গুরুদেবের সাথে একাত্মতা গভীরতর হয়, এই প্রতিশ্রুতি শুনে আমি ভিএলডি-র সদস্য হই। ঈশ্বরকে নিজের জীবন উৎসর্গ করে, তাঁকে ভালোবেসে এবং তাঁর সেবা করে যেভাবে আমি কৃপাধন্য হয়েছি, সে কথা চিন্তা করে আমি রোমাঞ্চিত হয়ে উঠি। এবং সেই আশীর্বাদ অব্যাহত রয়েছে। ভিএলডি-র সমস্ত কার্যক্রম আমাকে আমার সাধনার প্রতি আরও মনোনিবেশ করতে এবং“আধ্যাত্মিক কর্তব্যসমূহ” [ভিএলডি সদস্যদের জন্য নির্ধারিত] অনুসরণ করতে আগের চেয়ে অধিক প্রচেষ্টা গ্রহণ করতে সাহায্য করেছে। আর আমার বিশ্বাস ও প্রত্যাশা হল যে বাকি সবকিছু এর পরেই আসবে।
—এইচ.কে., কলকাতা
যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইণ্ডিয়া/সেল্ফ- রিয়লাইজেশন ফেলোশিপ (ওয়াইএসএস/এসআর এফ)-এর অধ্যক্ষ এবং আধ্যাত্মিক প্রধান, স্বামী চিদানন্দজি, ভলান্টারি লীগ অফ ডিসাইপল্স্-এর পুস্তিকাটিতে পাঠকদের সাদর অভ্যর্থনা জানিয়ে যে বার্তাটি ব্যক্ত করেন, তা হল, “তাঁর জীবনের অন্তিম বছরগুলিতে পরমহংস যোগানন্দ এমন একটি মাধ্যম বা কাঠামো সংগঠিত করতে চেয়েছিলেন, যার মাধ্যমে, তাঁর কাজের বৃদ্ধি এবং উন্নতির জন্য ওয়াইএসএস এবং এসআরএফ-এর বিশ্বব্যাপী ক্রিয়াবান সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে। ওয়াইএসএস এবং এসআরএফ ভলান্টারি লীগ অফ ডিসাইপল্স্-এর উদ্বোধন আনুষ্ঠানিক ভাবে হওয়ার পর তাঁর সেই স্বপ্ন আজ সফল হতে চলেছে।”
২০২১-এর জুনে সেই উদ্বোধন হয়ে যাবার পর, গৃহী সেবক শিষ্যদের জন্য সেবাদান করার এবং এই সাধনা পথে তাদের শিষ্যত্বকে আরও গভীরে নিয়ে যাবার জন্য আরও অনেক কিছু জানার রোমাঞ্চকর নতুন সুযোগ এসেছে। এই পোস্টে এইরকম কিছু চলমান উন্নয়ন সম্পর্কে আপনাকে জানাতে পেরে আমরা আনন্দিত।
তবে যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়ার একজন ক্রিয়াবান যোগী হওয়ার পর, কেউ আবার তার সাথে সাথে ভলান্টারি লীগ অফ ডিসাইপল্স্ (ভিএলডি)-রও সদস্য হতে চায় কি না, এ প্রশ্নের সম্পর্ক যে কী, তার পটভূমি প্রথমেই জানিয়ে রাখা যাক:
