ধ্যানের কর্মসূচি

যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়া-র সারা দেশে ১৮০টিরও অধিক নিভৃতাবাস, আশ্রম, ও ধ্যানকেন্দ্র রয়েছে — যা আগ্রহী সব সাধককে সমবেত ধ্যানের শক্তি উপলব্ধি করার একটি সুযোগ প্রদান করে। সাপ্তাহিক অনুপ্রেরণামূলক অনুষ্ঠানে শ্রীশ্রী পরমহংস যোগানন্দের রচনাবলী থেকে পাঠ, ভক্তিমূলক সঙ্গীত, নীরব ধ্যান ও প্রার্থনার আয়োজন করা হয়।
শ্রীশ্রী পরমহংস যোগানন্দ প্রদত্ত ধ্যান-প্রক্রিয়া সম্বন্ধে নির্দেশনা গ্রহণ করতে, যোগদা সৎসঙ্গ পাঠমালায় নাম নথিভুক্ত করুন।
বক্তৃতা ভ্রমণসূচি

প্রতি বছর যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়া-র সন্ন্যাসীরা দেশের বিভিন্ন শহরে পরমহংস যোগানন্দজির শিক্ষা ও ধ্যানপ্রণালীর বিষয়ে ক্লাস এবং সমবেত ধ্যান, সর্বসাধারণের উদ্দেশ্যে ভাষণ এবংআঞ্চলিক নিভৃতাবাস পরিচালনা করেন:
এই সন্ন্যাসী পরিক্রমা নতুন আগতদের জন্য পরমহংস যোগানন্দর শিক্ষার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দেয় এবং ওয়াইএসএস নথিভুক্ত শিক্ষার্থীদের জন্য ধ্যানপ্রক্রিয়ার বিষয়ে গভীরতর নির্দেশনা প্রদান করে থাকে।
নিভৃতাবাসে ধ্যানপ্রক্রিয়ার ক্লাস অন্তর্ভুক্ত থাকে এবং সমবেত ধ্যান ও ঘরোয়াভাবে আলোচনার সুযোগ প্রদান করে।
স্থান ও সময়ের পূর্ণ তালিকার জন্য অনুগ্রহ করে সফরসূচি দেখুন।

আপনার অঞ্চলের অনুষ্ঠানের লভ্যতা সম্পর্কে জানুন।
আপনার স্থানীয় ধ্যান কেন্দ্র, আশ্রম বা ধ্যান মন্ডলীর সাথে যোগাযোগ করুন।
যদি আপনি পরমহংস যোগানন্দর শেখানো ধ্যানপ্রক্রিয়া নিজের ঘরে একাকী অধ্যয়ন করতে চান, তবে আমাদের ঘরে-বসে পাঠের পাঠমালা সম্পর্কে জানুন।