ওয়াইএসএস/এসআরএফ-এর অধ্যক্ষ স্বামীজির ভারত সফর — ২০২৫

(সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানের অন্তর্ভুক্ত)

YSS-SRF-President-Swami-Chidanandaji's-Upcoming-India.Tour-2025-Featured-Image

শুধুমাত্র বেঙ্গালুরু, চেন্নাই এবং আহমেদাবাদের অনুষ্ঠানের জন্য নিবন্ধন প্রয়োজন। আরও জানুন

স্বামীজির সফরের চিত্র দেখার জন্য অনুগ্রহ করে এখানে ক্লিক করুন।

আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়া/সেল্ফ-রিয়লাইজেশন ফেলোশিপ – এর পূজনীয় অধ্যক্ষ শ্রীশ্রী স্বামী চিদানন্দ গিরি ২০২৫-এর ফেব্রুয়ারি ও মার্চ মাসে ভারত ও নেপাল সফরে আসতে চলেছেন। এই সফরে স্বামীজি ভারতের চারটি বিশিষ্ট শহর (বেঙ্গালুরু , চেন্নাই, আমেদাবাদ ও নয়ডা) ও নেপালের কাঠমান্ডু শহরে যাবেন। এইসব স্থানে এক দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যা নিম্নে দেওয়া হল:

  • রবিবার, ফেব্রুয়ারি ২: বেঙ্গালুরু
  • রবিবার, ফেব্রুয়ারি ৯: চেন্নাই
  • রবিবার, ফেব্রুয়ারি ২৩: আমেদাবাদ
  • বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭: নয়ডা
  • শনিবার, মার্চ ১: কাঠমান্ডু

আমরা সাদরে স্মরণ করছি যে স্বামীজির ২০২৩-এর সফর আমাদের জন্য কতটা ফলপ্রসূ ও প্রেরণাদায়ক হয়েছিল, তাই তাঁর আসন্ন সফরের সাগ্রহ প্রত্যাশা আমাদের হৃদয় আনন্দে ভরিয়ে তুলছে। আমরা সকল ভক্তকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি।

para-ornament

লাইভ-স্ট্রিম অনুষ্ঠান

আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে স্বামী চিদানন্দজির ২৩শে ফেব্রুয়ারি ও ২৭শে ফেব্রুয়ারির যথাক্রমে আহমেদাবাদ এবং নয়ডা সফর সরাসরি সম্প্রচার করা হবে। আরও বিবরণ বিশদে নীচে দেওয়া হল।

যারা নির্ধারিত সময়ে যোগ দিতে পারছেন না, এই অনুষ্ঠানগুলি পরবর্তীতে দেখার জন্য উপলব্ধ থাকবে।

আহমেদাবাদ

রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫

সকাল ১০:০০ থেকে দুপুর ১:০০ (ভারতীয় সময়)

বিশেষ দীর্ঘ সময়ব্যাপী ধ্যান
স্বামী চিদানন্দজির সাথে

আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ওয়াইএসএস/এসআরএফ -এর অধ্যক্ষ ও আধ্যাত্মিক প্রধান শ্রীশ্রী স্বামী চিদানন্দ গিরি, ২০২৫-এ তাঁর ভারত সফরের অন্তর্গত আহমেদাবাদে এক বিশেষ তিন ঘণ্টাব্যাপী ধ্যানের নেতৃত্ব দেবেন।

স্বামী চিদানন্দজি ভারত ও বিশ্বে ওয়াইএসএস /এসআরএফ-এর ভক্তবৃন্দ ও বন্ধুদের ধ্যানের মাধ্যমে শান্তি ও আনন্দের অভিজ্ঞতা লাভের নির্দেশনা দেবেন, যা পরমহংস যোগানন্দজির শিক্ষার সারকথা।

রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫

সন্ধ্যা ৬:৩০ থেকে ৭:৩০ (ভারতীয় সময়)