এই আধ্যাত্মিক সাধন পথে যখন কেউ ক্রিয়াযোগে দীক্ষা গ্রহণ করেন, তখন গুরুদেব পরমহংস যোগানন্দের সাথে তাঁর গুরু-শিষ্য সম্পর্ক স্থাপিত হয় — শ্রদ্ধার সঙ্গে এবং আন্তরিকভাবে আধ্যাত্মিক অনুসন্ধানের এক ধর্মীয় প্রথা, যা ভারতে সহস্রাধিক বছর ধরে চলে আসছে এবং দীক্ষার পর তাঁরা ওয়াইএসএস বা এসআরএফ-এর ক্রিয়াবান সদস্য হন।
পবিত্র ক্রিয়াদীক্ষার সময় ক্রিয়াবানেরা শিষ্যত্বের এক আধ্যাত্মিক শপথ গ্রহণ করেন। কমপক্ষে এক বছর ক্রিয়াবান থাকার পর যদি তিনি ইচ্ছা করেন, তাহলে তিনি ভিএলডিতেও যোগ দিতে পারেন; পরমহংস যোগানন্দ যেসব নীতির ওপর বিশেষ জোর দিয়েছেন, সেই অনুসারে আত্ম-নিয়ন্ত্রিত জীবনযাপন করার এবং ওয়াইএসএস/এসআরএফ-এর নিয়মিত সেবার কাজে যোগ দেবার অতিরিক্ত শপথ নিতে হবে যা হবে গুরুদেবের প্রতি শ্রদ্ধা এবং তাঁর কাজে সহায়তা করার ইচ্ছা প্রকাশের অভিব্যক্তি।
ভিএলডি স্থাপিত হওয়ার সময় থেকেই ভিএলডি-র শপথ অনুযায়ী জীবনযাপন করে ভিএলডি-র সদস্যরা যাতে নিজেদের আধ্যাত্মিক জীবনকে শক্তিশালী করে তুলতে পারেন, সে ব্যাপারে সন্ন্যাসীদের দ্বারা বিশেষভাবে পরিকল্পিত ক্লাসের মাধ্যমে বিশেষ জোর দেওয়া হয় এবং সাহচর্যের মাধ্যমে সদস্যদের নিজেদের মধ্যে জোরালো আধ্যাত্মিক মিত্রতা সৃষ্টি করার ব্যাপারেও সহায়তা করা হয়।
এই পোস্টে, আপনারা ওয়াইএসএস-এর ভলান্টারি লীগের শাখা কর্তৃক গৃহীত কার্যক্রমগুলি সম্পর্কে পাঠ করতে পারবেন — বিশেষত চলমান সকল অনুষ্ঠান যেখানে ভিএলডি সদস্যরা তাঁদের সাধনা গভীর করার এবং গুরু-সেবায় আত্মনিবেদনের ক্ষেত্রে অংশ নিয়ে আসছেন এবং উপকৃত হয়েছেন।
ভিএলডি ক্লাসের অনন্য সহায়তা ও পদ্ধতি
উদ্বোধনের অল্পসময় পরেই ওয়াইএসএস/এসআরএফ-এর ক্রিয়াবানদের জন্য এক অনলাইন সৎসঙ্গে স্বামী চিদানন্দজি বিশেষভাবে বলেন, “ভলান্টারি লীগ অফ ডিসাইপল্স্-এর প্রথম ও প্রধান উদ্দেশ্য হল শিষ্যত্ব গড়ে তোলা এবং তারপরে সেই বিশেষ চেতনা, বিশেষ মনোভাব নিয়ে, গুরুদেবকে অন্তর থেকে বুঝে, তাঁর পায়ে আত্মোৎসর্গ করে সেবাপ্রদান করা…। অল্প কথায় বলা যায় ভলান্টারি লীগ হল: ওয়াইএসএস এবং এসআরএফ-এর সেই সব ক্রিয়াবান শিষ্যদের এক সংগঠন যাঁরা প্রতিশ্রুতি দেন যে তাঁরা গুরুদেবের শিক্ষা অনুযায়ী জীবনযাপন করবেন এবং তাঁর কাজে সেবাদান করবেন।”
