-
- ওয়াইএসএস শক্তিসঞ্চার ব্যায়ামের মাধ্যমে শরীরে কিভাবে শক্তির সঞ্চার করতে হয় তার নীতিগুলি বালক ও বালিকাদের শেখানো হচ্ছে।
-
- স্বামী কেদারানন্দ “সম্যক জীবনযাপন” শিক্ষার উপর ভিত্তি করে নিজের এবং অন্যের মধ্যে সর্বোত্তমটিকে প্রকাশ করার বিষয়ে একটি আলোচনা পর্ব পরিচালনা করছেন।
-
- প্রকৃতির মাঝে ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে বৃক্ষছায়াতলে, শিশুদের একটি বহিরাঙ্গন প্রভাতী ধ্যানপর্বের সুযোগ দেওয়া হয়।
-
- বালিকারা “কৃতজ্ঞতা পাত্র” টিতে যে বিষয়ের জন্য তারা কৃতজ্ঞ সেই বিষয় লেখা চিরকুটে পূর্ণ করে সেটিকে বেদীতে স্থাপন করেছিল।




