স্বামী চিদানন্দ গিরির সঙ্গে সৎসঙ্গ —
ধ্যান: দিব্য পরমানন্দ ও প্রাচুর্য লাভের পথ

ধ্যান দিব্য পরমানন্দলাভের এক পবিত্র প্রবেশদ্বার প্রদান করে, যা প্রশান্তি, আনন্দ ও সন্তুষ্টির আধ্যাত্মিক সম্পদ উদ্ঘাটিত করে । এই অভ্যন্তরীণ প্রাচুর্যের প্রতি জাগ্রত হলে, তার পরিণাম স্বাভাবিকভাবেই বহির্মুখে প্রবাহিত হয় এবং দৈহিক, মানসিক ও বস্তুগত মঙ্গলসাধন সহ আমাদের জীবনের সকল ক্ষেত্রকে সমৃদ্ধ করে।

এই শিক্ষাপ্রদ বক্তৃতায় যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়া /সেল্ফ-রিয়লাইজেশন ফেলোশিপ-এর অধ্যক্ষ ও আধ্যাত্মিক প্র্রধান শ্রীশ্রী স্বামী চিদানন্দ গিরি আমাদের বলবেন যে ধ্যান কীভাবে আমাদের দিব্য কৃপা ও শক্তির অসীম উৎসের সঙ্গে যুক্ত করে, যা থেকে অভ্যন্তরীণ শান্তি, শক্তি ও নিরাপত্তা প্রাপ্ত হয়। ঈশ্বরের সঙ্গে আমাদের অন্তরের সংযোগের প্রতি যত্নবান হলে, আমরা আবিষ্কার করি যে আধ্যাত্মিক সম্পদ কেবল আমাদের অন্তর্জীবনকে রূপান্তরিত করে না, তা আমাদের বহির্জীবনেও ভারসাম্য, স্পষ্টতা ও প্রাচুর্যরূপে প্রকটিত হয়।

নয়ডা

বৃহস্পতিবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫

সন্ধ্যা ৬:৩০ থেকে ৭:৩০ (ভারতীয় সময়)

স্বামী চিদানন্দ গিরির সৎসঙ্গ —
ধ্যানের মাধ্যমে আমাদের দিব্য সম্ভাবনা জাগ্রত করা

আমাদের প্রত্যেকের মধ্যেই অনন্ত সম্ভবনার আধার আছে, যা শুধু উপলব্ধির অপেক্ষায়। ধ্যান হল সেই চাবিকাঠি যা দিয়ে এই গুপ্তধন উদ্ঘাটিত করা যায়, আমাদের প্রকৃত সত্ত্বার উচ্চতম ভাব প্রকাশের দিকে যা আমাদের এগিয়ে নিয়ে যায়।

এই বক্তৃতায়, যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়া/সেল্ফ-রিয়লাইজেশন ফেলোশিপ-এর অধ্যক্ষ এবং আধ্যাত্মিক প্রধান শ্রীশ্রী স্বামী চিদানন্দ গিরি আন্তরিক এবং নিয়মিত ধ্যান অভ্যাসের দ্বারা কেমন করে নিজের অন্তরের দিব্য সম্ভাবনাকে জাগ্রত করা যায় সে বিষয়ে অন্বেষণ করবেন। দেহ, মন এবং আত্মার সমন্বয় সাধনের মাধ্যমে ধ্যান অন্তরের রূপান্তর এবং আধ্যাত্মিক উন্নতির এক পথ হিসেবে কাজ করে , আপনাদের উদ্দেশ্যপূর্ণ, শান্তি এবং আনন্দময় এক জীবনযাপনের ক্ষমতা প্রদান করে।

অনুষ্ঠানের বিবরণ

অনুষ্ঠানসূচি

রবিবার বেঙ্গালুরু (২ ফেব্রুয়ারি), চেন্নাই (৯ ফেব্রুয়ারি), ও আমেদাবাদ (২৩ ফেব্রুয়ারি):

  • সকাল ১0:00 থেকে দুপুর ১:০০ — দীর্ঘ সময়ব্যাপী ধ্যান
  • দুপুর ২:৩০ থেকে দুপুর ৩:৩০ — কীর্তন/ভিডিও -শো
  • বিকাল ৪:৩০ থেকে সন্ধ্যা ৬:০০ — ধ্যান
  • সন্ধ্যা ৬:৩০ থেকে ৭:৩০ — পূজনীয় অধ্যক্ষ স্বামীজির সৎসঙ্গ