প্রতি মাসে ওয়াইএসএস এবং এসআরএফ-এর সন্ন্যাসীরা যেসব ভিএলডি ক্লাস এবং কর্মশালা পরিচালনা করেন, সেগুলিতে ভিএলডি-র সদস্যদের জন্য প্রেরণাদায়ক, অন্তর্দৃষ্টিসম্পন্ন এবং ব্যবহারিক উপদেশ থাকে। এইসকল অনুষ্ঠান এমনভাবে পরিকল্পনা করা হয় যা সদস্যদের শপথ মেনে চলতে এবং পরমহংসজির শিক্ষানীতিকে আরও গভীরভাবে তাঁদের চেতনায় আত্মভূত করতে সাহায্য করে।
গত দু-বছরে ওয়াইএসএস-এর সন্ন্যাসীরা ভিএলডি অনলাইন ক্লাসে নিম্নোক্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গসমূহ আলোচনা করেছেন:
- নিয়মবদ্ধ আধ্যাত্মিক কর্মপদ্ধতি অনুযায়ী চলে আমাদের ঈশ্বর সান্নিধ্যে পৌঁছোনকে ত্বরান্বিত করা
- হং-স প্রক্রিয়া অনুশীলন সম্বন্ধে অন্তর্দৃষ্টিসম্পন্ন আলোচনা
- ক্রিয়াবানদের কাছে সুষম জীবনযাপনের মূল্য
- শ্রী দয়ামাতার এই আদর্শ গভীরভাবে বিবেচনা করা: প্রেম, সেবা, সাহস ও বিশ্বাস
যে সব ভিএলডি সদস্যেরা ওয়াইএসএস সন্ন্যাসীদের দ্বারা পরিচালিত এই ক্লাসগুলিতে উপস্থিত থাকতে পারেন নি বা যাঁরা সেগুলি পুনর্বার নিরীক্ষণ করতে চান, তাঁরা ওয়াইএসএস ভিএলডি ওয়েবসাইটের বিষয়বস্তু বিভাগে সেগুলি পুনরায় নিরীক্ষণ করতে পারেন; ভিএলডি সদস্যরা ডিভোটি পোর্টাল লগইন ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে এই বিষয়বস্তুগুলিতে প্রবেশাধিকার পেতে পারেন।
এগুলি ছাড়াও ওয়াইএসএস ভিএলডি-এর সদস্যরা এসআরএফ-এর সন্ন্যাসীদের দ্বারা পরিচালিত অনলাইন ভিএলডি ক্লাস ও কর্মশালাগুলিতে আগ্রহের সাথে যোগ দেন এবং লাভান্বিত হন:
- শিষ্যত্ব: দিব্য উদ্দেশ্যময় জীবন
- আধ্যাত্মিক শপথের উদ্দেশ্য
- অন্তর্দর্শন: আত্মজয়ের চাবিকাঠি
- জীবনকে শিষ্যত্বের গভীরে নিয়ে যাওয়া
- ঈশ্বরের জন্য ব্যাকুলতা
- গুরু-শিষ্য সম্বন্ধ
- আমাদের আধ্যাত্মিক সাধনাকে সতেজ ও নিত্য নবীন রাখা
এসআরএফ-এর সন্ন্যাসীদের দ্বারা পরিচালিত ক্লাসগুলি এসআরএফ ভিএলডি বিষয়বস্তু সাইট-এ প্রকাশিত হয়। ওয়াইএসএস ভিএলডি-র সদস্যরা ওয়াইএসএস ভিএলডি ওয়েবসাইটের বিষয়বস্তু বিভাগে গিয়ে সেখানে প্রবেশ করতে পারেন।
ভিএলডি ক্লাসের একটা বিশেষ দিক হল, পৃথিবীর দুই বিপরীত দিক থেকে পরিচালিত ওয়াইএসএস এবং এসআরএফ-এর সন্ন্যাসীদের সমবেত সৎসঙ্গ সরাসরি সম্প্রচারিত হয়। এইভাবে আমাদের বিশ্বব্যাপী পরিবারের ক্রিয়াবান ভ্রাতা ও ভগিনীদের মধ্যে অন্তরঙ্গতা এবং একতা আরও অনেক বৃদ্ধি পেয়েছে।
