শ্রীশ্রী রাজর্ষি জনকানন্দ

সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত

রাজর্ষি জনকানন্দ (জেমস জে. লিন) ছিলেন পরমহংস যোগানন্দের প্রিয় শিষ্য, এবং ১৯৫৫-র ২০ শে ফেব্রুয়ারি তাঁর দেহাবসান পর্যন্ত তিনিই ছিলেন যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়া/সেল্ফ-রিয়লাইজেশন ফেলোশিপের প্রথম সভাপতি এবং আধ্যাত্মিক নেতা। ১৯৩২ সালে মি. লিন পরমহংস যোগানন্দজির থেকে প্রথম ক্রিয়াযোগ দীক্ষা লাভ করেন। তাঁর আধ্যাত্মিক উন্নতি এত মসৃণ ছিল যে গুরুদেব ১৯৫১-তে তাঁকে সন্ন্যাস উপাধি রাজর্ষি জনকানন্দ প্রদান করেন, তার আগে তিনি ভালোবেসে তাঁকে “সন্ত লিন” বলে উল্লেখ করতেন।
Sketch of Rajarsi Janakananda.

পরমহংস যোগানন্দজির সঙ্গে তাঁর অতিবাহিত সময়ের ছবিসহ সুন্দর বর্ণনা, এখানে দেখতে পাওয়া যাবে

তাঁর সংক্ষিপ্ত জীবনবৃত্তান্তটি যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়া/সেল্ফ-রিয়লাইজেশন ফেলোশিপ দ্বারা প্রকাশিত রাজর্ষি জনকানন্দ: এ গ্রেট ওয়েস্টার্ন য়োগি বইটি থেকে নেওয়া হয়েছে। বইটিতে আরো বিশদে তাঁর জীবনকাহিনী ও বক্তৃতার অংশ বিবৃত আছে। এছাড়াও এখানে ৬০ পাতা জুড়ে পরমহংসজির সঙ্গে তাঁর ব্যক্তিগত চিঠিপত্র মুদ্রিত আছে যেখানে তাঁর উপদেশ এবং ভালোবাসা তাঁদের মধ্যে যে ঘনিষ্ঠ আধ্যাত্মিক বন্ধন ছিল তার আভাস দেয় এবং দৃঢ়ভাবে তাঁদের গুরু-শিষ্য সম্বন্ধের গভীরতা ব্যক্ত করে।

যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়া/সেল্ফ-রিয়লাইজেশন ফেলোশিপের সংগ্রাহক সিরিজে পরমহংস যোগানন্দজির বিরল বক্তৃতা রেকর্ড করা দুটি সিডিতে রাজর্ষির সংক্ষিপ্ত বক্তৃতা অন্তর্ভুক্ত আছে:

সেল্ফ-রিয়লাইজেশন: দ্য ইনার এন্ড আউটার পাথ

ইন দ্য গ্লোরি অফ দ্য স্পিরিট

এই শেয়ার করুন