নয়ডা (বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ):

  • বিকাল ৪:৩০ থেকে সন্ধ্যা ৬:০০ — ধ্যান
  • সন্ধ্যা ৬:৩০ থেকে ৭:৩০ — পূজনীয় অধ্যক্ষ স্বামীজির সৎসঙ্গ

কাঠমান্ডু (শনিবার, ১মার্চ):

  • বিকাল ৪:০০ থেকে ৫:০০ — ধ্যান
  • বিকাল ৫: ০০ থেকে সন্ধ্যা ৬: ০০ — পূজনীয় অধ্যক্ষ স্বামীজির সৎসঙ্গ
অনুষ্ঠানস্থল

অনুষ্ঠান স্থলগুলির ঠিকানা ও গুগল ম্যাপ লিংক নিম্নে দেওয়া হল:

বেঙ্গালুরু

The Royal Senate
Gate number 6, Palace Grounds
Jayamahal, Bengaluru
Karnataka – 560006

গুগল ম্যাপ লিংকyssi.org/PITblr

চেন্নাই

Sri Ramachandra Convention Center, 24/13A
South Avenue Road, Vasudeva Nagar
Thiruvanmiyur, Chennai
Tamil Nadu – 600041

গুগল ম্যাপ লিংক yssi.org/PITchn

আমেদাবাদ

Golden Glory Hall
Karnavati Club, Sarkhej – Gandhinagar Highway
Opposite Shalby Hospital, Spring Valley
Mumatpura, Ahmedabad
Gujarat – 380058

গুগল ম্যাপ লিংক yssi.org/PITamdbd

নয়ডা

যোগদা সৎসঙ্গ শাখা আশ্রম – নয়ডা
ParamahansaYogananda Marg
B-4, Sector 62
Noida – 201307
Dist. Gautam Buddha Nagar, Uttar Pradesh

গুগল ম্যাপ লিংক yssi.org/PITnoida

কাঠমান্ডু

Ullens School, Campus 1 (Covered hall)
Khumaltar, Lalitpur-15
Nepal

গুগল ম্যাপ লিংকyssi.org/PITnepal

নিবন্ধীকরণ

বেঙ্গালুরু, চেন্নাই ও আমেদাবাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য নিবন্ধীকরণ প্রয়োজনীয়। তবে, নয়ডা ও কাঠমান্ডুর অনুষ্ঠানের জন্য তা নয়।

দয়া করে জ্ঞাত হোন, যে বেঙ্গালুরু, চেন্নাই ও আমেদাবাদের অনুষ্ঠানের ক্ষেত্রে কেবল ওয়াইএসএস/এসআরএফ-এর ভক্তরাই নিবন্ধীকরণের যোগ্য ও ১২ বছরের নীচের শিশুদের এতে আসার অনুমতি নেই। তবে, নয়ডা ও কাঠমান্ডু সহ সকল স্থানের বৈকালিক অনুষ্ঠানে ভক্তদের সঙ্গে তাঁদের পরিবারের সদস্য ও বন্ধুরাও আসতে পারেন।

এখন নিবন্ধীকরণ শুরু হয়েছে!

নিবন্ধীকরণের মূল্য জন প্রতি ₹ ১০০০। এই মূল্যের মধ্যে আহারের দাম অন্তর্ভুক্ত। তবে, যাঁরা থাকার ব্যবস্থা গ্রহণ করতে চান, তাঁদের তার জন্য অতিরিক্ত মূল্য দিতে হবে, যা নির্ভর করছে তাঁরা কতদিন থাকতে চান, তার ওপর। থাকার মূল্য নিম্নে দেওয়া হল:

  • আমেদাবাদ: ₹ ৫০০ প্রতি জন প্রতি রাত্রি
  • বেঙ্গালুরু: ₹ ৮০০ প্রতি জন প্রতি রাত্রি
  • চেন্নাই: ₹ ৮০০ প্রতি জন প্রতি রাত্রি

