পরমহংস যোগানন্দ লিখিত “অনুপ্রাণনা” থেকে উদ্ধৃত। পরমহংসজির কালেকটেড টকস এ্যাণ্ড এসেস – এর প্রথম খণ্ড ওয়াইএসএস কর্তৃক প্রকাশিত মানুষের চিরন্তন অন্বেষণ-এ সম্পূর্ণ প্রবন্ধটি উপলব্ধ।

আমি প্রথমে শিক্ষক হতে অনিচ্ছুক ছিলাম — এর অন্তর্নিহিত অর্থ আমাকে ভীত করেছিল। একজন শিক্ষককে অনেক ধাক্কা সহ্য করতে হয়; যে মুহূর্তে তিনি বিরক্ত হন, তাঁর পক্ষে অন্যকে সাহায্য করা সম্ভবপর হয় না। একজন প্রকৃত শিক্ষক সবাইকেই ভালোবাসবেন; তাঁকে মানবিকতা বুঝতে হবে এবং ঈশ্বর প্রতীতি থাকতে হবে।
কিন্তু যখন শ্রী যুক্তেশ্বরজি আমাকে বললেন যে এই জীবনে আমাকে শিক্ষকের ভূমিকাই পালন করতে হবে, তখন আমি ঈশ্বরের অসীম শক্তিভান্ডার থেকে শক্তিভিক্ষা করলাম। যখন আমি বক্তৃতা দেওয়া শুরু করলাম তখন আমি মনে মনে ঠিক করলাম যে পুঁথিগত বিদ্যা থেকে নয়, আমার বক্তৃতার পিছনে রয়েছে অফুরন্ত সৃজনশীল শক্তি, এই কথা মনে রেখে আমি বরং অন্তস্থিত অনুপ্রেরণা থেকেই বলব। আমি সেই শক্তিকে অন্যান্য ক্ষেত্রে যেমন অন্যান্যদের ব্যবসায় সাহায্য করা এবং আরও বিভিন্ন ক্ষেত্রে কাজেও লাগিয়েছি।
আমি নশ্বর মনকে অবিনশ্বরের প্রতিফলকরূপে প্রয়োগ করেছি। “পিতা, এই কাজটা করে দাও”, না বলে ঈশ্বরকে বলেছি, “আমি এটা করতে চাই। আমাকে পথনির্দেশ করো; আমাকে অনুপ্রাণিত করো; আমাকে পরিচালিত করো।”
অতি সাধারণ কাজেও অভিনবত্ব প্রদান করো; তোমার শ্রেণীতে সর্বশ্রেষ্ঠ হও। গতানুগতিক পথে জীবনযাপন কোরো না; এমন কিছু করো যা অন্য কেউ করেনি, এমন কিছু যা জগৎকে বিমোহিত করে দেবে। দেখাও যে তোমার মধ্যে ঐশ্বরিক সৃজননীতি কাজ করছে।
অতীতকে প্রশ্রয় দিও না। তোমার ভুলভ্রান্তি সাগরসম গভীর হলেও তা অন্তরাত্মাকে গ্রাস করতে পারবে না। ভুলভ্রান্তির সীমাবদ্ধ অতীত স্মৃতিতে বাধাপ্রাপ্ত না হয়ে অপ্রতিহত সংকল্প নিয়ে নিজের পথে এগিয়ে যাও।
জীবন হতে পারে তমসাচ্ছন্ন, আসতে পারে বাধাবিপত্তি, সুযোগ কাজে লাগাবার আগেই হাতছাড়া হয়ে যেতে পারে, কিন্তু কখনও মনে কোরো না, “আমি হেরে গেলাম। ঈশ্বর আমাকে পরিত্যাগ করেছেন।” এই ধরণের মানুষের জন্য কেই বা কী করতে পারে? তোমার আত্মীয়স্বজন তোমাকে পরিত্যাগ করতে পারে; আপাতদৃষ্টিতে তোমার ভাগ্যবিপর্যয় ঘটতে পারে; মানুষ ও প্রকৃতির সম্মিলিত শক্তি তোমার বিরুদ্ধে দাঁড়াতে পারে; কিন্তু তোমার অন্তস্থিত দিব্য কর্মোদ্যোগের জোরে তুমি তোমার অতীতের ভ্রান্ত কর্মফলজনিত অদৃষ্টের প্রতিটি আক্রমণকে পরাজিত করতে পারবে এবং বিজয়ী হয়ে নন্দনকাননে পদক্ষেপ করবে।
একশবার পরাজয় বরণ করলেও সংকল্প করো যে শেষপর্যন্ত তুমি জিতবেই। পরাজয় চিরদিনের জন্য নির্ধারিত হয় না। পরাজয় একটি ক্ষণস্থায়ী পরীক্ষা মাত্র। ঈশ্বর তোমাকে অপরাজেয় তৈরি করতে চান, যাতে এই জীবনমঞ্চে তোমার উচ্চ নির্ধারিত ভূমিকাপালনের লক্ষ্যে তুমি তোমার সর্বশক্তিমান পরাক্রম প্রকাশ করতে পার।

নববর্ষে কী সম্পন্ন করতে সংকল্প করেছ?
ওয়াইএসএস অনলাইন বুকস্টোর-এ মানুষের চিরন্তন অন্বেষণ এবং পরমহংস যোগানন্দ প্রণীত কালেকটেড টকস এ্যাণ্ড এসেস – এর অন্য দুটি খণ্ড পাওয়া যাবে।
মানুষের সৃজনশীল উদ্যোগের অসীম সম্ভাবনাকে রূপায়িত করে জীবনকে সম্পূর্ণ বদলে দেবার লক্ষ্যে সম্যক জীবনযাপন এবং ধ্যানবিজ্ঞান আধারিত ঘরে-বসে অধ্যয়নের জন্য পরমহংসজির সর্বাঙ্গীন পরিকল্পনা যোগদা সৎসঙ্গ পাঠমালা-য় সংকলিত করা হয়েছে।