সন্ন্যাসী দ্বারা পরিচালিত ধ্যান ছাড়াও আমরা ওয়াইএসএস অনলাইন ধ্যানকেন্দ্রের সাপ্তাহিক ক্যালেন্ডারে ভক্তবৃন্দ পরিচালিত ধ্যান কার্যক্রম প্রদান করি।
সময়সূচী
প্রতিটি ধ্যান শক্তি সঞ্চারক ব্যায়ামের দলগত অভ্যেসের সঙ্গে শুরু হবে, তারপর প্রারম্ভিক প্রার্থনা, আধ্যাত্মিক দিনলিপি থেকে পাঠ, ভজন এবং নীরব ধ্যানের একটি পর্যায়। তারপর এটি পরমহংস যোগানন্দজি প্রবর্তিত আরোগ্যকারী প্রক্রিয়া অভ্যাস এবং একটি সমাপ্তি প্রার্থনার দ্বারা শেষ হবে। দয়া করে খেয়াল রাখবেন প্রতিটি ধ্যানের সময় ভজন ইংরেজিতে এবং যে ভাষায় ধ্যান পরিচালিত হবে সেই ভাষাতেই পরিবেশিত হবে।
ইংরেজি: সন্ধ্যে ৬:১০ – ৭:৩০ পর্যন্ত
মঙ্গলবার ও দীর্ঘ সময়ব্যাপী ধ্যানের দিন বাদ দিয়ে প্রতিদিন।***
হিন্দি: সন্ধ্যে ৫:১০-৬:৩০ পর্যন্ত
মঙ্গলবার ও দীর্ঘ সময়ব্যাপী ধ্যানের দিন বাদ দিয়ে প্রতিদিন।***
তামিল: সন্ধ্যে ৬:১০-৭:৩০ পর্যন্ত
প্রতি মাসের প্রথম এবং তৃতীয় সোমবার
*** দীর্ঘ সময়ব্যাপী ধ্যানের সময়সূচি জানার জন্য দয়া করে নিম্নের বিভাগ দেখুন
দুই ঘন্টা ধ্যান:
ছয় ঘণ্টার ধ্যান:
ইংরেজি: দুপুর ২:১০ থেকে সন্ধ্যা – ৮: ৩০ পর্যন্ত
প্রতি মাসের তৃতীয় শনিবার
দীর্ঘ সময়ব্যাপী ধ্যানের রীতি:
শক্তিসঞ্চারক ব্যায়ামের সমবেত অনুশীলন দিয়ে দীর্ঘ সময়ব্যাপী ধ্যান আরম্ভ হবে, এর পর প্রারম্ভিক প্রার্থনা, অনুপ্রেরণাদায়ী পাঠ ও ভক্তিগান হবে ও ৩০ থেকে ৫০ মিনিটের নীরব ধ্যান হবে। তারপর এটি পরমহংস যোগানন্দজি প্রবর্তিত আরোগ্যকারী প্রক্রিয়ার অভ্যাস এবং একটি সমাপ্তি প্রার্থনার দ্বারা শেষ হবে।
দয়া করে মনে রাখবেন যে সব দিন সন্ন্যাসী পরিচালিত বিশেষ অনুষ্ঠান থাকবে সেদিন এই অনলাইন ধ্যান পরিচালনা করা হবে না।
আপনারা যদি বুঝতে না পারেন দয়া করে “অনলাইন ধ্যানে কিভাবে অংশ নিতে হয়” দেখে নিন।

আপনি আরও দেখে নিতে পারেন: