
মানসপটে পশ্চিমী এই লোকেদের মুখের চলমান পরিদৃশ্য থেকে ধারণা হল “আরে এ তো আমেরিকা, এরা নিশ্চয়ই আমেরিকান!”
আমার রাঁচি বিদ্যালয়ের ভাঁড়ার ঘরে কতকগুলো ধুলোমাখা বাক্সর পিছনে বসে ধ্যানে ডুবে আছি। সেই ব্যস্ত সময়ে ছাত্রদের সাথে ব্যক্তিগত স্থান খুঁজে পাওয়া বেশ কঠিন ছিল!
দর্শন তখনো ভাঙেনি; এক বিরাট জনতা আমার মুখের দিকে আগ্রহের সঙ্গে তাকাতে তাকাতে আমার জ্ঞানমঞ্চে অভিনেতাদের মতো একে একে চলে যেতে লাগল।
গুদামঘরের দরজা খুলে গেল; সাধারণত যেমনটা হয়, একজন তরুণ ছাত্র আমার লুকানোর জায়গা খুঁজে পেয়েছিল।
“এখানে এসো, বিমল,” আমি আনন্দের সঙ্গে বললাম। “তোমার জন্য একটি খবর আছে: ঈশ্বর আমাকে আমেরিকায় যাবার জন্য ডাকছেন!”
১৯৫০-এর দশকে, এই দর্শনকে স্মরণ করে সেই স্থানে একটি ছোটো ধ্যান মন্দির নির্মিত হয়, যা যোগানন্দজিকে তাঁর বিশ্বব্যাপী মিশনে পশ্চিমে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করেছিল। এই মন্দিরটি ১৯৬০-এর দশকে এবং পরবর্তীতে ১৯৮০-র দশকে পুনঃনির্মাণ করা হয়।
যোগানন্দজির ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে, শ্রী দয়ামাতাজি এই পবিত্র স্থানে একটি বিশেষ মন্দির স্থাপন করতে চেয়েছিলেন, যা যোগানন্দজির প্রতি একটি উপযুক্ত শ্রদ্ধাঞ্জলি হবে।
যোগানন্দজির জন্মদিনে ১৯৯৩-তে প্রাক্তন ওয়াইএসএস ধর্মাচার্য,স্বামী ভবানন্দ গিরি স্মৃতি মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এই ঐতিহাসিক প্রকল্পের জন্য রাজস্থানের অভিজ্ঞ কর্মীদের একটি দলকে ডাকা হয়েছিল, তাদের কাজ ছিল মার্বেল পাথর থেকে গম্বুজ এবং স্তম্ভগুলো খোদাই করা। অন্তর্নিবদ্ধ কাজের জন্য অভিজ্ঞ অন্য একটি দলের ওপর বেদী ও পদ্মফুল তৈরি করার দায়িত্ব ছিল।
১৯৯৫-এর, ২২ মার্চ, যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়া (ওয়াইএসএস) প্রতিষ্ঠার ৭৮ তম বার্ষিকীতে, মহান গুরুর স্মরণে একটি সুন্দর স্মৃতি মন্দির সাদা মার্বেলে যোগদা সৎসঙ্গ শাখা মঠ, রাঁচিতে নির্মিত হয়েছিল। ১,২০০ জনেরও বেশি ভক্ত ও অতিথির উপস্থিতিতে, গুরুদেবের প্রত্যক্ষ শিষ্যদের অন্যতম স্বামী আনন্দময় গিরি স্মৃতি মন্দিরটি ব্যক্তিগত ধ্যানের জন্য উন্মুক্ত করেন। এই বিশেষ অনুষ্ঠানের স্মরণে, এক সপ্তাহব্যাপী স্মৃতি মন্দির সমর্পণ সংগমের আয়োজন করা হয়।
১৯৯৫-তে উৎসর্গের পর থেকে, স্মৃতি মন্দিরটি আধ্যাত্মিক গুরুত্ব এবং স্থাপত্যের সৌন্দর্যের জন্য ভক্তদের মনোযোগ আকর্ষণ করেছে, যারা বছরের পর বছর ধরে যোগদা সৎসঙ্গ শাখা মঠ, রাঁচিতে আসেন।
এই মন্দিরটি সারা দিন খোলা থাকে এবং এটি ভক্তদের এবং দর্শনার্থীদের ব্যক্তিগত ধ্যানের জন্য ব্যবহৃত হয়।