প্রিয়জনেরা,
ভারত এবং সীমান্ত অঞ্চলকে প্রভাবিত করা ক্রমবর্ধমান আন্তর্জাতিক উত্তেজনার খবর আমার হৃদয়ে যেমন গভীর প্রার্থনাময় উদ্বেগ সৃষ্টি করেছে, আমি জানি, তেমনই তা আপনাদের হৃদয়েও করেছে। আমি আমাদের সকলকে অনুরোধ করি যেন আমরা বিশ্বাসে অবিচল থাকি — শান্ত, কেন্দ্রীভূত এবং ঈশ্বরের অমোঘ শান্তির শক্তিতে স্থিত থাকি, যা আমাদের অন্তরে বিরাজমান — কারণ এমন অস্থির সময়ে ধ্যানরত ভক্তরা বিশ্বের জন্য দৃশ্যমান না হলেও এক গুরুত্বপূর্ণ সেবা প্রদান করতে পারেন।
আমি ওয়াইএসএস/এসআরএফ-এর সকল ভক্ত ও বন্ধুদের আমন্ত্রণ জানাচ্ছি, যেন তারা পরমহংস যোগানন্দজির আশ্রমে আমার ও অন্যান্য সন্ন্যাসীদের সঙ্গে ধ্যানের সময় এবং দিনের বিভিন্ন সময়ে বিশেষ প্রার্থনা করেন। গুরুদেবের আধ্যাত্মিক পরিবার ও তাঁর বিশ্বব্যাপী প্রার্থনা চক্রের সদস্য হিসেবে, আসুন আমরা প্রতিদিন ধ্যানের পরে তাঁর যোগীয় নিরাময়কারী প্রক্রিয়ার অনুশীলন চালিয়ে যাই — ঈশ্বরের অসীম আশীর্বাদ সমুদয় অঞ্চলকে পরিবেষ্টন করে আছে এমন দৃশ্য কল্পনা করে এবং পবিত্র ওম ধ্বনির সাথে এক শক্তিশালী ঐশ্বরিক প্রেমের তরঙ্গকে বিকিরণ করে সম্প্রীতি, সদিচ্ছা ও স্থিরতার অনুকূলে মতভেদকে চালিত করি।
আসুন আমরা সবাই মিলে ঈশ্বরের আশীর্বাদ ও আলোক আহ্বান করি, যা সকলের হৃদয়কে আলোকিত করে, তাদেরকে বোঝাপড়া ও স্থায়ী শান্তির পথে পরিচালিত করে। প্রতিটি একাগ্র প্রার্থনার তরঙ্গ সম্প্রচারে আমরা ঈশ্বরের সমস্ত সন্তানের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে সহায়তা করি — যা প্রজ্ঞা চালিত ও ঈশ্বরের সজীব উপস্থিতি দ্বারা উত্তরিত হয়।
আপনারা জানবেন যে আমি আপনাদের সকলকে আমার প্রীতি ও প্রার্থনায় স্থান দিয়েছি। আমাদের প্রিয় গুরুদেব ও পরমগুরুদের আশ্রয়দায়ক উপস্থিতি চিরকাল আপনাদের ও আপনাদের প্রিয়জনদের ঘিরে থাকুক সেই আশ্বাসে যে, আপনারা সর্বদা তাঁদের অনন্ত প্রেমময় স্নেহ দ্বারা সুরক্ষিত।
ঈশ্বর ও গুরুর চিরন্তন আশীর্বাদ সহ,
স্বামী চিদানন্দ গিরি
পরমহংস যোগানন্দ প্রবর্তিত নিরাময়কারী প্রক্রিয়ার অনুশীলনে আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি, যা যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়া/সেল্ফ-রিয়লাইজেশন ফেলোশিপের অধ্যক্ষ ও আধ্যাত্মিক প্রধান স্বামী চিদানন্দ গিরির সঙ্গে অনুশীলন করতে পারেন। অংশগ্রহণের জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন: