ভগবান কৃষ্ণ
প্রাচ্যে যোগ সাধনার এক দিব্য আদর্শ ভগবান কৃষ্ণ। তিনি সারা ভারতবর্ষে একজন অবতাররূপে (ঈশ্বরের প্রতিমূর্তি) পূজিত। ভগবান কৃষ্ণের মহিমাময় শিক্ষা ভগবৎ গীতায় গ্রথিত আছে।
ভগবান কৃষ্ণ
প্রাচ্যে যোগ সাধনার এক দিব্য আদর্শ ভগবান কৃষ্ণ। তিনি সারা ভারতবর্ষে একজন অবতাররূপে (ঈশ্বরের প্রতিমূর্তি) পূজিত। ভগবান কৃষ্ণের মহিমাময় শিক্ষা ভগবৎ গীতায় গ্রথিত আছে।
জিশু খ্রিস্ট
পরমহংস যোগানন্দজির প্রচারকার্যের অন্যতম লক্ষ্য ছিল “ভগবান কৃষ্ণের শেখানো প্রকৃত যোগ সাধনা এবং জিশু খ্রিস্টের শেখানো প্রকৃত খ্রিস্টধর্মের সাম্য এবং মূলগত ঐক্য প্রকাশ করা এবং দেখানো সত্যের এই মূল নীতিগুলি সমস্ত প্রকৃত ধর্মের মূলগত বৈজ্ঞানিক ভিত্তি।”
মহাবতার বাবাজি
মহাবতার বাবাজি অবলুপ্ত হয়ে যাওয়া ক্রিয়াযোগের ধ্যান সাধনাকে আজকের যুগে পুনর্জীবন দান করেছেন।
লাহিড়ী মহাশয়
মহাবতার বাবাজি লাহিড়ী মহাশয়কে (তাঁর ভক্তদের মধ্যে তিনি যোগাবতার নামে আখ্যাত ছিলেন) ক্রিয়াযোগ বিজ্ঞানের দীক্ষা দিয়েছিলেন এবং এই পবিত্র প্রক্রিয়া সকল আন্তরিক অন্বেষীকে প্রদান করার নির্দেশ দিয়েছিলেন।
স্বামী শ্রীযুক্তেশ্বর
শ্রীযুক্তেশ্বরজি ছিলেন লাহিড়ী মহাশয়ের শিষ্য, তিনি জ্ঞানাবতার বা জ্ঞানের প্রতিমূর্তি এই আধ্যাত্মিক মর্যাদা লাভ করেছিলেন।
পরমহংস যোগানন্দ
পরমহংস যোগানন্দজি সারা পৃথিবীতে ক্রিয়াযোগের প্রচারকার্যের জন্য মহাবতার বাবাজি, লাহিড়ী মহাশয় এবং স্বামী শ্রীযুক্তেশ্বর — এই তিন পরমগুরুর ব্যক্তিগত আশীর্বাদ প্রাপ্ত ছিলেন।