পরমহংস যোগানন্দের জন্মস্থান — গোরক্ষপুর

১৫ই মে, ২০২৫

১১ই মে, ২০২৫-এ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথ কর্তৃক ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমিপূজা অনুষ্ঠান

আমরা আনন্দের সঙ্গে এই সুসংবাদটি জানাচ্ছি যে, উত্তর প্রদেশের (ইউ.পি.) গোরক্ষপুরে সেই পবিত্র স্থানটি,যেখানে আমাদের প্রিয় গুরুদেব শ্রীশ্রী পরমহংস যোগানন্দ ১৮৯৩-এর ৫ই জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন, সেই স্থানটিকে এখন একটি পবিত্র স্মৃতি মন্দিরে রূপান্তর করার কাজ শুরু হয়েছে।

আদি বাড়ির একটি দৃশ্য। আলোকচিত্রটি ১৯৯০-এর সমসাময়িক
নতুন স্মৃতি মন্দিরের স্থাপত্যচিত্রের উপস্থাপনা

বহু বছর ধরে, যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়া (ওয়াইএসএস) এই সম্পত্তি এবং ব্যক্তিগত মালিকানাধীন আদি বাড়িটি অধিগ্রহণ করার জন্য সক্রিয়ভাবে চেষ্টা চালিয়েছে। আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা বিভিন্ন কারণে এই স্বপ্ন পূরণ করা সম্ভব হয়নি। সম্প্রতি, উত্তরপ্রদেশ পর্যটন বিভাগ, উত্তরপ্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথের তত্ত্বাবধানে দীর্ঘদিনের অমীমাংসিত বাধাগুলি অতিক্রম করে সম্পত্তিটি অধিগ্রহণ করতে সক্ষম হয়েছে।

ওয়াইএসএস-এর সহযোগিতায়, একটি সুন্দর স্মৃতিসৌধ নির্মাণের পরিকল্পনা করা হয়েছে, যেখানে শ্রীশ্রী পরমহংস যোগানন্দের প্রতি উৎসর্গীকৃত একটি মন্দির কক্ষ, একটি সংগ্রহশালা এবং একটি ধ্যান কক্ষ থাকবে। এই স্মৃতি মন্দিরটি আমাদের প্রিয় গুরুর বিশ্বব্যাপী ভক্তবৃন্দ এবং শুভানুধ্যায়ীদের জন্য উন্মুক্ত থাকবে, যারা এখানে এসে শ্রদ্ধা নিবেদন এবং এই পুণ্যস্থানে ধ্যান করতে ইচ্ছুক। এটি ভারতের দিব্য প্রেমাবতারের জন্ম, জীবন এবং কর্মের যোগ্য এক তীর্থস্থান হবে।

২০২৫-এর ১১ই মে, রবিবার অপরাহ্নে, শ্রী যোগী আদিত্যনাথ, যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়া/সেল্ফ-রিয়লাইজেশন ফেলোশিপ-এর বোর্ড সদস্য স্বামী বিশ্বানন্দ গিরি, এবং ওয়াইএসএস বোর্ড সদস্য স্বামী ঈশ্বরানন্দ গিরি ও স্বামী চৈতন্যানন্দ গিরি-র সাথে সেই আশীর্বাদধন্য স্থানে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে গোরক্ষপুরের প্রায় ৬০০ জন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, ওয়াইএসএস ভক্তবৃন্দ এবং গুরুদেব-এর আধ্যাত্মিক অবদানে গুণমুগ্ধ মানুষেরা উপস্থিত ছিলেন।

আদি ভবনটি ভেঙে ফেলা হয়েছে, কারণ এটি মেরামতের অযোগ্য হয়ে পড়েছিল। নতুন স্মৃতি মন্দিরটি ঠিক সেই স্থানেই নির্মিত হবে — গুরুদেবের পবিত্র স্পন্দনবেষ্টিত পুরাতন কাঠামোর কিছু ইঁট অন্তর্ভুক্ত করা হবে। নির্মাণকার্য অবিলম্বে শুরু হবে যা আনুমানিক ১৮ মাসের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা যায়। এই আশীর্বাদধন্য প্রকল্পের সাম্প্রতিকতম তথ্য নিয়মিত ওয়াইএসএস ব্লগে জানানো হবে।

উত্তর প্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন
ওয়াইএসএস/এসআরএফ সন্ন্যাসীবৃন্দ ভূমিপূজায় অংশগ্রহণ করেন

এই শেয়ার করুন