শ্রী কমল নয়ন বক্সী (১৯৩৮–২০২৫) স্মরণে

১১ই জুন, ২০২৫
২শিরোনামহীন-১

শ্রী কমল নয়ন বক্সী, ৩৫ বছরেরও বেশী সময় ধরে গুরুদেব পরমহংস যোগানন্দের প্রিয় ক্রিয়াবান শিষ্য ও ২০১২ সাল থেকে যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়া-র পরিচালকমণ্ডলীর সদস্য, ৬ই জুন সকালে প্রশান্তিপূর্ণভাবে তাঁর পার্থিব দেহ ত্যাগ করেন।


শ্রী বক্সীর প্রয়াণে ওয়াইএসএস এমন একজন মহৎ ভক্তকে হারাল যাঁর জীবন তাঁর দেশ ও তাঁর আধ্যাত্মিক পথের প্রতি অটল নিষ্ঠার দৃষ্টান্তস্বরূপ।


শ্রী কে. এন. বক্সী সুইডেন, নরওয়ে, ইরাক, অস্ট্রিয়া ও ইতালী সহ বহু দেশে ভারতের রাষ্ট্রদূত পদে আসীন ছিলেন। তাঁর কূটনৈতিক কর্মজীবন আমাদের দেশের প্রতি অসাধারণ কর্তব্যনিষ্ঠার এক নিদর্শনস্বরূপ। তিনি মর্যাদা ও সম্মানের সঙ্গে ভারতের আদর্শ ও আকাঙ্ক্ষাকে তুলে ধরার মাধ্যমে বিশ্বমঞ্চে এ দেশের মূল্যবোধকে সরব করেছিলেন। অবসরগ্রহণের পর শ্রী বক্সী অন্য এক আদর্শের প্রতি তাঁর জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নেন — তাঁর গুরুদেব পরমহংস যোগানন্দজির আধ্যাত্মিক লক্ষ্যের এক নিঃশব্দ, কিন্তু শক্তিশালী দূতের কাজে আত্মনিয়োগ করেন। ঠিক যেমন তিনি একসময় আমাদের দেশের বক্তব্যকে দেশের সীমানার বাইরে বহন করে নিয়ে যেতেন, তেমনই তিনি কেবল কথার মাধ্যমে নয়, তাঁর জীবনের মহৎ উদাহরণ দ্বারা গুরুদেবের আধ্যাত্মিক আদর্শকে অঙ্গীভূত ও প্রদর্শিত করতে লাগলেন।


সেবা ও ভক্তিকে জীবনের আদর্শ করে, শ্রী কে. এন. বক্সী বিভিন্ন ভূমিকায় ওয়াইএসএস-এ সেবাদান করেন — তেরো বছর ওয়াইএসএস এর পরিচালকমণ্ডলীর সদস্য থাকার সময় — ভারতের বিভিন্ন স্থানে গুরুদেবের কার্যের নানাবিধ প্রকল্প সংক্রান্ত জটিল সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করেন। নয়ডায় ওয়াইএসএস আশ্রমের উন্নয়নের কাজে তাঁর গুরুত্বপূর্ণ অবদান ছিল, যার মধ্যে নির্মাণকার্যের অগ্রগতির জন্য তিনি ব্যক্তিগতভাবে বিনিয়োগ করেছিলেন। পরবর্তীকালে, নয়ডা আশ্রমের প্রশাসনিক সমিতি ও ওয়াইএসএস-এর পরিচালকমণ্ডলীর সদস্য থাকাকালীন তিনি আশ্রমের সুষ্ঠু পরিচালনায় সহায়তা করেন। শ্রী বক্সী ছাত্রীদের জন্য বৃত্তি প্রদানের সূচনা করেন ও নবম থেকে দ্বাদশ শ্রেণীর দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের জন্য নয়ডা আশ্রমে কোচিং ক্লাস-এর প্রবর্তন করেন। এই দুই উদ্যোগের ফলে আজও বহু ছাত্রছাত্রী উপকৃত হয়ে চলেছে ও তাদের মধ্যে অনেকে পেশাগত বিষয়ে ভর্তি হতে সমর্থ হয়েছে। তিনি নয়ডা আশ্রমে দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যা এখন প্রতি বছর হাজার হাজার অভাবগ্রস্ত রোগীর সেবা করে থাকে।


শীঘ্রই শ্রী কে. এন. বক্সীকে শ্রদ্ধা জানাতে ওয়াইএসএস নয়ডা আশ্রমে এক স্মরণ-সভার আয়োজন করা হবে।


আসুন, আমরাও ধ্যানের সময় শ্রী বক্সীর বিদেহী আত্মা ও তাঁর পরিবারের শোকাহত সদস্যদের উদ্দেশ্যে ভালোবাসা ও প্রার্থনা প্রেরণ করি।

এই শেয়ার করুন