প্রিয় দিব্য আত্মন,
কোভিড-১৯ মহামারীর দ্বিতীয় ঢেউ ভারতকে এক নজিরবিহীন সংকটে গ্রাস করেছে। এই দেশ বড়ো বড়ো প্রতিকূলতা মোকাবিলা করতে সংগ্রাম করছে, যার মধ্যে রয়েছে চিকিৎসার পরিকাঠামো, সরঞ্জাম ও চিকিৎসা সামগ্রীর অপ্রতুলতা এবং অত্যন্ত প্রয়োজনীয় এবং প্রায়ই জীবনহানির সম্ভাবনায় পড়া মানুষদের কাছে সরাসরি ব্যক্তিগত সাহায্য পৌঁছোনর অক্ষমতা। কম লোক আছেন যারা কোভিড-১৯-এর প্রত্যক্ষ প্রভাব থেকে মুক্ত আছেন, তার মধ্যে রয়েছে প্রিয়জনের ক্ষতি, জীবিকা হারানো বা প্রত্যেকের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা। আমাদের হৃদয় তাদের জন্য দুঃখিত যারা এমন ক্ষতির সম্মুখীন হয়েছে এবং গভীর প্রার্থনা করি যে জগন্মাতা তাদের সর্বসান্ত্বনাদায়ক প্রেমে পূর্ণ করে দিন।
যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়া এই সংকট মোকাবিলার জন্য দেশব্যাপী প্রচেষ্টায় অংশগ্রহণ করেছে, প্রভাবিত মানুষের কাছে সহায়ক সামগ্রী ও সেবা পৌঁছে দিয়ে — বিশেষ করে তাদের কাছে যারা দুর্ভাগ্যপীড়িত এবং অধিক ক্ষতিগ্রস্ত। এই ত্রাণ কার্যক্রম ২০ টি রাজ্যের ২৫টিরও বেশি শহরে চলছে, এবং প্রতিদিন নতুন নতুন শহর যুক্ত করা হচ্ছে।
আমরা এই মুহূর্তে আপনার কাছে পৌঁছোতে এবং ভাগ করে নিতে চাই যে সম্প্রতি আমরা কী করেছি, এবং দেশের এই সংকটকালীন সময়ে আমরা ত্রাণ সরবরাহের প্রচেষ্টায় আরও কী করতে পারি।
ত্রাণসামগ্রী এবং সেবা
আমরা আমাদের আশ্রম, কেন্দ্র এবং মণ্ডলীকে ব্যবহারের কেন্দ্র করে সেখান থেকে পরিষেবাকার্যের প্রচেষ্টা চালাচ্ছি। এই প্রয়াস অভাবী মানুষ এবং পরিবারের কাছে সরাসরি পৌঁছোচ্ছে। এছাড়াও, আমরা কোভিড-১৯ রোগীদের চিকিৎসা ও স্বাস্থ্য পরিষেবায় নিয়োজিত বিভিন্ন হাসপাতাল এবং এনজিও-কে সহায়তা প্রদান করছি। ওয়াইএসএস-এর উদ্যমের মধ্যে রয়েছে:


- আমরা অতিরিক্ত বেড, স্ট্রেচার, হুইলচেয়ার এবং জীবনদায়ী ওষুধ এবং সরঞ্জাম যেমন বিআইপিএপি মেশিন (নন-ইনভেসিভ ভেন্টিলেটর), অক্সিজেন কনসেন্ট্রেটর সেই সব হাসপাতালে সরবরাহ করছি যেখানে এইসব সামগ্রীর খুব অভাব রয়েছে। এর মধ্যে রাঁচি, কোয়েম্বাটুর, হরিদ্বার, মাদুরাই, মুম্বাই, নাগপুর, শ্রীরামপুর, ভেলোর এবং বিজয়ওয়াড়ায় অবস্থিত হাসপাতাল অন্তর্ভুক্ত রয়েছে।
- আমরা প্রয়োজনীয় সামগ্রী যেমন ওষুধ, পাল্স অক্সিমিটার, পিপিই কিট, ফেস শিল্ড (মুখের ঢাকনা), মেডিক্যাল গ্লাভস, স্যানিটাইজার, এন৯৫ মাস্ক এবং থার্মোমিটার কোভিড-১৯ রোগীদের সেবায় সরাসরি নিয়োজিত সম্মুখসারির চিকিৎসাকর্মী এবং স্বেচ্ছাসেবকদের সরবরাহ করছি। এই ত্রাণকার্য আমরা দক্ষিণেশ্বর, দ্বারহাট, আরসিকেরে, বালারি, বেঙ্গালুরু, চণ্ডীগড়, চেন্নাই, কোয়েম্বাটুর, লখনউ, ম্যাঙ্গালুরু, মাইসোর, রায়পুর এবং তাঞ্জাভুরে প্রসারিত করছি।
