ওয়াইএসএস/এসআরএফ অধ্যক্ষ স্বামী চিদানন্দ গিরির সঙ্গে
জন্মাষ্টমীর তিন ঘণ্টাব্যাপী ধ্যান

শনিবার, ১৬ই আগস্ট

সন্ধ্যা ৭:৩০

– রাত ১০:৩০

(ভারতীয় মান সময়)

অনুষ্ঠানের রূপরেখা

প্রত্যেক বছর যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়া জন্মাষ্টমী উদযাপন করে — ভগবান কৃষ্ণের জন্মতিথি, ভারতের প্রিয় অবতার যাঁর শিক্ষা ভগবদ গীতায় সংরক্ষিত আছে। এই আনন্দময় বার্ষিক উদযাপন এই বছরে শনিবার, ১৬ই আগস্ট তারিখে পড়েছে।

এই বিশেষ দিনে, ওয়াইএসএস/এসআরএফ অধ্যক্ষ শ্রীশ্রী স্বামী চিদানন্দ গিরি জন্মাষ্টমী উপলক্ষ্যে বিশেষ তিন ঘন্টার ধ্যান পরিচালনা করেছিলেন যা লস অ্যাঞ্জেলসের এসআরএফ আন্তর্জাতিক সদর দপ্তরে সন্ধ্যা ৭:৩০ থেকে রাত ১০:৩০ (ভারতীয় সময়) পর্যন্ত সরাসরি সম্প্রচারিত হয়েছিল। ধ্যানের সময় যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়ার সন্ন্যাসীদের কীর্তন গোষ্ঠী ভক্তিমূলক ভজন পর্বের জন্য সরাসরি সম্প্রচারের মাধ্যমে স্বামী চিদানন্দজির সঙ্গে যোগদান করেছিলেন।

এই বিশেষ ধ্যান ইংরেজি ভাষায় পরিচালিত হয়েছিল এবং একইসঙ্গে হিন্দি ও অন্যান্য আন্তর্জাতিক ভাষায় অনুবাদিত হয়েছিল। যত শীঘ্র সম্ভব হিন্দি, তামিল, তেলুগু ও অন্যান্য আন্তর্জাতিক ভাষায় অনু-সংলাপ ভিডিওতে যুক্ত করা হবে।

এই ভিডিওটি দেখার জন্য উপলব্ধ থাকবে।

নতুন আগ্রহী

যদি আপনি ওয়াইএসএস এবং পরমহংস যোগানন্দের শিক্ষায় নতুন আগ্রহী হন, নীচের লিঙ্কগুলিতে আপনারা অন্বেষণ করতে পারেন:

যোগী-কথামৃত

বিশ্বব্যাপী প্রশংসিত এক আধ্যাত্মিক শ্রেষ্ঠ রচনারূপে পরমহংসজি প্রায়ই মন্তব্য করতেন, “যখন আমি থাকব না এই বইটিই হবে আমার বার্তাবাহক।”

ওয়াইএসএস পাঠমালা

একটি ঘরে-বসে পাঠের পাঠমালা যা আপনার জীবনকে এমনভাবে রূপান্তরিত করে আপনি যা কখনোও কল্পনাও করেননি এবং আপনাকে এক সুশৃঙ্খল ও সফল জীবনযাপন করতে সহায়তা করে।

এই শেয়ার করুন