ওয়াইএসএস রাঁচি আশ্রমে কিভাবে পৌঁছোবেন

রাঁচি রেলওয়ে স্টেশন থেকে

যোগদা আশ্রম রাঁচি রেলওয়ে স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত।

রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে বাঁ-দিক নিন। স্টেশন রোডে ডান দিকে ঘুরুন। আশ্রমের ক্লাব গেট, স্টেশন রোড এবং ক্লাব রোডের সংযোগস্থলে অবস্থিত।

বিরসা মুণ্ডা বিমানবন্দর থেকে

যোগদা আশ্রম বিমানবন্দর থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে অবস্থিত। ট্যাক্সিতে যেতে প্রায় ১০ থেকে ১৫ মিনিট সময় লাগবে।

যোগদা আশ্রম রাঁচি রোড ম্যাপ।

ঝাড়খণ্ড সরকারের পর্যটন বিভাগের ওয়েবসাইটে অনুমোদিত ট্যুরস এবং ট্রাভেল অপারেটরদের একটি তালিকা রয়েছে এবং ভারত সরকারের পর্যটন মন্ত্রকের আওতায় “নিরাপদ ও সম্মানজনক পর্যটন” প্রকল্পের অধীনে একটি হেল্প ডেস্কের সুবিধা রয়েছে। আগ্রহী ভক্তরা আরও বিস্তারিত তথ্যের জন্য তাদের ওয়েবসাইটে যেতে পারেন।