“আমি জানি আমার মধ্যে দিয়ে ঈশ্বরই কথা বলেন। সেল্ফ-রিয়লাইজেশনের [ যোগদা সৎসঙ্গ] কণ্ঠস্বর আসলে ঈশ্বরেরই কন্ঠস্বর। তাকে অনুসরণ কর। মহান আত্মা যারা ঈশ্বর লাভের জন্য ক্ষুধার্ত তারা এই পথই অনুসরণ করছে এবং তাঁর সান্নিধ্যের অমৃত পান করছে। এই শিক্ষা অভ্যাস কর, তুমি দেখবে জীবন কত সুন্দর হয়ে উঠেছে।”
— শ্রীশ্রী পরমহংস যোগানন্দ
প্রিয় দিব্য আত্মন,
গুরুদেব শ্রীশ্রী পরমহংস যোগানন্দর আশ্রম থেকে আপনাদের সকলের প্রতি আমাদের আন্তরিক শুভেচ্ছা ও সাদর প্রণাম জানাই।
আপনাদের প্রার্থনা, শুভকামনা ও অবিচল সহায়তার মাধ্যমে এই বছর যে বহু আশীর্বাদ বিচ্ছুরিত হয়েছে, তা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমরা অপরিসীম আনন্দ অনুভব করছি।
এই বছরের উল্লেখযোগ্য সাফল্যগুলির মধ্যে রয়েছে:
- আমাদের পরম শ্রদ্ধেয় সভাপতি ও আধ্যাত্মিক প্রধান শ্রীশ্রী স্বামী চিদানন্দ গিরির ভারত ও নেপাল পরিক্রমা
- ওয়াইএসএস চেন্নাই আশ্রমের জন্য একটি মহাপরিকল্পনার বিকাশ
- এই বছরের কুম্ভমেলায় ওয়াইএসএস শিবির, যেখানে হাজার হাজার মানুষ আধ্যাত্মিক ভারতের চিরন্তন আনন্দময় আত্মাকে অনুভব করতে পেরেছেন
- অনলাইন ধ্যান কেন্দ্রের সম্প্রসারণ, অতিরিক্ত আঞ্চলিক ভাষায়
- বিভিন্ন ভারতীয় ভাষায় নতুন ওয়াইএসএস প্রকাশনা
- প্রথম তরুণ সাধক সংগম
- যুব কর্মসূচি, যা গুরুদেবের “সম্যক জীবনযাপন” এই আদর্শে পরবর্তী প্রজন্মকে পুষ্ট করেছে
- বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ; এবং দুর্যোগ ত্রাণ কার্যক্রম
এই সবকিছুই সম্ভব হয়েছে একমাত্র আপনাদের মতো ভক্তদের ভালোবাসা ও উদারতার মাধ্যমে। আন্তরিক কৃতজ্ঞতার সঙ্গে, আমরা আপনাদের আহ্বান জানাই এই সাফল্যগুলির আনন্দে আমাদের সঙ্গে অংশ নিতে এবং গুরুদেবের দিব্য ক্রিয়াযোগ শিক্ষার মাধ্যমে সমগ্র মানবজাতিকে আধ্যাত্মিকভাবে উন্নত করার তাঁর মহৎ উদ্দেশ্যকে এগিয়ে নিয়ে যেতে আমাদের সঙ্গে এই যাত্রা অব্যাহত রাখতে। আপনাদের অর্থসাহায্য অনলাইনে অথবা নিকটতম ওয়াইএসএস আশ্রম, কেন্দ্র বা মণ্ডলীতে প্রদান করা হোক যা অসংখ্য আত্মার মধ্যে দিব্য প্রেরণা, আশা ও সান্ত্বনা পৌঁছে দিতে সহায়তা করে।
ঈশ্বর ও গুরুগণের আশীর্বাদ সদা আপনার এবং আপনাদের প্রিয়জনকে পথনির্দেশ ও শক্তি দান করুক।
দিব্য সখ্যতায়,
যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়া
আধ্যাত্মিক অনুষ্ঠান এবং প্রচারকাজ
ওয়াইএসএস সারা বছর ধরে বিভিন্ন আধ্যাত্মিক এবং প্রচারমূলক কর্মকাণ্ডের আয়োজন করেছিল:
- আমাদের পরম শ্রদ্ধেয় সভাপতি ও আধ্যাত্মিক প্রধান শ্রীশ্রী স্বামী চিদানন্দ গিরির বেঙ্গালুরু, চেন্নাই, আহমেদাবাদ, নয়ডা ও কাঠমান্ডু সফর হাজার হাজার ভক্তকে অনুপ্রাণিত ও উজ্জীবিত করেছে
- ওয়াইএসএস কুম্ভ মেলা শিবিরে ২,৫০০-এরও অধিক ওয়াইএসএস/এসআরএফ ভক্ত অংশগ্রহণ করেন; যেখানে প্রতিদিনের সমবেত ধ্যান, কীর্তন ও সৎসঙ্গ অনুষ্ঠিত হয় এবং একটি জনকল্যাণমূলক চিকিৎসা শিবিরের মাধ্যমে হাজার হাজার তীর্থযাত্রীর সেবা করা হয়
- ভারত ও নেপালের বিভিন্ন ওয়াইএসএস আশ্রম এবং শহরে আয়োজিত সন্ন্যাসী-পরিচালিত সাধনা সংগম, জনসমক্ষে বক্তৃতা ও ক্রিয়াদীক্ষা অনুষ্ঠানে প্রায় ১০,০০০ ভক্ত অংশগ্রহণ করেন
- আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ব্যক্তিগত উপস্থিতির মাধ্যমে এবং ৭০,০০০-এর অধিক অনলাইন দর্শনের মাধ্যমে হাজার হাজার মানুষ উপকৃত হয়েছেন
- ভারতব্যাপী ৪০টি বইমেলায় আমাদের অংশগ্রহণ অসংখ্য অন্বেষীকে গুরুদেবের শিক্ষার সঙ্গে পরিচয় করিয়ে দেয়








নীচে এই কর্মসূচিগুলিতে অংশগ্রহণকারী ভক্তদের কয়েকটি অভিজ্ঞতার কথা তুলে ধরা হল:
“স্বামী চিদানন্দজির এক দিনের কর্মসূচি ছিল এক রূপান্তরকারী অভিজ্ঞতা... তিন ঘণ্টার ধ্যান অসাধারণভাবে গভীর ও শান্তিময় অনুভূত হয়েছিল...। আমি এক প্রবল স্বস্তি ও আস্থার অনুভব করছিলাম, যেন আমার সমস্ত সংশয় মিলিয়ে যাচ্ছিল। তাঁর সফর শুধু একটি অনুষ্ঠান ছিল না, তা ছিল এক জাগরণ। তাঁর বাণী, তাঁর উপস্থিতি এবং সমবেত জনসমাবেশের যৌথ শক্তি এক চিরস্থায়ী অভিজ্ঞতা সৃষ্টি করেছিল।”
“গুরুদেব ও ওয়াইএসএস যে সকল আদর্শের প্রতিনিধিত্ব করে, তার সবই এই কর্মসূচির মাধ্যমে প্রতিফলিত হয়েছে,কয়েকটি হল— সহানুভূতি, শৃঙ্খলা, সৌজন্য, প্রশান্তি । আমি এই কর্মসূচিতে এসেছিলাম মূলত স্বামী চিদানন্দজিকে সরাসরি দেখার সুযোগ পাওয়ার জন্য, বিশেষ কোনো প্রত্যাশা নিয়ে নয়। কিন্তু ফিরে গিয়েছি এমন বহু কল্যাণকর প্রাপ্তি নিয়ে, যা আমি কল্পনাও করিনি।”
আশ্রম ও কেন্দ্রের উন্নয়ন
দক্ষিণ ভারতে এক আধ্যাত্মিক আশ্রয়স্থল প্রতিষ্ঠা:
২০২৪-এর সেপ্টেম্বর মাসে, আমাদের পরম শ্রদ্ধেয় অধ্যক্ষ স্বামী চিদানন্দজি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন যে ওয়াইএসএস চেন্নাই নিভৃতাবাসকে একটি পূর্ণাঙ্গ ওয়াইএসএস আশ্রমে রূপান্তরিত করা হবে। আমরা প্রার্থনা করি, এই আশ্রম বর্তমান ও ভবিষ্যতে বহু ঈশ্বরসন্ধানীকে ঈশ্বর-সাক্ষাৎ, সৎসঙ্গ ও দিব্য প্রেরণার দিকে আকৃষ্ট করবে।