এইসব সৎসঙ্গে যে প্রসঙ্গ ছিল:
- শ্রীশ্রী পরমহংস যোগানন্দ: প্রাচ্য ও পাশ্চাত্যের জন্য ঈশ্বর-নিযুক্ত গুরুদেব
- ভিএলডি সদস্যদের নানা প্রশ্নের উত্তর
- আপনার দিব্য উদ্দেশ্যকে পরিপূর্ণ করা
সন্ন্যাসীরা যখন তাঁদের উপলব্ধির কথা বলছিলেন, তখন সেই সৎসঙ্গের অভিজ্ঞতায় ঠিক যেন আমাদের বাড়ির প্রাজ্ঞ বয়োজ্যেষ্ঠদের স্বাচ্ছন্দ্যদায়ক উপস্থিতিতে আমার মনে তাঁদের দেওয়া আধ্যাত্মিক অনুপ্রেরণা সঞ্চারিত হচ্ছিল।
—আর. এম., পুনে
সৎসঙ্গটিতে আমার জন্য মূল্যবান বহু ব্যবহারিক উপদেশ ছিল। সন্ন্যাসীরা নিজেদের সাধনায় যেসব বাধা-বিপত্তি থেকে উত্তীর্ণ হয়েছেন, সৎসঙ্গে তাঁদের সেই সব উপলব্ধির কথা ছিল। এই পথে যাঁরা অভিজ্ঞ অথবা যাঁরা নতুন, এই দুই ধরণের শিষ্যদের জন্যই খুব প্রয়োজনীয় উপদেশ এতে ছিল।
—ইউ. ভি., দিল্লী
ভিএলডি সদস্যদের সৎসঙ্গ অনুষ্ঠান
ওয়াইএসএস ভিএলডি-র স্বেচ্ছাসেবক সদস্যরা ২০২২-এর মার্চ, জুলাই এবং সেপ্টেম্বরে তিনটি অনলাইন সৎসঙ্গ অনুষ্ঠানের আয়োজন করেন, যাতে ওয়াইএসএস ভিএলডি সদস্যরা অংশগ্রহণ করেন।
মার্চ ২০২২-এ ওয়াইএসএস ভিএলডি সদস্যদের সাহচর্যের জন্য যে অনুষ্ঠানটি হয়, তাতে একটি সন্ন্যাসী পরিচালিত সৎসঙ্গ ছিল এবং অনুষ্ঠানটিতে ওয়াইএসএস ও এসআরএফ-এর বহু দিনের অভিজ্ঞ চারজন ভিএলডি সদস্যদের একটি দল, সাধনায় এবং সেবাকার্যে তাঁদের ব্যক্তিগত অভিজ্ঞতা সকলকে জানান। তাছাড়াও, অনুষ্ঠানটিকে সুবিধাজনক পর্বে ভাগ করা হয় যেখানে ভারতজুড়ে ওয়াইএসএস ভিএলডি সদস্যরা সন্ন্যাসী প্রদত্ত বার্তা ও অভিজ্ঞ সদস্যদলের উপলব্ধির ওপর সুচিন্তিত আলোচনার জন্য জুম ব্রেকআউট রুম-এর মাধ্যমে অংশগ্রহণ করেন।
অভিজ্ঞ সদস্যদের দলটি তাঁদের ব্যক্তিগত অভিজ্ঞতার যে বিবরণ দেন, তা শুনে আমি বিশেষ আনন্দ পেয়েছি। ভক্তদের কাছ থেকে তাঁদের অভিজ্ঞতা শোনার এ এক দুর্লভ অভিজ্ঞতা; তাঁরা সত্যিই গুরুদেবের সুন্দর পরিবারের চমৎকার উদাহরণ। আমার কাছে বিশেষ আকর্ষণীয় ছিল: স্বামীজির ভাষণ, অভিজ্ঞ সদস্যদের দলটির আলোচনা এবং ব্রেকআউট রুম! অল্প কথায় অনুষ্ঠানটির সবকিছু!
