ওয়াইএসএস চেন্নাই আশ্রমে স্বাচ্ছন্দ্যের অন্তর্বর্তীকালীন উন্নয়ন

১৫ই সেপ্টেম্বর, ২০২৪

যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়া/সেল্ফ-রিয়লাইজেশন ফেলোশিপ-এর অধ্যক্ষ এবং আধ্যাত্মিক প্রধান শ্রীশ্রী স্বামী চিদানন্দ গিরি ফেব্রুয়ারি, ২০২৪-এ ওয়াইএসএস ভক্তগণের প্রাত্যহিক ধ্যান, আধ্যাত্মিক পরামর্শদান, সৎসঙ্গ পরিচালনা, সাধনা-সঙ্গম, নিভৃতাবাস এবং স্মারক অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ওয়াইএসএস সন্ন্যাসীগণকে চেন্নাই নিভৃতাবাসে স্থায়ীরূপে নিযুক্ত করেন। তারপর থেকে ভক্তগণের মধ্যে নানান অনুষ্ঠানে যোগদানের উৎসাহ বিপুলভাবে বৃদ্ধি পায় এবং আধ্যাত্মিক পুনঃশক্তিসঞ্চার ও পথপ্রদর্শনে উৎসাহী ভক্তগণের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় এর চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে মনে হয়।

বর্তমান ব্যবস্থাপনায় প্রতিকূলতা

আদিতে পরিকল্পিত একটি নিভৃতাবাসের জন্য আশ্রম পরিসরে উপলব্ধ সুযোগসুবিধা — বর্ধিত চাহিদা পূরণে বর্তমানে অসমর্থ। আশ্রমের বিস্তৃত ভূমিকা সুষ্ঠুরূপে পালিত হওয়ার জন্য বাসস্থান, রন্ধনশালা, ভোজনকক্ষ, প্রশাসন এবং অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ উন্নতিবিধান করা এখন অপরিহার্য।

মুখ্য প্রতিকূলতার মধ্যে কয়েকটি হল:

  1. অতিথিগণের জন্য বাসস্থান: বর্তমানে অধিকাংশ বাসস্থান যৌথ শয়নালয় রূপে লভ্য। যদিও বেশ কিছু সংখ্যক ভক্ত স্নানকক্ষ সংযুক্ত পৃথক কামরায় থাকার জন্য অনুরোধ করেছেন।
  2. সেবকগণের জন্য বাসস্থান: স্থায়ী সেবক এবং রন্ধনশালা, অভ্যর্থনা ডেস্ক এবং অন্যান্য এলাকায় কর্মরত ভক্তদের জন্য বাসস্থানের অপ্রতুলতা।
  3. সন্ন্যাসীগণের আবাস: সন্ন্যাসীগণ বর্তমানে পূর্বতন কেয়ারটেকারের সংস্কার করা ছোটো বাসস্থানটিতে থাকেন যেখানে অফিস, রান্নাঘর, খাবার ঘর, এবং লন্ড্রির মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেই।
  4. অফিস এবং অভ্যর্থনা কক্ষ: প্রশাসনিক কাজকর্ম বর্তমানে বৃদ্ধি পাওয়ায় বর্তমান অফিসকক্ষের সম্প্রসারণ প্রয়োজনীয়। বর্তমানে বিশেষ অনুষ্ঠানের সময় অভ্যর্থনা এবং নিবন্ধীকরণ একটি বৃক্ষের ছায়াতলে সমাপন করা হয়। পুস্তক প্রদর্শনী এবং বিক্রয়ের জন্যও স্থানাভাব রয়েছে।

স্বাচ্ছন্দ্যের অন্তর্বর্তীকালীন উন্নয়নের প্রয়োজনীয়তা

আশ্রমের দীর্ঘস্থায়ী উন্নতিসাধনের জন্য একটি সর্বাঙ্গীণ মূল পরিকল্পনা চালু থাকলেও সন্ন্যাসী, সেবক এবং ভক্তগণের জন্য প্রয়োজনীয় বাসস্থান ও পরিষেবা এবং কাজকর্ম সুচারুভাবে সম্পন্ন করতে বর্তমান ব্যবস্থার মানোন্নয়ন করা খুবই জরুরি।

সুযোগসুবিধার প্রস্তাবিত মানোন্নয়ন

বাসস্থানের সুবিধার স্থাপত্য উপস্থাপনার বিবরণ নিচে দেওয়া হয়েছে।

পুরুষদের বাসস্থানের স্থাপত্য উপস্থাপনা
মহিলাদের বাসস্থানের স্থাপত্য উপস্থাপনা
  1. পুরুষদের জন্য বাসস্থান: দোতলায় একটি বড়ো যৌথ শয়নকক্ষকে ছয়টি স্নানকক্ষ সংযুক্ত দুই শয্যাবিশিষ্ট কামরায় রূপান্তরকরণ এবং তিনতলায় চারটি চার শয্যাবিশিষ্ট স্নানকক্ষ সংযুক্ত কামরা নির্মাণের পরিকল্পনা রয়েছে।
  2. মহিলাদের জন্য বাসস্থান: একইভাবে, দোতলায় একটি যৌথ শয়নকক্ষকে ছয়টি স্নানকক্ষ সংযুক্ত দুই শয্যাবিশিষ্ট কামরায় রূপান্তরিত করার পরিকল্পনা করা হচ্ছে। তিনতলায় তিনটি স্নানঘর সংযুক্ত চার শয্যাবিশিষ্ট ঘর, এবং একটি স্নানঘর সংযুক্ত দুই শয্যাবিশিষ্ট ঘর তৈরি করা হবে।
  3. অফিস-ভবন: অভ্যর্থনা ডেস্ক, পুস্তক প্রদর্শন ও বিক্রয়, হিসাব-বিভাগ, আবাসিক সেবক, মজুত ঘর এবং সর্বজনীন শৌচালয় সমন্বিত একটি অফিসবাড়ি তৈরি করা হবে। অফিসবাড়িটি আশ্রমের যাবতীয় সাংগঠনিক এবং বহির্সংযোগ কার্যাবলী রক্ষার্থে কার্যকরী হবে বলে আশা করা হচ্ছে।
  4. সন্ন্যাসীদের আবাস: ছয়টি ঘর, স্নানাগার, একটি অফিসস্থান, একটি আলোচনা কক্ষ, একটি রান্নাঘর এবং ভোজনকক্ষ সমন্বিত একটি সন্ন্যাসীদের আবাস নির্মিত হবে।
  5. সেবকগণের বাসস্থান: সন্ন্যাসীগণ তাঁদের বর্তমান আবাসটি পরিত্যাগ করলেই সেটিকে সেবকগণের জন্য ছয়টি স্নানকক্ষ সংযুক্ত পারিবারিক আবাসে রূপান্তরিত করা হবে।

এইসব উন্নয়ন আশ্রমের পরিকাঠামো উন্নত করতে প্রভূত সাহায্য করবে — প্রশস্ত বাসস্থানের ব্যবস্থা, সুন্দর আসবাবপত্র, প্রশস্ত স্নানাগার, উন্নত অফিসবাড়ি সহ বাড়তি সুবিধা থাকবে।

আনুমানিক খরচ

উপর্যুক্ত উন্নতিবিধানে আনুমানিক ₹ ৪ কোটি খরচ হবে। আপনাদের অর্পিত উদার দানরাশি এই আশ্রমে আগত ভক্তগণকে উচ্চতর আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভে সাহায্য করবে।

এই শেয়ার করুন