নিবন্ধীকরণ মূল্য জমা দিতে কোনও অসুবিধা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।

para-ornament

আপনার ইচ্ছা থাকলে আপনি একাধিক স্থানের অনুষ্ঠানে যোগদান করতে পারেন। নিবন্ধীকরণ-পদ্ধতির বিস্তারিত বিবরণ নিম্নরূপ:

ভক্তদের পোর্টাল-এর মাধ্যমে অনলাইন নিবন্ধীকরণ:

দ্রুততর ও সহজতর নিবন্ধীকরণের জন্য, দয়া করে নিম্নলিখিত বোতামটি টিপে অনলাইন নিবন্ধন করুন।

ওয়াইএসএস-এর ‘হেল্প-ডেস্ক’-এর সাথে যোগাযোগ দ্বারা নিবন্ধন করান:

(০৬৫১) ৬৬৫৫ ৫৫৫ নম্বরে ফোন করে অথবা রাঁচি আশ্রমের ‘হেল্প-ডেস্ক’- এ ই-মেল করে নিম্নলিখিত তথ্য দিন:

  • আপনার পুরো নাম
  • বয়স
  • ঠিকানা
  • ইমেল
  • টেলিফোন নম্বর
  • ওয়াইএসএস পাঠমালার নিবন্ধন সংখ্যা (বা এসআরএফ- এর সদস্যক্রমের সংখ্যা)
  • আপনার প্রস্তাবিত আগমন ও প্রস্থানের তারিখ

আপনার মোবাইল বা ইমেল-এ যে মূল্য প্রদানের লিঙ্ক পাঠানো হবে, তার মাধ্যমে আপনি অর্থ প্রেরণ করতে পারবেন।

এসআরএফ-এর ভক্তদের জন্য নিবন্ধীকরণ:

আগ্রহী এসআরএফ-এর ভক্তদের ইমেল-এর মাধ্যমে ওয়াইএসএস-এর হেল্পডেস্ক-এর সঙ্গে যোগাযোগ করে উপরিউক্ত তথ্য দেওয়ার অনুরোধ করা হচ্ছে।

এসআরএফ-এর ভক্তদের এই অনুষ্ঠানে যোগদান করতে ও অনুষ্ঠানস্থলে আহারগ্রহণ করতে স্বাগত জানান হচ্ছে, তবে তাঁদের থাকার জন্য কোনও নিকটবর্তী হোটেলে নিজেদেরই ব্যবস্থা করে নিতে অনুরোধ করা হচ্ছে।

para-ornament

দয়া করে জ্ঞাত হোন:

  • নিবন্ধীকরণ সম্পূর্ণ হলে, আপনি ইমেল বা এসএমএস-এর মাধ্যমে একটি অনুমোদন বার্তা পাবেন । এই ধরণের কোনও সূচনা না পেলে, দয়া করে (০৬৫১) ৬৬৫৫ ৫৫৫ নম্বরে ফোন করে বা [email protected].-এই আই.ডি. তে ইমেল করে ওয়াইএসএস রাঁচি হেল্পডেস্ক-এর সঙ্গে যোগাযোগ করুন।
  • ‘আগে এলে আগে পাবে’ নীতি: বিভিন্ন অনুষ্ঠানস্থলে বাসস্থান সীমিত থাকার কারণে, বাসস্থানের জন্য আবেদন সহ যে সব নিবন্ধন-অনুরোধ জমা পড়বে, তাদের মধ্যে ‘আগে এলে আগে পাবে’ নীতির ভিত্তিতে তা অনুমোদন করা হবে।
  • যদি আপনার নিবন্ধীকরণ অনুমোদিত হয় কিন্তু আপনি যোগদান করতে অসমর্থ হন, তাহলে নিবন্ধন-মূল্য ফেরত দেওয়া যাবে না বা তা অপরের নামে হস্তান্তর করা যাবে না।
থাকার ব্যবস্থা

