বিশ্বাসের অমোঘ শক্তি প্রসঙ্গে পরমহংস যোগানন্দ

২৪ জুন, ২০২৪

পরমহংস যোগানন্দের আলোচনা ও লেখা থেকে…

বিশ্বাস অর্থাৎ সম্পূর্ণ আস্থা — স্বজ্ঞাত প্রত্যয়, আত্মজ্ঞান, যে একমাত্র ঈশ্বরই বাস্তব এবং তাঁর সাহায্যের প্রবাহ মানবজীবনে সদাই লভ্য।

বিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিরুদ্ধ চিন্তা আর সন্দেহ দ্বারা ঐশ্বরিক ক্ষমতার গ্রহণযোগ্যতা রুদ্ধ হয়ে যায়। অনুশীলনের দ্বারা বিশ্বাস বৃদ্ধি পায়; তোমার বিশ্বাস থাকলে তুমি অনেক কিছু করতে পারো। দীর্ঘ সময় ধরে যদি কোনো এক ধারণা কে তুমি ধরে রাখতে পারো, আর বিরুদ্ধ প্রমাণ সহ বিরোধিতা করলে, বা সারা বিশ্ব একে অসম্ভব বললেও হাল না ছাড়ো; যদি তুমি মানুষের বিরুদ্ধ চিন্তার সঙ্গে যুদ্ধ করে আপন লক্ষ্যপথে এগিয়ে যেতে নিজস্ব ধারণায় অটল থাকো, তবে তা স্পষ্টত প্রতীয়মান হবে।

বিশ্বাসের শক্তি নিয়ে এগিয়ে চলো, এগিয়ে চলো! নিত্য ধ্যানাভ্যাসে তাঁকে কখনও ভুলতে পারবে না। প্রতিদিন নতুন নতুন দৃশ্য, নিত্যনবীন রূপে তাঁর উপস্থিতি তোমার নিকট উদ্ঘাটিত হবে। তাঁর শক্তিতে তুমি শক্তিমান হবে। দৃঢ়তার সঙ্গে এই সত্যকে স্বীকার করো; তোমার সত্ত্বার গভীরে শান্তভাবে একে নিমজ্জিত হতে দাও। জীবনীশক্তি নিয়ন্ত্রণের বিজ্ঞান ( ক্রিয়াযোগ )এর মাধ্যমে তুমি সেই সূক্ষ্ম শক্তিকে আয়ত্ত করলে, যার মাধ্যমে ঈশ্বর সৃষ্টি ও পালন করেন ; তাঁর সৃষ্টিরাজ্যের কর্তৃত্বের তুমিও অংশীদার হবে।

প্রতিকূল অবস্থার ধাক্কাকে অগ্রাহ্য করে বিশ্বাসের হাল ধরে থাকো। দুর্ভাগ্যের রোষানলের চেয়ে আরও বেশি রোষোদ্দীপ্ত হও, বিপদে হও দুঃসাহসী। এই নতুন বিশ্বাসের উদ্যম যত বেশি তোমায় প্রভাবিত করবে, তোমার দুর্বলতার প্রতি দাসত্ব সেই অনুপাতে হ্রাস পাবে।

আমাদের অনলাইন সাপ্তাহিক অনুপ্রেরণামূলক বক্তৃতামালার মে মাসে প্রকাশিত একটি অংশ “ঈশ্বরের পরিকল্পনার সঙ্গে আমাদের জীবনের সমন্বয়” বিষয়ক বক্তৃতায় ওয়াইএসএস / এসআরএফ প্রেসিডেন্ট, শ্রীশ্রী স্বামী চিদানন্দ গিরি জানালেন পরমহংস যোগানন্দের এই বিশ্ব সম্পর্কে এবং সেই সঙ্গে এক দুর্বার শক্তি সম্পর্কে ভবিষ্যদ্বাণী, যা আসে ইতিবাচক মনোভাবের সাথে বিশ্বাসকে ধরে রাখার ফলে। স্বামী চিদানন্দজির বক্তৃতার ছোটো এক সদ্য প্রকাশিত ভিডিওতে খুঁজে দেখুন, পরমহংসজির বিশ্ব সংক্রান্ত এই ভবিষ্যৎবাণী। আশা করি, এটি থেকে আপনি পেতে পারেন অনুপ্রেরণা ও অন্তর্দৃষ্টি।

এই শেয়ার করুন