এই পবিত্র স্বপ্নকে বাস্তবে রূপ দিতে, অভিজ্ঞ স্থপতি ও প্রকৌশলীদের দক্ষতা দিয়ে একটি বিস্তৃত মহাপরিকল্পনা তৈরি করা হয়েছে। আমাদের লক্ষ্য হল একটি শান্ত, সবুজ, সুন্দরভাবে সজ্জিত ক্যাম্পাস তৈরি করা, যেখানে ভক্তরা গভীর ধ্যানে মগ্ন হতে পারবেন, গুরুদেবের শিক্ষা অধ্যয়ন ও অনুধ্যান করতে পারবেন — এবং একই সাথে প্রকৃতির কোলে অবস্থান করতে পারবেন।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তাঁর সফরের সময় স্বামী চিদানন্দজি ব্যক্তিগতভাবে চেন্নাই আশ্রম পরিদর্শন করেন, মহাপরিকল্পনার পর্যালোচনা করেন এবং এই প্রকল্প আশীর্বাদ প্রদান করেন।
প্রকল্পের ভিত্তিগত কাজ ও প্রথম ধাপ-এর জন্য মোট আর্থিক প্রয়োজন ৬৫ কোটি টাকা। এই দিব্য পরিকল্পনাকে বাস্তবায়িত করতে আপনাদের সহায়তাকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই।
ভাষণ দিচ্ছেন স্বামী স্মরণানন্দজি
টুনিতে নতুন ধ্যান মন্দির:
আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া জেলায় অবস্থিত যোগদা সৎসঙ্গ ধ্যান কেন্দ্র টুনি-র ভক্তগণ অক্লান্ত নিষ্ঠা ও আন্তরিক উদ্দীপনার সঙ্গে একটি সুন্দর নতুন ধ্যান মন্দির নির্মাণ সম্পন্ন করেছেন, যার উদ্বোধন এ বছরের ২৫ জুলাই অনুষ্ঠিত হয়। এই পবিত্র অনুষ্ঠানে ২০০-রও অধিক ভক্ত উপস্থিত ছিলেন।
যুব কর্মসূচি ও শিক্ষা
তরুণ সাধক সংগম:
ওয়াইএসএস রাঁচি আশ্রমে ২০২৫-এর ১০ থেকে ১৪ সেপ্টেম্বর ২৩ থেকে ৩৫ বছর বয়সী তরুণ সাধকদের জন্য প্রথমবারের মতো তরুণ সাধক সংগম আয়োজন করে, যেখানে ২০০-রও বেশি সাধক অংশগ্রহণ করেন। এই বিশেষ সমাবেশ স্বচ্ছতা , শক্তি ও জীবনের উদ্দেশ্যে বপন করতে পরমহংস যোগানন্দজির সর্বজনীন শিক্ষার প্রতি যুবসমাজের গভীরতর আগ্রহের প্রতিফলন ঘটায়।
সযত্নে পরিকল্পিত এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত ছিল নির্দেশিত ধ্যান, ওয়াইএসএস পাঠমালার সমবেত অধ্যয়ন, সৎসঙ্গ, কর্মশালা, সেবার সুযোগ, বিনোদন ও রাত্রিকালীন আত্মসমীক্ষা প্রতিটি উপাদানই গুরুদেবের শিক্ষায় প্রোথিত এক ভারসাম্যপূর্ণ জীবনযাপনের অনুপ্রেরণা জুগিয়েছে। এই সংগম তরুণ ভক্তদের জন্য গুরুদেবের নির্দেশনায় গভীরভাবে নিমগ্ন হওয়ার, স্থায়ী আধ্যাত্মিক বন্ধুত্ব গড়ে তোলার এবং অন্তর্জীবনকে শক্তিশালী করার ব্যবহারিক উপকরণ নিয়ে ঘরে ফেরার এক আশীর্বাদময় সুযোগ এনে দেয়।



রাঁচি, নয়ডা, দ্বারাহাট ও চেন্নাইয়ে শিশুদের গ্রীষ্মকালীন শিবির:
এই বছর পরমহংস যোগানন্দর সরল ও সুস্থ জীবনযাপনের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাঁচি, নয়ডা, দ্বারাহাট ও চেন্নাইয়ের আমাদের আশ্রমগুলিতে আনন্দের সঙ্গে বার্ষিক গ্রীষ্মকালীন শিবির আয়োজন করা হয়। অভিজ্ঞ ভক্ত-শিক্ষকদের তত্ত্বাবধানে শিশুরা মনঃসংযোগ, চরিত্রগঠন, ইচ্ছাশক্তি ও আত্মসমীক্ষা সম্পর্কে শেখার জন্য একাধিক “সম্যক জীবনযাপন ” বিষয়ক ক্লাসে অংশগ্রহণ করে। তাদের দৈনন্দিন কর্মসূচিতে ছিল সমবেত ধ্যান, শক্তিসঞ্চার ব্যায়াম, যোগাসন এবং অঙ্কন ও হস্তশিল্পের মতো সৃজনশীল কার্যকলাপ।
ওয়াইএসএস শিক্ষাপ্রতিষ্ঠান, জগন্নাথপুর, রাঁচি:
রাঁচিতে অবস্থিত ওয়াইএসএস শিক্ষাপ্রতিষ্ঠানগুলির শিক্ষার্থীরা রাজ্যস্তরে অসাধারণ শিক্ষাগত সাফল্য অর্জন করেছে। এই সাফল্য শুধু আমাদের শিক্ষার্থী ও শিক্ষকদের কঠোর পরিশ্রমেরই সাক্ষ্য নয়, বরং গুরুদেবের “সম্যক জীবনযাপন ” নীতির উজ্জীবনকারী প্রভাবেরও প্রতিফলন, যা তরুণ মনকে আধ্যাত্মিক মূল্যবোধে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থেকে উৎকর্ষের দিকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।
অনলাইন ও ডিজিটাল প্রচার
ওয়াইএসএস ওয়েবসাইট এখন বাংলা ও কন্নড় ভাষায় উপলব্ধ:
অনলাইন ধ্যান কেন্দ্রের সম্প্রসারিত কার্যক্রম:
ভারতব্যাপী ভক্তদের আরও ভালোভাবে সেবা দেওয়ার লক্ষ্যে অনলাইন ধ্যান কেন্দ্র এখন আগে উপলব্ধ ইংরেজি, হিন্দি, বাংলা, কন্নড়, তামিল ও তেলুগু ভাষার ধ্যানের অতিরিক্ত মালয়ালম ভাষায় ভক্ত-পরিচালিত ধ্যান চালু করেছে। এছাড়াও, আগে থেকে প্রতি শুক্রবার চলতে থাকা প্রাথমিক পাঠমালা অধ্যয়ন গোষ্ঠীর সঙ্গে প্রতি সোমবার সন্ধ্যায় এখন সম্পূরক পাঠমালার ওপর একটি নতুন পাঠমালা অধ্যয়ন গোষ্ঠী শুরু হয়েছে।
এই উদ্যোগগুলি সেই সকল ভক্তদের ঘরে গুরুদেবের শিক্ষা পৌঁছে দিতে সহায়তা করছে, যারা হয়তো ওয়াইএসএস ধ্যান কেন্দ্রের কাছাকাছি বসবাস করেন না এবং তাদের সমবেত ধ্যান ও আধ্যাত্মিক অধ্যয়নের আশীর্বাদ লাভের সুযোগ করে দিচ্ছে।
নতুন প্রকাশনা ও অনুবাদ




- বিভিন্ন ভারতীয় ভাষায় ১৬টি ওয়াইএসএস প্রকাশনা (মুদ্রিত সংস্করণ) প্রকাশিত হয়েছে।
- বাংলা, নেপালি ও ওড়িয়া ভাষায় যোগী-কথামৃত-র অনুবাদসহ ৭টি নতুন ই-বুক প্রকাশিত হয়েছে।
- ওয়াইএসএস নেপালি ও মালয়ালম ভাষায় যোগী-কথামৃত-র দুটি নতুন অডিওবুকও প্রকাশ করেছে।
দাতব্য ও মানবিক কার্যক্রম
উত্তরাখণ্ড ত্রাণ কার্যক্রম:
উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টি, বন্যা ও ভূমিধসের প্রেক্ষিতে যোগদা সৎসঙ্গ সোসাইটি অব ইন্ডিয়া রাজ্য সরকারকে আর্থিক সহায়তা প্রদান করেছে। সেপ্টেম্বর মাসে ওয়াইএসএস সন্ন্যাসী স্বামী ঈশ্বরানন্দ ও স্বামী ধৈর্যানন্দ দেরাদুনে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী শ্রী পুষ্কর সিং ধামির সঙ্গে সাক্ষাৎ করে আগে থেকে চলতে থাকা ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে ₹২৫ লক্ষের একটি চেক প্রদান করেন।