—সৎসঙ্গে এক অংশগ্রহণকারীর বক্তব্য।
২০২২-এর জুলাই এবং সেপ্টেম্বরে অনুষ্ঠিত সৎসঙ্গে “ভিএলডি-র শপথ অনুযায়ী জীবনযাপন”-এই বিষয়ের ওপর বিশেষ মনোযোগ দেওয়া হয়। এই অনুষ্ঠানগুলিতে কিছু ভিএলডি ক্লাসের ভিডিওর অংশ দেখানো হয় এবং অংশগ্রহণকারীদের ভিএলডি-র পুস্তিকাটি পড়ে তৈরি হয়ে আসতে হোমওয়ার্ক দেওয়া হয়, যাতে যে শপথ সব ভিএলডি সদস্যরা নিয়েছেন, সে বিষয়ে তাঁরা চিন্তা-ভাবনা করতে পারেন এবং গভীরভাবে বিবেচনা করতে পারেন। অনুষ্ঠানে নিঃশব্দে শপথটি নিয়ে গভীর চিন্তন করা হয় এবং তারপর একটি সুবিধাযুক্ত ব্রেকআউট রুমে তাঁরা শপথ সম্পর্কিত উপলব্ধি ও কীভাবে তা নিজেদের জীবনে প্রয়োগ করছেন তা আলোচনা করেন।
অংশগ্রহণকারীদের মধ্যে অনেকেই অনুষ্ঠান সম্বন্ধে তাঁদের গভীর প্রেরণাদায়ী এবং মর্মস্পর্শী মন্তব্য রাখেন ও তাঁদের ভাবনা-চিন্তা অন্যদের সাথে ভাগ করে নেন। একজন ভক্ত বলেন যে ভিএলডিতে যোগ দেওয়া তাঁর কাছে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা এবং “এই হল তাঁর জীবনের শ্রেষ্ঠ সময়।” আর একজন বলেন: “যে সব সাথী ভক্তেরা গুরুদেবের সাধন পথে নিজেদের উৎসর্গ করে জীবনযাপন করছেন, তাঁদের অন্তর্দৃষ্টি অত্যন্ত প্রেরণাদায়ক। আমার শক্তিকে পুনরায় কেন্দ্রিত করে তুলতে এবং কেন গুরুদেব “আধ্যাত্মিক সঙ্গ”-র ওপর জোর দিয়েছেন তার নতুন দৃষ্টিভঙ্গী প্রদানে তাঁরা সাহায্য করেছেন।
নয়ডাতে ভিএলডি নিভৃতাবাস
১৪ই থেকে ১৬ই এপ্রিল, ২০২৩-এ ভলান্টারি লীগ অফ ডিসাইপল্স্ (ভিএলডি)-এর সদস্যদের জন্য বিশেষভাবে আয়োজিত একটি প্রত্যক্ষ সাপ্তাহান্তিক নিভৃতাবাস ওয়াইএসএস নয়ডা আশ্রমে অনুষ্ঠিত হয়েছিল এবং ওয়াইএসএস দক্ষিণেশ্বর আশ্রম, ইগতপুরী, পুনে, চেন্নাই ও কোয়েম্বাটুর নিভৃতাবাস কেন্দ্রে সরাসরি সম্প্রচারিত হয়েছিল।
নিভৃতাবাসে “আমাদের সাধনায় সেবার ভূমিকা” এবং “আমাদের ধ্যানকে আরও গভীর এবং আরও আনন্দদায়ক করে তোলা” এই দুটি বিষয়ের ওপর সন্ন্যাসী পরিচালিত ধ্যান এবং সৎসঙ্গ অনুষ্ঠিত হয়েছিল।
ওয়াইএসএস নয়ডা আশ্রমে ভিএলডি নিভৃতাবাসে যোগ দেওয়া আমার জন্য এক রূপান্তরকারী অভিজ্ঞতা ছিল, যা আমাকে আন্তরিক নিরাপত্তা এবং প্রশান্তি প্রদান করেছে। আমার সব জাগতিক কাজকর্মের জন্য, তা সে যে কাজই হোক না কেন, আকর্ষণীয় হোক বা না হোক, কঠিন হোক বা সহজ, সে সব করার জন্য আমি নতুন উৎসাহ খুঁজে পেয়েছি। এই অভিজ্ঞতা আমার মানসিকতায় পরিবর্তন এনে, সেবার মনোভাব নিয়ে সব কাজ করার দিকে আমাকে পরিচালিত করে। তাছাড়াও, আমার ধ্যান আরও নিয়মিত, গভীর ও আনন্দদায়ক হয়ে উঠেছে।