- দ্বারাহাটে স্থানীয় ছোটো হাসপাতালটির, রোগীদের উন্নত চিকিৎসার প্রয়োজনে হালদোয়ানির প্রধান হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য একটি অ্যাম্বুলেন্সের প্রয়োজন ছিল, যা তাদের কাছে ছিল না। এই অভাব পূরণের জন্য, আমরা একটি ভ্যান কিনেছি যা অ্যাম্বুলেন্সের প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে সজ্জিত করা হবে।
- আমরা সরকারি হাসপাতালে প্রয়োজনীয় সামগ্রীও সরবরাহ করছি, যেমন উদুপিতে গরম জলের ডিসপেনসার, চেন্নাইয়ে শববাহক ব্যাগ।
- আমাদের রাঁচি আশ্রম হাসপাতাল এবং চিকিৎসা কর্মীরা দিবারাত্র অ্যাম্বুলেন্স পরিষেবা, শববাহক যান পরিষেবা, অক্সিজেন সিলিন্ডার সরবরাহ, মেডিকেল কিট এবং বিনামূল্যে চিকিৎসার পরামর্শ প্রদান করছেন।
- আমরা কিছু অভাবী আইসিইউ রোগীদের আংশিকভাবে ব্যয় মেটানোর জন্য আর্থিক সহায়তা প্রদান করেছি; এবং কিছু ক্ষেত্রে, যারা মারা গিয়েছিলেন এবং পরিবারে একমাত্র উপার্জনকারী ছিলেন, তাদের নিকটতম আত্মীয়দের আর্থিক সাহায্য করা হয়েছে।
- লকডাউনের কারণে জীবিকা হারানো মানুষের মধ্যে শুকনো খাদ্য সামগ্রী বিতরণের প্রচেষ্টা চলছে। এই বিতরণ রাঁচি, দ্বারহাট, দিল্লি এবং জাতীয় রাজধানী অঞ্চল, আহমেদাবাদ, বালারি, বেঙ্গালুরু, বেলাগাভি, হরিদ্বার, হাসান, কাইগা-কারওয়ার, মাণ্ড্যা, মুজফফরপুর, ওঙ্গোল, রাজামুন্দ্রি এবং তিরুকাজুক্কুন্দ্রমে হচ্ছে।


আমরা আমাদের ওয়াইএসএস ভক্ত এবং বন্ধুদের প্রতি গভীর কৃতজ্ঞ, যারা অভাবী মানুষদের চিহ্নিত করতে এবং আমাদের কোভিড-১৯ ত্রাণ প্রচেষ্টার মধ্যে সমন্বয়সাধন করতে সক্রিয়ভাবে সাহায্য করেছেন। আমরা তাদের নিঃস্বার্থ সেবার মনোভাবকে সম্মান করি, যা আমাদের পরমপ্রিয় গুরুদেব কর্তৃক প্রদত্ত ওয়াইএসএস-এর লক্ষ্য ও আদর্শের অন্যতম: “নিজের বৃহত্তর আত্মার রূপে মানবজাতির সেবা”।




ত্রাণকার্যে নিযুক্ত আমাদের দুইজন ভক্ত স্বেচ্ছাসেবকের বার্তা:
“রোগগ্রস্ত এবং সেবাপ্রদানকারীদের সহায়তা করে তাদেরকে জানানো: 'আমরা তোমাদের সাথে আছি, তোমাদের সহযোগিতা করছি,’ সেটা গভীরভাবে সন্তুষ্টি দেয়।”
— কে. বি. রাজামুন্দ্রি
“আমি কৃতজ্ঞ যে আমরা বাইরে বেরিয়ে এসে সরকারি হাসপাতালের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পেরেছি, যেখানে জীবন বাঁচানোর জন্য বিআইপিএপি-র মতো যন্ত্রের খুব প্রয়োজন ছিল। আমাদের গুরুদেবের কর্মময় হাত হয়ে এই পরিবর্তন ঘটানো, একটি মহান আশীর্বাদ!”
