নতুন বছরকে একটি বাগানের মত কল্পনা করুন, যেখানে রোপণের দায়িত্ব আপনার ওপর। এই মাটিতে ভালো অভ্যাসের বীজ বপন করুন এবং অতীতের দুশ্চিন্তা ও ভুল কর্মগুলো উপড়ে ফেলুন।
— পরমহংস যোগানন্দ
নববর্ষের আগমনে পরমহংস যোগানন্দজি সমবেত ধ্যানের প্রথা প্রবর্তন করেন। তিনি ভক্তদের নববর্ষকে স্বাগত জানাতে গভীরভাবে ধ্যান করতে এবং দৃঢ়-সংকল্প গ্রহণ করতে উৎসাহিত করেন—যাতে বদ অভ্যাস ত্যাগ করে তার পরিবর্তে সদ অভ্যাস গ্রহণ করা যায়।
আমরা আপনাকে বুধবার, ৩১ ডিসেম্বর, রাত ১১:৩০ থেকে বৃহস্পতিবার, ১ জানুয়ারি রাত ১২:১৫(ভারতীয় সময়) পর্যন্ত আয়োজিত নববর্ষের প্রাক্কালীন বিশেষ অনলাইন সমবেত ধ্যানে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাই। এই ধ্যান ইংরেজিতে একজন ওয়াইএসএস সন্ন্যাসীর দ্বারা পরিচালিত হবে।
অনুগ্রহ করে লক্ষ্য করুন: উপরোক্ত সময়ে এই ধ্যানে যারা অংশ নিতে পারবেন না, তাদের জন্য, মঙ্গলবার, ৬ জানুয়ারি, রাত ১০:০০ (ভারতীয় সময়) পর্যন্ত ইউটিউবে দেখার জন্য এর একটি রেকর্ডিং উপলভ্য থাকবে।
নববর্ষকে ধ্যানের মাধ্যমে স্বাগত জানানোর এই অনন্য প্রথাটি আমাদের ওয়াইএসএস আশ্রমসমূহে এবং কিছু কেন্দ্র ও মণ্ডলীতেও পালন করা হয়। আরও বিস্তারিত জানার জন্য আপনার নিকটবর্তী কোনো ওয়াইএসএস কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করুন।
আপনি আরও অন্বেষণ করতে পারেন:
নববর্ষের এই উপলক্ষে পরমহংস যোগানন্দজির আধ্যাত্মিক ও মানবকল্যাণমূলক কার্যক্রমের জন্য আপনি সহায়তা প্রদান করতে পারেন। অনুগ্রহ করে দান করার জন্য নীচের বোতামে ক্লিক করুন।
