বেঙ্গালুরু, চেন্নাই ও আমেদাবাদে থাকার ব্যবস্থা

বেঙ্গালুরু, চেন্নাই ও আমেদাবাদের এক দিনব্যাপী অনুষ্ঠানের জন্য ভক্তরা ঠিক আগের দিন সন্ধ্যাবেলায় এসে পৌঁছোতে পারবেন ও অনুষ্ঠান শেষ হওয়ার পর পরের দিন সকাল পর্যন্ত থাকতে পারবেন। এই স্থানগুলিতে থাকার জন্য অতিরিক্ত মূল্য লাগবে, যা আপনি কতদিন থাকবেন তার ওপর নির্ভর করবে। (উপরিউক্ত ‘নিবন্ধীকরণ’ বিভাগে তা বলা হয়েছে)।

নয়ডা ও কাঠমান্ডুতে থাকার ব্যবস্থা

যাঁরা এই অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে নয়ডা আশ্রমে থাকতে চান, দয়া করে নয়ডা আশ্রমের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন, কারণ থাকার জায়গা সীমিত। একই ভাবে, আপনি যদি কাঠমান্ডুর অনুষ্ঠানে যোগদান করতে চান, তাহলে কাঠমান্ডু কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করুন। নয়ডা ও কাঠমান্ডু কেন্দ্রের সঙ্গে যোগাযোগ সংক্রান্ত তথ্য নিম্নে দেওয়া হল।

যোগদা সৎসঙ্গ শাখা আশ্রম – নয়ডা
Paramahansa Yogananda Marg
B-4, Sector 62
Noida – 201307
Dist. Gautam Buddha Nagar, Uttar Pradesh

ফোন নং : ৯৮৯৯৮১১৮০৮, ৯৮৯৯৮১১৯০৯,
(০১২০) ২৪০০৬৭০, (০১২০)২৪০০৬৭১

ইমেল : [email protected]

পরমহংস যোগানন্দ ধ্যান সমাজ নেপাল (পিওয়াইডিএসএন) — কপুন্ডোল
Kathmandu, Nepal
Kopundole

ফোন নং : (+৯৭৭) ৫৪৫২৮৩৭, (+৯৭৭) ৫৪২৩৬১০, (+৯৭৭) ৫৪২০১৮৩,
(+৯৭৭) ৯৮৫১০৮৪৩২৫, (+৯৭৭) ৯৮০১০৩৯৬৬৭, (+৯৭৭)৯৮০১০০৯১৩১

ইমেল : [email protected]

দয়া করে জ্ঞাত হোন:

  • ‘আগে এলে আগে পাবে’ নীতি: বিভিন্ন অনুষ্ঠানস্থলে বাসস্থান সীমিত থাকার কারণে, বাসস্থানের জন্য অবেদন সহ যে সব নিবন্ধন-অনুরোধ জমা পড়বে, তাদের মধ্যে ‘আগে এলে আগে পাবে’ নীতির ভিত্তিতে অনুমোদন করা হবে।
  • পুরুষ ও মহিলাদের পৃথক বাসস্থান প্রদান করা হবে। তবে একাধিক জনকে একই ঘরে থাকতে হবে। দয়া করে একই পরিবারের একাধিক সদস্য এলে, তাঁরা সেই অনুযায়ী পরিকল্পনা ও গোছগাছ করবেন।
  • যে ভক্তদের থাকা বা আহার সংক্রান্ত বিশেষ প্রয়োজন আছে, তাঁরা দয়া করে নিজের মতো আপন ব্যবস্থা করে নিন। নিকটবর্তী হোটেলের তালিকা নিম্নে দেওয়া হল।

নিবন্ধীকরণ ও জিজ্ঞাসার জন্য যোগাযোগের তথ্য

যোগদা সৎসঙ্গ শাখা মঠ – রাঁচি
পরমহংস যোগানন্দ পথ
রাঁচি – ৮৩৪০০১
ঝাড়খন্ড।

ফোন নং: (০৬৫১) ৬৬৫৫ ৫৫৫
(সোমবার থেকে শনিবার, সকাল ৯:৩০ থেকে বিকাল ৪:৩০)

ইমেল: [email protected]

নতুন আগ্রহী

পরমহংস যোগানন্দ এবং তাঁর শিক্ষা সম্পর্কে আরও জানতে আপনারা নীচের লিঙ্কগুলিতে অন্বেষণ করতে পারেন:

এই শেয়ার করুন