— এম. এম., ভুবনেশ্বর
নয়ডার নিভৃতাবাসে আর একটা বৈশিষ্ট্য ছিল স্বামী স্মরণানন্দ এবং স্বামী আদ্যানন্দের সম্মিলিত একটি আলোচনা সভা। সন্ন্যাসীরা ভিএলডি এবং সাধনা বিষয়ে বহু প্রশ্নের ওপর আলোচনা করেন এবং দশজন ভিএলডি সদস্য — বিভিন্ন পটভূমি থেকে এবং নানা বয়সের পাঁচজন মহিলা ও পাঁচজন পুরুষ – নিজেদের দৃষ্টিভঙ্গি এবং অভিজ্ঞতা থেকে তাঁদের অন্তর্দৃষ্টি সকলের সাথে ভাগ করে নিয়ে উপস্থাপনাটি পরিপূর্ণ করেন।
সঙ্গমে ভিএলডি-র তথ্য-কেন্দ্র এবং তথ্য ডেস্ক
ওয়াইএসএস-এর ভক্ত এবং ক্রিয়াবানদের ভিএলডি সম্বন্ধে আরও জানতে চাওয়ার পরিপ্রেক্ষিতে সদস্যরা ভিএলডি সম্বন্ধে নানা তথ্য পরিবেশন করেন।
২০২৩-এ হায়দ্রাবাদে অনুষ্ঠিত ওয়াইএসএস-এর সঙ্গমে, বিভিন্ন কেন্দ্রের এবং শহরের ভিএলডি সদস্যেরা একত্রিত হয়ে সম্মিলিতভাবে ভিএলডি-র সদস্যতার বিশেষ দিকগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁরা সেখানে আগ্রহী ক্রিয়াবান ভক্তদের জন্য তথ্য পরিবেশনের একটি দফতর স্থাপন করেন। প্রায় ৫০০ জন গুরু-ভাই এবং গুরু-ভগ্নীরা সেই দফতরে আসেন।
ভলান্টারি লীগ অফ ডিসাইপল্স্ তৃতীয় বছরে পদার্পণ করলে, এর দ্বারা বহু ওয়াইএসএস ভক্তের জীবনে আনীত কৃপার প্রতি আমরা সশ্রদ্ধ কৃতজ্ঞতায় পূর্ণ। এই সকল গৃহী ভক্তদের জন্য পরমহংসজির দূরদৃষ্টি কীভাবে প্রস্ফুটিত হতে এবং নিজেদের পরিপূর্ণতায় মেলে ধরতে থাকবে, তা দেখার জন্য আমরা সাগ্রহে চেয়ে আছি — বর্তমান ভিএলডি সদস্যদের জীবনে এবং শিষ্যত্ব ও দিব্য সেবাদানের এই সুবর্ণসুযোগের আকর্ষণে যাঁরা ভবিষ্যতে আসবেন, উভয়ের জন্যই প্রযোজ্য।
আরও জানতে হলে
ভলান্টারি লীগ অফ ডিসাইপল্স্-এর বিষয়ে আরও জানতে হলে দয়া করে ওয়াইএসএস ভিএলডি ওয়েবসাইট পরিদর্শন করুন। সেখানে প্রাপ্ত সহায়ক বিষয়ের মধ্যে অন্যতম হল ওয়াইএসএস/এসআরএফ-এর অধ্যক্ষ ও আধ্যাত্মিক প্রধান শ্রীশ্রী স্বামী চিদানন্দ গিরি-র ভাষণের একটি ছোটো ভিডিও ক্লিপ, যেখানে তিনি ভিএলডি-র উদ্দেশ্যকে ব্যাখ্যা করেছেন।
যদি আপনার ওয়াইএসএস ডিভোটি পোর্টাল অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি সেখানেও লগ ইন করে ভলান্টারি লীগ অফ ডিসাইপল্স্-এর পুস্তিকা পাবেন, যেখানে বিস্তৃতভাবে ভিএলডি-র ইতিহাস, উদ্দেশ্য এবং ভিএলডি শপথের উপস্থাপনা অন্তর্গত আছে। ওয়াইএসএস/এসআরএফ-এর ক্রিয়াবানেরা পুস্তিকাটি এসআরএফ/ওয়াইএসএস অ্যাপ-এও দেখতে পারেন।

















