যোগদা সৎসঙ্গ সোসাইটি অব ইন্ডিয়া/সেল্ফ-রিয়লাইজেশন ফেলোশিপ-এর অধ্যক্ষ ও আধ্যাত্মিক প্রধান স্বামী চিদানন্দ গিরি, ১৯২৫-এ লস অ্যাঞ্জেলস-এর মাউন্ট ওয়াশিংটনের শীর্ষে পরমহংস যোগানন্দ প্রতিষ্ঠিত সেল্ফ-রিয়লাইজেশন ফেলোশিপ আন্তর্জাতিক সদর দফতরের শতবর্ষ উদযাপন উপলক্ষে এক বিশেষ বক্তৃতা প্রদান করেন।
ভালোবেসে তিনি এটির নাম দিয়েছিলেন এসআরএফ মাদার সেন্টার, যোগানন্দজি দ্বারা প্রতিষ্ঠিত এই স্থানটি এসআরএফ সন্ন্যাসীদের জন্য প্রশিক্ষণকেন্দ্র এবং প্রাচীন ক্রিয়াযোগ বিজ্ঞানের বিশ্বব্যাপী প্রচারের প্রশাসনিক কেন্দ্রের জন্য গড়ে উঠেছিল।
১৯৩৬-এ মাদার সেন্টারে অনুষ্ঠিত এক ভক্তিমূলক অনুষ্ঠানে তিনি প্রার্থনা করেছিলেন: “হে পরমপিতা… আমাদের আশীর্বাদ কর যেন তোমার প্রতি আমাদের ভালোবাসার মাধ্যমে আমরা মাউন্ট ওয়াশিংটনকে পৃথিবীর এক স্বর্গে রূপান্তরিত করতে পারি…। যেন তোমাকে খুঁজতে আসা প্রত্যেকের হৃদয়ে একটি সুবহ স্বর্গ প্রতিষ্ঠিত হয়।”
স্বামী চিদানন্দজির সঙ্গে এই বিশেষ অনুষ্ঠানটি লস অ্যাঞ্জেলস এসআরএফ-এর আন্তর্জাতিক সদর দফতর থেকে সরাসরি সম্প্রচারিত হয়েছিল।
















