বামরাউলি এয়ারপোর্ট (আইএক্সডি) শিবির থেকে প্রায় ২০ কিলোমিটার।
  • ট্রেনে: প্রধান রেলওয়ে স্টেশন, প্রয়াগরাজ জাংশন (পিআরওয়াইজে) শিবির থেকে ১০ কিলোমিটার। নিকটতম প্রয়াগরাজ সংগম স্টেশন প্রায় ২ কিলোমিটার দূরে। আপনি যে কোনো স্টেশনে নামতে পারেন এবং শিবিরে পৌঁছোনর ব্যবস্থা করতে পারেন।


এয়ারপোর্ট/ট্রেন স্টেশন থেকে পরিবহন ব্যবস্থা:

আপনি নিজের মতো ব্যবস্থা করতে পারেন বা সহায়তার জন্য শ্রী ধর্মেন্দ্র জয়সোয়াল-এর সঙ্গে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে (+91) 93076 66851 বা (+91) 95981 32021। ভ্রমণের নির্ধারিত খরচ প্রযোজ্য হবে এবং সেটি ভক্তদের বহন করতে হবে।


বিশেষ স্নানের দিনে:

বিশাল জনসমাগমের কারণে যানবাহনের সুবিধা সীমিত থাকবে। কোনো কারণে শিবির পর্যন্ত হেঁটে যেতে হলে দয়া করে হালকা মালপত্র সঙ্গে রাখবেন।

para-ornament

কুম্ভমেলায় ওয়াইএসএস শিবিরের ঠিকানা

প্লট নাম্বার ১০৯২ এবং ১০৯৩
শঙ্করাচার্য মার্গ, সেক্টর ১৯
কুম্ভমেলা ক্ষেত্র, প্রয়াগরাজ

গুগল ম্যাপের লিঙ্ক: এখানে ক্লিক করুন

যোগদা সৎসঙ্গ ধ্যানকেন্দ্র, প্রয়াগরাজ

468/270, Nai Basti Sohbatia Bagh,
Prayagraj (Allahabad),
Uttar Pradesh – 211006

ফোন: 9454066330, 9415369314, 9936691302

ইমেল: [email protected]

para-ornament

অনুসন্ধানের জন্য যোগাযোগের বিস্তারিত বিবরণ

যোগদা সৎসঙ্গ শাখা মঠ – রাঁচি
Paramahansa Yogananda Path
Ranchi – 834001
Jharkhand

ফোন: (0651) 6655 506
(সোম থেকে শনি, সকাল ০৯:৩০ থেকে বিকেল ০৪:৩০)

ইমেল: [email protected]

নতুন আগ্রহী

পরমহংস যোগানন্দ এবং তাঁর শিক্ষা সম্পর্কে আরও জানতে আপনারা নীচের লিঙ্কগুলিতে অন্বেষণ করতে পারেন:

এই শেয়ার করুন