যতক্ষণ পর্যন্ত না মানুষ ঈশ্বরে সুদৃঢ়ভাবে আবদ্ধ হয় , ততক্ষণ তার আচরণ একেবারেই নির্ভরযোগ্য হয় না। তুমি যদি এখন থেকেই আধ্যাত্মিক উন্নতির চেষ্টা শুরু কর, তাহলে ভবিষ্যতে তোমার সর্ব বিষয়েই উন্নতিলাভ হবে, তা জেনে রেখো।
— স্বামী শ্রীযুক্তেশ্বর
ওয়াইএসএস/এসআরএফ পথের ভক্তদের পরমগুরু স্বামী শ্রীযুক্তেশ্বর, যিনি “জ্ঞানাবতার” বা “জ্ঞানের অবতার” রূপে সম্মানিত। স্বামী শ্রীযুক্তেশ্বরের মহাসমাধির এই শুভ উপলক্ষ্যে, ওয়াইএসএস সন্ন্যাসী দ্বারা একটি বিশেষ অনলাইন স্মারক ধ্যান পরিচালিত হয়েছিল। এই আধ্যাত্মিক উন্নতির অনুষ্ঠানটি রবিবার, ৯ই মার্চ অনুষ্ঠিত হয়েছিল এবং এতে কীর্তন, অনুপ্রেরণামূলক পাঠ এবং ধ্যান অন্তর্ভুক্ত ছিল।
এই উপলক্ষ্যে বিভিন্ন আশ্রম, কেন্দ্র ও মণ্ডলীতেও ব্যক্তিগতভাবে স্মারক অনুষ্ঠান পরিচালিত হয়েছিল।
এই বিশেষ উপলক্ষ্যে, আপনি যদি গুরু-প্রণামী বা দান করতে চান, আপনি অনলাইনে তা করতে পারেন। আপনার উদার অবদান কেবল আপনাকে অশেষ আশীর্বাদ প্রদান করবে তাই নয় বরং ওয়াইএসএস/এসআরএফ গুরুকুলের ক্রিয়াযোগ শিক্ষাকে ছড়িয়ে দিতে সহায়তা করবে।
















