পরমহংস যোগানন্দের জীবনে ঈশ্বরপ্রেম ও মানবসেবার মহৎ আদর্শ পূর্ণরূপে বিকশিত হয়েছিল। পূর্ব ও পশ্চিমকে আধ্যাত্মিক বন্ধনে আবদ্ধ করতে, প্রতিটি হৃদয়ে দিব্য আকুলতা জাগ্রত করতে তিনি পৃথিবীতে এসেছিলেন। পদ্ধতিগতভাবে তিনি ছিলেন বাস্তবমুখী, তাঁর শিক্ষা ও জীবন একজন প্রকৃত ঈশ্বরভক্ত মহাপুরুষের উজ্জ্বল সাক্ষ্য বহন করে। চিরস্থায়ী আনন্দ অর্জনের জন্য, পরমাত্মার সঙ্গে আত্মার সচেতন যোগের অপরিহার্যতার উপর গুরুত্ব দিয়ে “সুস্থ দেহে সুস্থ মন” – এই নীতিকে তিনি আরও এক ধাপ এগিয়ে দিয়েছেন।
— “ইন মেমোরিয়াম” থেকে একটি উদ্ধৃতি: পরমহংস যোগানন্দ
৫ জানুয়ারি আমাদের প্রিয় গুরুদেব শ্রীশ্রী পরমহংস যোগানন্দের জন্মোৎসবের পবিত্র দিন হিসেবে পালিত হয়। ১৮৯৩-তে, গোরখপুরে এক ধর্মনিষ্ঠ বাঙালি পরিবারে মুকুন্দলাল ঘোষ-এর জন্ম হয়। সহস্রাব্দ পূর্বে ভারতে উদ্ভূত পবিত্র আধ্যাত্মিক বিজ্ঞান ক্রিয়াযোগের সার্বজনীন শিক্ষা ভারত তথা প্রতিবেশী দেশগুলিতে সহজলভ্য করতে, ১৯১৭-তে যোগদা সৎসঙ্গ সোসাইটি (ওয়াইএসএস) প্রতিষ্ঠার মাধ্যমে যোগানন্দ তাঁর জীবনের কর্মধারা শুরু করেন।
আমাদের পরমপ্রিয় গুরুদেব পরমহংস যোগানন্দজি-র জীবন-রূপান্তরকারী ক্রিয়াযোগ শিক্ষার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ, আমরা এই বছর তাঁর জন্মোৎসব উপলক্ষে দুটি বিশেষ অনলাইন অনুষ্ঠানের আয়োজন করছি। আমরা আপনাকে আপনার পরিবার ও বন্ধুদের সাথে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং এই পবিত্র দিনে অন্যান্য ঈশ্বরসন্ধানীদের সাথে একত্রে ধ্যান করার বিশেষ আশীর্বাদ লাভ করুন।
জন্মোৎসব ছয়-ঘণ্টা ব্যাপী ধ্যান
রবিবার, জানুয়ারি ৪, ২০২৬
সকাল ৯:৪০ – বিকাল ৪:০০ (ভারতীয় সময়)
জানুয়ারি ৪,রবিবার,ওয়াইএসএস সন্ন্যাসীদের দ্বারা পরিচালিত একটি ৬-ঘন্টার বিশেষ স্মারক ধ্যান অনুষ্ঠিত হবে। এই আধ্যাত্মিক উন্নীতকারী অনুষ্ঠানটি ওয়াইএসএস রাঁচি আশ্রম থেকে সরাসরি সম্প্রচার করা হবে এবং এতে ভক্তিগীতি, প্রেরণাদায়ক পাঠ এবং ধ্যান অন্তর্ভুক্ত থাকবে।
অনুগ্রহ করে মনে রাখবেন: এই অনুষ্ঠানটি শুক্রবার, জানুয়ারি ১৬, রাত ১০টা (ভারতীয় সময়) পর্যন্ত দেখার জন্য উপলভ্য থাকবে।
জন্মোৎসব স্মারক ধ্যান ও আলোচনা
সোমবার, জানুয়ারি ৫, ২০২৬
সকাল ৬:৩০ – সকাল ৮:৩০ (ভারতীয় সময়)
এই অনুষ্ঠানে কিছু সময় থাকবে ভজন ও ধ্যানের একটি পর্ব, এরপর ওয়াইএসএস-এর এক সন্ন্যাসী প্রকৃত গুরুর পথপ্রদর্শন এবং তাঁর আত্মমুক্তিদায়ক শিক্ষাবলী গ্রহণের আধ্যাত্মিক আশীর্বাদ বিষয়ে একটি প্রেরণামূলক ভাষণ প্রদান করবেন। অনুষ্ঠানটি ইংরেজিতে পরিচালিত হবে।
অনুগ্রহ করে মনে রাখবেন: এই অনুষ্ঠানটি শুক্রবার, জানুয়ারি ১৬, রাত ১০টা (ভারতীয় সময়) পর্যন্ত দেখার জন্য উপলভ্য থাকবে।
এই উপলক্ষে, ওয়াইএসএস আশ্রম, কেন্দ্র ও মণ্ডলিতে শ্রদ্ধা ও ভক্তির সাথে ব্যক্তিগত উপস্থিতিতে স্মারক অনুষ্ঠান পরিচালিত হবে। আপনার নিকটবর্তী ওয়াইএসএস কেন্দ্র থেকে এই অনুষ্ঠান সম্পর্কে বিশদে জানার জন্য আপনাকে আমন্ত্রণ জানাই।
এই পবিত্র দিনটি ভারত ও সমগ্র বিশ্বের সাথে জীবন-পরিবর্তনকারী ক্রিয়াযোগ শিক্ষা প্রদানের জন্য আমাদের প্রিয় পরমহংসজির প্রতি সহৃদয় কৃতজ্ঞতা নিবেদন করতে গুরুদেবের ভক্তদের বিশেষ সুযোগ এনে দেয়।
আপনি প্রণামী দিতে চাইলে, নীচে প্রদত্ত লিংকের মাধ্যমে করতে পারেন।
















