নববর্ষের প্রাক্কালীন ধ্যান

বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

রাত ১১:৩০ (৩১ ডিসেম্বর)

– রাত ১২:১৫ (১ জানুয়ারি)

(ভারতীয় মান সময়)

নববর্ষের প্রাক্কালীন ধ্যান - ৩১ ডিসেম্বর, ২০২৫

অনুষ্ঠানের রূপরেখা

নতুন বছরকে একটি বাগানের মত কল্পনা করুন, যেখানে রোপণের দায়িত্ব আপনার ওপর। এই মাটিতে ভালো অভ্যাসের বীজ বপন করুন এবং অতীতের দুশ্চিন্তা ও ভুল কর্মগুলো উপড়ে ফেলুন।

— পরমহংস যোগানন্দ

নববর্ষের আগমনে পরমহংস যোগানন্দজি সমবেত ধ্যানের প্রথা প্রবর্তন করেন। তিনি ভক্তদের নববর্ষকে স্বাগত জানাতে গভীরভাবে ধ্যান করতে এবং দৃঢ়-সংকল্প গ্রহণ করতে উৎসাহিত করেন—যাতে বদ অভ্যাস ত্যাগ করে তার পরিবর্তে সদ অভ্যাস গ্রহণ করা যায়।

বুধবার, ৩১ ডিসেম্বর রাত ১১:৩০ থেকে বৃহস্পতিবার, ১ জানুয়ারি রাত ১২:১৫(ভারতীয় সময়) পর্যন্ত নববর্ষের প্রাক্কালীন একটি বিশেষ অনলাইন সমবেত ধ্যান অনুষ্ঠিত হয়েছিল। এই ধ্যানটি ইংরেজিতে একজন ওয়াইএসএস সন্ন্যাসীর দ্বারা পরিচালিত হয়েছিল।

ধ্যানের মাধ্যমে নববর্ষকে স্বাগত জানানোর এই অনন্য প্রথাটি আমাদের ওয়াইএসএস আশ্রমসমূহে এবং আমাদের কিছু কেন্দ্রমণ্ডলীতেও পালন করা হয়েছিল।

নববর্ষের এই উপলক্ষে পরমহংস যোগানন্দজির আধ্যাত্মিক ও মানবকল্যাণমূলক কার্যক্রমের জন্য আপনি সহায়তা প্রদান করতে পারেন। অনুগ্রহ করে দান করার জন্য নীচের বোতামে ক্লিক করুন।

নতুন আগ্রহী

যদি আপনি ওয়াইএসএস এবং পরমহংস যোগানন্দের শিক্ষায় নতুন আগ্রহী হন, নীচের লিঙ্কগুলিতে আপনারা অন্বেষণ করতে পারেন:

যোগী-কথামৃত

বিশ্বব্যাপী প্রশংসিত এক আধ্যাত্মিক শ্রেষ্ঠ রচনারূপে পরমহংসজি প্রায়ই মন্তব্য করতেন, “যখন আমি থাকব না এই বইটিই হবে আমার বার্তাবাহক।”

ওয়াইএসএস পাঠমালা

একটি ঘরে-বসে পাঠের পাঠমালা যা আপনার জীবনকে এমনভাবে রূপান্তরিত করে আপনি যা কখনোও কল্পনাও করেননি এবং আপনাকে এক সুশৃঙ্খল ও সফল জীবনযাপন করতে সহায়তা করে।

এই শেয়ার করুন