যোগদা সৎসঙ্গ মহাবিদ্যালয় – রাঁচির ছাত্রছাত্রীরা বোর্ড পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে

১৩ই আগস্ট, ২০২৫

যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়া ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং উত্তরাখণ্ডে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করে, যা গুরুদেব শ্রীশ্রী পরমহংস যোগানন্দের মানবহিতৈষী আদর্শ দ্বারা পরিচালিত। এই সকল প্রতিষ্ঠান সমাজের সুবিধাবঞ্চিত শ্রেণির ছাত্রছাত্রীদের সেবা করার প্রচেষ্টা চালায় এবং এমন শিক্ষা প্রদান করে যা শিক্ষাগত উৎকর্ষ ও চরিত্র গঠন উভয়েরই পরিচর্যা করে।

আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে যোগদা সৎসঙ্গ মহাবিদ্যালয়, রাঁচির ইন্টারমিডিয়েট শাখার (১০+২) ছাত্রছাত্রীরা সাম্প্রতিক বোর্ড পরীক্ষায় অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে। আমাদের ছাত্রছাত্রীরা রাজ্যস্তরে বিশেষ সাফল্যের স্বীকৃতি অর্জন করে প্রশংসনীয় ফলাফল প্রদর্শন করেছে।

_DSC0527
মহাবিদ্যালয়ের শিক্ষক এবং পরিচালন সমিতির সদস্যদের সঙ্গে প্রতিভাবান ছাত্রছাত্রীরা।
  • কুম. মুসকান কুমারী (কমার্স) ৯৪.২% নম্বর পেয়ে রাঁচিতে প্রথম স্থান এবং রাজ্য মেধা তালিকায় পঞ্চম স্থান অর্জন করেছে। সাধারণ এক পরিবার থেকে উঠে আসা সেই ছাত্রী নীরব শৃঙ্খলা ও দৃঢ় সংকল্পের মাধ্যমে আর্থিক সংকট অতিক্রম করেছে। তার এই সাফল্য, স্থানীয় সংবাদমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে, যা একাগ্র প্রচেষ্টা শক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত। শীঘ্রই তাকে রাঁচির ডেপুটি কমিশনার, শ্রদ্ধেয় শ্রী মঞ্জুনাথ ভজনত্রি কর্তৃক সংবর্ধিত করা হবে।
  • কুম. কাব্য কৌশিকী (কমার্স) ৯৩.২% নম্বর পেয়ে রাঁচিতে তৃতীয় এবং রাজ্যস্তরে সপ্তম স্থান অর্জন করেছে যা নিরন্তর কঠোর পরিশ্রমের ফলস্বরূপের দৃষ্টান্ত।

স্বামী নিশ্চলানন্দ শীর্ষস্থানাধিকারীদের সংবর্ধিত করছেন।

এই সাফল্য আমাদের অধ্যাপকদের নিবেদিতপ্রাণ পথনির্দেশনার ফল, আমাদের প্রতিষ্ঠানের অনুকূল শিক্ষার পরিবেশ এবং—সবার উপরে — গুরুদেবের প্রেম এবং আশীর্বাদ। আমরা আন্তরিক অভিনন্দন জানাই আমাদের সকল ছাত্রছাত্রীকে যারা মেধা তালিকায় স্থান অর্জন করেছে এবং গভীর কৃতজ্ঞতা জানাই আমাদের কর্মীবৃন্দকে, যাঁরা চরিত্র, সেবা ও আধ্যাত্মিক মূল্যবোধনির্ভর শিক্ষার মহৎ উদ্দেশ্যকে এগিয়ে নিয়ে যেতে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন।

সংবাদপত্রের টুকরো খবর:

এই শেয়ার করুন