প্রতি বছর ক্রিসমাস-এর সময়ে স্বর্গলোক থেকে পৃথিবীর দিকে খ্রিস্ট-প্রেম ও আনন্দের স্পন্দন স্বাভাবিকের তুলনায় আরও শক্তিশালী হয়ে প্রবাহিত হয়। জিশুর জন্মের সময় যে অনন্ত আলোক পৃথিবীতে বিকশিত হয়েছিল, সেই আলোয় তখন আকাশমণ্ডল পূর্ণ হয়ে ওঠে। যাঁরা ভক্তি ও গভীর ধ্যানের মাধ্যমে এই সুরের সঙ্গে সমন্বিত হন, তাঁরা খ্রিস্ট জিশুর মধ্যে বিদ্যমান সর্বব্যাপী চেতনার রূপান্তরকারী স্পন্দনকে এক বিস্ময়কর ও স্পষ্টভাবে অনুভবযোগ্য উপায়ে অনুভব করেন।
— পরমহংস যোগানন্দ
জিশু খ্রিস্টের জন্মকে সম্মান জানাতে ক্রিসমাসের এই পবিত্র দিনে, ওয়াইএসএস-এর একজন সন্ন্যাসীর পরিচালনায় ডিসেম্বর ২৫, বৃহস্পতিবার একটি বিশেষ অনলাইন ধ্যান অনুষ্ঠিত হয়েছিল।
অনুষ্ঠানে অন্তর্ভুক্ত ছিল উদ্বোধনী প্রার্থনা ও ভক্তিগীত, এরপর কিছু প্রেরণাদায়ক পাঠ এবং নীরব ধ্যানের একটি পর্ব। অধিবেশনটি শেষ হয় অন্যদের জন্য প্রার্থনা ও পরমহংস যোগানন্দের আরোগ্যকারী প্রক্রিয়ার অনুশীলন, ও পরে সমাপনী প্রার্থনা দিয়ে শেষ হয়।
ওয়াইএসএস আশ্রম, কেন্দ্র এবং মণ্ডলীতে ক্রিসমাস উপলক্ষে স্মারক ধ্যানের আয়োজন করা হয়েছিল। আপনার নিকটবর্তী ধ্যানকেন্দ্র জানতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন।
ওয়াইএসএস/এসআরএফ-এর সভাপতি স্বামী চিদানন্দ গিরির ক্রিসমাস উপলক্ষে এক বিশেষ বার্তা
ক্রিসমাস উপলক্ষে ওয়াইএসএস/এসআরএফ-এর সভাপতি ও আধ্যাত্মিক প্রধান স্বামী চিদানন্দ গিরির একটি বিশেষ বার্তা পড়তে অনুগ্রহ করে নীচের বোতামে ক্লিক করুন।
এই পবিত্র উপলক্ষে আপনি যদি কোনো দান করতে ইচ্ছুক হন, তবে নীচে দেওয়া লিঙ্কের মাধ্যমে তা করতে পারেন। আপনার সহায়তা আন্তরিকভাবে কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করা হচ্ছে।
















