ওয়াইএসএস চেন্নাই নিভৃতাবাসকে ওয়াইএসএস আশ্রমে উন্নীতকরণ।

September 15, 2024

আমরা সানন্দে জানাচ্ছি যে ১৫ই সেপ্টেম্বর, ২০২৪-এ সরাসরি সম্প্রচারিত সাধনা সঙ্গমের সমাপ্তি অনুষ্ঠানে যোগদা সৎসঙ্গ সোসাইটি/সেল্ফ-রিয়লাইজেশন ফেলোশিপের অধ্যক্ষ এবং আধ্যাত্মিক প্রধান স্বামী চিদানন্দ গিরি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন যে ওয়াইএসএস চেন্নাই নিভৃতাবাসকে ওয়াইএসএস আশ্রমে উন্নীত করা হয়েছে এবং আসন্ন বৎসরে এটিকে পূর্ণ পর্যায়ে আশ্রমে বিকশিত করা হবে।

স্বামী চিদানন্দজির বিশেষ ঘোষণাটি নীচে দেখুন।

এক আধ্যাত্মিক মরুদ্যান

ওয়াইএসএস ভক্তগণের নিভৃতাবাস রূপে ব্যবহৃত হওয়ার জন্য চেন্নাই শহরের কেন্দ্র থেকে ৪০ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই ১৭ একরের আধ্যাত্মিক মরুদ্যানটির ২০১০-এ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। একটি সরোবর এবং সংরক্ষিত বনভূমির মধ্যবর্তী স্থানে অবস্থিত ভূমিতলটি যেন নীরবতা, নির্জনতা এবং প্রশান্তির আদর্শ অভয় নীড়।

যেহেতু মোট চারটি ওয়াইএসএস আশ্রমের সবকটিই উত্তর এবং পূর্বভারতে অবস্থিত, দক্ষিণ ভারতের ভক্তগণকে দর্শন এবং সন্ন্যাসীগণের সাথে ব্যক্তিগত যোগাযোগের জন্য সুদীর্ঘ পথ অতিক্রম করতে হোত। দক্ষিণ ভারতে (তামিল এবং তেলেগু ভাষায় ওয়াইএসএস পাঠমালা প্রকাশিত হবার পর) ভক্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় ফেব্রুয়ারি, ২০২৪-এর শুরুতে ওয়াইএসএস-এর সিদ্ধান্তে চেন্নাই নিভৃতাবাসে সন্ন্যাসীদের ভক্তদের সাহায্যার্থে নিরন্তর নিযুক্ত করা হয়। সন্ন্যাসীগণের নিরবিচ্ছিন্ন উপস্থিতিতে ভক্তগণ লক্ষ্যণীয়ভাবে উপকৃত হন এবং সেখানে ইংরেজি, তামিল, তেলেগু এবং কন্নড় ভাষায় পরিচালিত সাধনা সঙ্গম, নিভৃতাবাস এবং প্রচারমূলক অনুষ্ঠানগুলিতে প্রভূত অংশগ্রহণ করা হয়। এই অগ্রগতিতে উৎসাহিত হয়ে স্বামী চিদানন্দজি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন যে অতঃপর নিভৃতাবাসটি ওয়াইএসএস আশ্রমে পরিগণিত হবে।

ব্যক্তিগত নিভৃতাবাস এবং পরবর্তী অনুষ্ঠানগুলিতে যোগদান করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন

চেন্নাইয়ে আমাদের নতুন আশ্রমে আপনাকে আমরা সাদর নিমন্ত্রণ জানাচ্ছি, যেখানে প্রাকৃতিক নির্মল পরিবেশ আধ্যাত্মিক উন্নতিকে ত্বরান্বিত করবে। এখানে আপনি গভীর সাধনায় নিমগ্ন থাকতে পারবেন, রূপান্তরকারী আধ্যাত্মিক অনুষ্ঠানেতে যোগদান করতে পারবেন এবং এই মনোরম নিরাপদ আশ্রয়স্থলের শান্তি এবং সুস্থিরতা অনুভব করতে পারবেন।

এই যাত্রার পরবর্তী পদক্ষেপ

সমস্ত আবশ্যকীয় সুযোগ সুবিধাসম্পন্ন একটি পূর্ণক্ষম আশ্রম নির্মাণ করার একটি মাস্টার প্ল্যান তৈরি করার জন্য বর্তমানে আমরা স্থপতিকারদের সাথে যোগাযোগ রাখছি। যদিও পরিকল্পনার চূড়ান্ত রূপ দান এবং নির্মাণ সম্পূর্ণ করতে সময়ের প্রয়োজন এবং আমাদের ধারণা সম্প্রসারণ সম্পূর্ণ করতে কয়েক বছর লেগে যাবে।

ইত্যবসরে আধ্যাত্মিক অনুষ্ঠান, নিভৃতাবাসে যোগ দিতে আসা ক্রমবর্ধমান সংখ্যার ভক্তগণের থাকার ব্যবস্থা করতে স্থান সীমাবদ্ধতার সম্মুখীন হতে হচ্ছে। এর মধ্যে আছে সন্ন্যাসী এবং সেবকগণের থাকার জন্য ঘরের অভাব, ভক্তগণের জন্য সীমিত ব্যক্তিগত বাসস্থান এবং অফিসের জন্য অপ্রচুর স্থান।

এই সমস্যার সমাধান অবিলম্বে করার জন্য আমরা বিদ্যমান সুযোগসুবিধার উন্নতিসাধন করে অতিথি, ভক্তগণ, সেবক এবং সন্ন্যাসীগণের ন্যূনতম চাহিদা পূরণের চেষ্টা করছি। এতে রয়েছে যৌথ শয়নাগারগুলিকে আরও একান্তে বাসের উদ্দেশ্যে সংযুক্ত স্নানকক্ষ সহ অতিথি কক্ষে রূপান্তরিত করা, পুরুষ ও মহিলা ভক্তগণের জন্য ব্যক্তিগত অতিরিক্ত কক্ষ নির্মাণ, সন্ন্যাসী এবং সেবকগণের জন্য পৃথক বাসভবন এবং অফিস ও অভ্যর্থনা বিভাগের জন্য পৃথক ভবনের নির্মাণ।

আপনাদের দান এবং সেবা সাদরে গৃহীত হবে

আধ্যাত্মিক স্বর্গস্থলটির উন্নতিসাধন এবং সম্প্রসারণের জন্য নিরন্তর প্রচেষ্টারত থাকায় আমরা আপনাদের কাছে প্রার্থনা, স্বেচ্ছাসেবা এবং সরাসরি যোগদানের অনুরোধ জানাচ্ছি। আপনাদের উদার অবদান আশ্রমের যথাযোগ্য লালনপালনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এটিকে সকলের জন্য আধ্যাত্মিক পুনরুজ্জীবনের একটি প্রাণবন্ত কেন্দ্রে পরিণত করতে সাহায্য করবে।

অনুসন্ধান করতে অথবা আমাদের সাথে যোগাযোগ করতে এখানে ক্লিক করুন।

ঈশ্বর ও গুরুগণ আপনাকে আশীর্বাদ করুন এবং সর্বদা চালিত করুন।

এই শেয়ার করুন