নতুন বছরের প্রারম্ভে আসুন আমরা দৃঢ় সংকল্পের সঙ্গে এবং আধ্যাত্মিক স্থির সংকল্প নিয়ে আমাদের জীবনের এক নতুন যুগে প্রবেশ করি।
— পরমহংস যোগানন্দ
পরমহংস যোগানন্দজির মতে নতুন বছরের প্রারম্ভ আমাদের উপযুক্ত লক্ষ্য এবং আকাঙ্ক্ষা প্রতিফলিত করার সঠিক সময়। ধ্যানের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য তিনি এই ঐতিহ্যের প্রতিষ্ঠা করে এই প্রচেষ্টায় আমাদের সাহায্য করেছিলেন।
নতুন বছরকে বরণ করে নেওয়ার এই অনন্য উপায়ের অভিজ্ঞতা অনুভবের জন্য , ওয়াইএসএস সন্ন্যাসী দ্বারা নতুন বছরের প্রাক্কালীন এক বিশেষ ধ্যান পরিচালিত হয়েছিল।
নতুন বছরের প্রাক্কালীন ধ্যান আমাদের আশ্রম, ধ্যানকেন্দ্র এবং মন্ডলীতেও পরিচালিত হয়েছিল।
আপনি আরও অনুসন্ধান করতে চাইলে:
এই নতুন বছর উপলক্ষে, পরমহংস যোগানন্দজির আধ্যাত্মিক এবং লোকহিতকর কাজে সাহায্য করার জন্য আপনাদের স্বাগত। দান করার জন্য দয়া করে নিচের বাটনে ক্লিক করুন।