-
- স্বামী কেদারানন্দ ও ব্রহ্মচারী বিনম্রানন্দ একদিনের কর্মসূচির পরে স্বেচ্ছাসেবকদের সঙ্গে তেনালি, অন্ধ্রপ্রদেশে।
-
- ব্রহ্মচারী বিনম্রানন্দ অনন্তপুর, অন্ধ্রপ্রদেশে একদিনের কর্মসূচির সময় শক্তিসঞ্চার ব্যায়ামের পর্যালোচনা ক্লাস পরিচালনা করেন।
-
- তিরুভারুর, তামিলনাড়ুতে ভক্তরা একদিনের সন্ন্যাসী পরিক্রমা কর্মসূচিতে সমবেত ধ্যানের পরে আরোগ্যকারী প্রক্রিয়ার অনুশীলন করেন।
-
- ব্রহ্মচারী সচ্চিদানন্দ ও ব্রহ্মচারী শম্ভবানন্দ দুই দিনের কর্মসূচিতে ভক্তদের সঙ্গে দেরাদুন, উত্তরাখণ্ডে।
-
- স্বামী শ্রেয়ানন্দ একদিনের কর্মসূচির সময় ম্যাঙ্গালুরু, কর্ণাটকে শক্তিসঞ্চার ব্যায়ামের পর্যালোচনা করেন।
-
- হিমাচল প্রদেশের কুল্লুতে দুইদিনের কর্মসূচিতে সমবেত ধ্যানের আগে ভক্তরা শক্তিসঞ্চার ব্যায়ামের অনুশীলন করেন।
-
- স্বামী ললিতানন্দ, স্বামী অমেয়ানন্দ এবং ব্রহ্মচারী গৌতমানন্দ নেপালের কপুন্ডোলের কর্মসূচির সময় যোগী-কথামৃত গ্রন্থের নেপালি অডিওবুক সংস্করণ প্রকাশ করেন।