চিকিৎসা উদ্যোগ:
চলতি বছরের জুন মাসে ওয়াইএসএস চেন্নাই আশ্রম থেকে মাত্র ১.৫ কিলোমিটার দূরে অবস্থিত একটি দাতব্য চিকিৎসালয়ের উদ্বোধন করা হয়েছে। সপ্তাহে পাঁচ দিন খোলা এই চিকিৎসালয়ে বিনামূল্যে পরামর্শ ও ওষুধ প্রদান করা হয় এবং ইতিমধ্যেই এক হাজারেরও বেশি রোগী এই চিকিৎসা সেবা লাভ করেছেন।
ওয়াইএসএস দ্বারাহাট আশ্রম তিনটি চিকিৎসা শিবিরের আয়োজন করেছে, যার মাধ্যমে সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের কাছে অত্যাবশ্যক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হয়েছে। এই শিবিরগুলির মাধ্যমে ২,০০০-এরও বেশি মানুষ উপকৃত হয়েছেন।
বার্ষিক বৃত্তি:
ওয়াইএসএস এখনও কম সুবিধাপ্রাপ্ত পরিবেশ থেকে আগত যোগ্য ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে সেবা প্রদান করে চলেছে। গত বছর ₹৭৫ লক্ষ টাকার বৃত্তি বিতরণ করা হয়েছে।
সম্পূর্ণ আবেদনপত্রটি (ইংরেজিতে) পড়তে নীচের বোতামে ক্লিক করুন।
আপনাদের সহায়তা আন্তরিকভাবে কৃতজ্ঞচিত্তে গ্রহণ করা হচ্ছে
গুরুদেবের পবিত্র উদ্দেশ্য ক্রমশ বিস্তৃত হওয়ার সঙ্গে সঙ্গে সত্য ও অন্তর্নিহিত শান্তির আন্তরিক সন্ধানীদের সেবা করার নতুন নতুন সুযোগ আমাদের সামনে উদ্ভাসিত হচ্ছে। এই দিব্য কর্মধারা কেবলমাত্র আপনাদের মতো ভক্তদের অবিচল ভালোবাসা ও উদার সহায়তার মাধ্যমেই স্থিত রয়েছে — যারা অগণিত ব্যক্তির কাছে গুরুদেবের মুক্তিদায়ক ক্রিয়াযোগ বার্তা পৌঁছে দিতে সহায়তা করছেন, যারা ঈশ্বরের প্রেম ও আলোর জন্য আকুল।
আমরা আন্তরিকভাবে আপনাদের এই পবিত্র উদ্দেশ্যে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানাই। আপনাদের অর্থসাহায্য donateyss.org-এর মাধ্যমে অনলাইনে অথবা নিকটতম ওয়াইএসএস আশ্রম, কেন্দ্র বা মণ্ডলী যেখানেই প্রদান করা হোক — অগণিত ব্যক্তির কাছে দিব্য প্রেরণা, আশা ও সান্ত্বনা পৌঁছে দিতে আমাদের সহায়তা করে।
এই পবিত্র কার্যক্রমের বিকাশের জন্য আপনাদের প্রার্থনা, সমবেত ধ্যান, সেবা ও গুরুদেবের শিক্ষার দৈনন্দিন অনুশীলনে আপনাদের উদ্দীপনাপূর্ণ অংশগ্রহণ আমাদের কাছে এবং ঈশ্বর ও গুরুগণের কাছে অত্যন্ত মূল্যবান। যে কোনো রূপে প্রকাশিত প্রতিটি সহায়তাই আমাদের প্রিয় গুরুদেবের প্রেম ও আনন্দ বিশ্বে ছড়িয়ে দেওয়ার এক পবিত্র মাধ্যম হয়ে ওঠে।

















