পরমহংস যোগানন্দ জন্মোৎসব
স্মারক ধ্যান এবং বক্তৃতা

(ওয়াইএসএস সন্ন্যাসী দ্বারা ইংরেজিতে)

রবিবার, ৫ই জানুয়ারি, ২০২৫

সকাল ৬:৩০

– সকাল ৮:৩০

(ভারতীয় মান সময়)

অনুষ্ঠানের রূপরেখা

প্রকৃত প্রেম পবিত্র এবং পবিত্র প্রেমই হল আনন্দ। ঈশ্বর লাভের জ্বলন্ত বাসনা নিয়ে আপনি যত ধ্যান করবেন, আপনার হৃদয়ে সেই প্রেম ততই অনুভব করবেন। তখনই আপনি জানতে পারবেন প্রেমই আনন্দ এবং আনন্দই ঈশ্বর।

— পরমহংস যোগানন্দ

৫ই জানুয়ারি পরমহংস যোগানন্দের আবির্ভাব দিবস (জন্ম বার্ষিকী), যিনি ১৮৯৩-তে ভারতবর্ষের গোরখপুরে ভগবতী ঘোষ ও জ্ঞানপ্রভা ঘোষের পুত্র রূপে জন্মগ্রহণ করেন, এবং তাঁর নাম দেওয়া হয় মুকুন্দলাল ঘোষ। এমনকি জন্মের আগেই তাঁর জ্ঞানদীপ্ত গুরুকুল ভবিষ্যৎবাণী করেছিলেন যে তিনি ভারতের পবিত্র ধ্যানযোগ বিজ্ঞান পাশ্চাত্যে প্রচার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

আমাদের প্রিয় গুরুদেব শ্রীশ্রী পরমহংস যোগানন্দের এই পবিত্র জন্মোৎসব স্মরণ উপলক্ষ্যে যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে রবিবার, ৫ই জানুয়ারি, সকাল ৬:৩০ থেকে ৮:৩০(আইএসটি) পর্যন্ত ইংরেজি ভাষায় ওয়াইএসএস সন্ন্যাসী পরিচালিত একটি বিশেষ অনলাইন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে ছিল প্রার্থনা, বন্দনা গান, পাঠ এবং ধ্যান ও তার পরবর্তী একটি বক্তৃতা।

পরমহংসজির জন্মোৎসব দেশজুড়ে আমাদের সমস্ত আশ্রম ,ধ্যান কেন্দ্র ও মন্ডলীতে সেই প্রেমাবতারের প্রতি ভালোবাসা, ভক্তি এবং আন্তরিক শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়েছিল।

সারা পৃথিবীতে জীবন পরিবর্তনকারী ক্রিয়াযোগ ধ্যানশিক্ষা আনয়নের জন্য এবং আধ্যাত্মিক যাত্রাপথে তাঁর পথনির্দেশ ও আশীর্বাদের জন্য প্রণামী নিবেদন করে এই দিন ভক্তরা প্রিয় পরমহংসজিকে তাদের শ্রদ্ধা জ্ঞাপন করেন। আপনিও যদি এই পবিত্র দান করতে চান, অনুগ্রহ করে নীচের বাটনে ক্লিক করুন।

নতুন আগ্রহী

যদি আপনি ওয়াইএসএস এবং পরমহংস যোগানন্দের শিক্ষায় নতুন আগ্রহী হন, নীচের লিঙ্কগুলিতে আপনারা অন্বেষণ করতে পারেন:

যোগী-কথামৃত

বিশ্বব্যাপী প্রশংসিত এক আধ্যাত্মিক শ্রেষ্ঠ রচনারূপে পরমহংসজি প্রায়ই মন্তব্য করতেন, “যখন আমি থাকব না এই বইটিই হবে আমার বার্তাবাহক।”

ওয়াইএসএস পাঠমালা

একটি ঘরে-বসে পাঠের পাঠমালা যা আপনার জীবনকে এমনভাবে রূপান্তরিত করে আপনি যা কখনোও কল্পনাও করেননি এবং আপনাকে এক সুশৃঙ্খল ও সফল জীবনযাপন করতে সহায়তা করে।

এই শেয়ার করুন