— আর. আর. নাগপুর
আপনার সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোভিড ত্রাণের প্রয়োজনীয়তা এখনও শেষ হয়নি। মানুষের আপনার সাহায্যের প্রয়োজন। আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে, আমরা আপনাদের কোভিড-১৯ ত্রাণকার্যের জন্য দান প্রদান করতে আমন্ত্রণ জানাচ্ছি। আপনার আন্তরিক ও উদার সহায়তা আমাদের সেবার কাজকে সম্ভব করে তোলে। এছাড়াও, আমরা আপনাদের সাহায্যপ্রার্থীদের জন্য প্রার্থনা করতে উৎসাহিত করি, যা সমানভাবে গুরুত্বপূর্ণ। গুরুদেব আমাদের প্রার্থনার সঠিক পদ্ধতি শিখিয়েছেন এবং আমাদের এই প্রার্থনা পরিবর্তন আনতে পারে। এই অত্যন্ত জরুরি সময়ে, ওয়াইএসএস সন্ন্যাসীরা রাত ৯:৪০ থেকে ১০:০০ পর্যন্ত (ভারতীয় সময়) দৈনিক বিশেষ অনলাইন আরোগ্যকারী প্রার্থনার পর্বসহ প্রার্থনা পরিচালনা করেন। অনুগ্রহ করে যখনই সম্ভব, যথাসাধ্য এতে অংশগ্রহণ করুন।
আমাদের গুরুদেব শ্রীশ্রী পরমহংস যোগানন্দ বলেছেন, “প্রতিদিন আপনার চারপাশে যে কোনো শারীরিক, মানসিক, বা আধ্যাত্মিকভাবে পীড়িত ব্যক্তি থাকলে, তাদের উন্নীত করার চেষ্টা করুন যেমন আপনি নিজের বা আপনার পরিবারের সদস্যদের সাহায্য করে থাকেন। তাহলে আপনি জানবেন যে জীবনের নাট্যমঞ্চে আপনার ভূমিকা যাই হোক না কেন, আপনি যথাযথভাবে তা পালন করেছেন সকল ভাগ্যের ভাগ্য নিয়ন্ত্রকের নির্দেশে।”
আমরা আপনাকে প্রতিকূলতা অতিক্রম করার সমর্থন ও সাহায্যে আমাদের যৌথ প্রচেষ্টায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি। ঈশ্বর এবং গুরুগণ আমাদের আন্তরিক প্রার্থনা এবং মানবিক ত্রাণ প্রচেষ্টাকে তাঁদের করুণাময় আরোগ্যকারী জ্যোতি এবং দিব্য প্রেমে আবৃত রাখবেন।
দিব্য বন্ধুত্বে,
যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়া
যদি আপনি এই সেবাকার্যে সহযোগিতা করতে ইচ্ছুক হন, অনুগ্রহ করে অনলাইনে দান করার কথা বিবেচনা করুন।
অনুগ্রহ করে মনে রাখবেন যে যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়া, আয়কর আইন ১৯৬১-র অধীনে একটি স্বীকৃত দাতব্য প্রতিষ্ঠান। সোসাইটিকে দেওয়া দান (PAN: AAATY0283H) উক্ত আইনের ৮০-জি ধারা অনুযায়ী আয়কর থেকে অব্যাহতি প্রাপ্ত।
আপনার দান সম্পর্কিত বা ত্রাণকার্য সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে, অনুগ্রহ করে রাঁচি হেল্পডেস্কে ইমেইল-র মাধ্যমে [email protected]এ যোগাযোগ করুন বা ফোন করুন: +91(651) 6655 555 (সোমবার থেকে শনিবার সকাল ৯:০০ থেকে বিকাল ৪:০০ পর্যন্ত।)
গণমাধ্যমে প্রচারিত ত্রাণকার্যের বিবরণ
মুদ্রিত মাধ্যম
- বিরসা বাণী (হিন্দি)
- দৈনিক ভাস্কর (হিন্দি)
- দেশ প্রাণা (হিন্দি)
- ফ্রিডম ফাইটার (হিন্দি)
- জাদিদ ভারত (উর্দু)
- প্রভাত খবর (হিন্দি)
- পাঞ্চ (হিন্দি)
- পাঞ্জাব কেশরী (হিন্দি)
- পায়োনিয়ার (ইংরেজি)
- রাঁচি এক্সপ্রেস (হিন্দি)
- সন্মার্গ সিটি (হিন্দি)
- সান্তাল এক্সপ্রেস (হিন্দি)
- জনাদেশ (দারোন্ডা, হিন্দি)
- দৈনিক জাগরণ (হরিদ্বার, হিন্দি)