যোগদা সৎসঙ্গ দাতব্য চিকিৎসালয়ের উদ্বোধন

১৪ই জুলাই, ২০২৫

৮ই জুন, ২০২৫-এ, ওয়াইএসএস চেন্নাই আশ্রম পেরাম্বাক্কাম হাইওয়েতে আশ্রমের নিকটবর্তী মান্নুর গ্রামে “যোগদা সৎসঙ্গ দাতব্য চিকিৎসালয়” উদ্বোধন করেছে। মান্নুর ও পার্শ্ববর্তী অঞ্চলের বাসিন্দাদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে, এই চিকিৎসালয়টি সমাজসেবার ক্ষেত্রে আশ্রমের অবিচল প্রতিশ্রুতিরই সম্প্রসারণ করে।

ওয়াইএসএস সন্ন্যাসীদের পরিচালিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় ৭০ জন উপস্থিত ছিলেন, যার মধ্যে স্থানীয় কর্মকর্তাগণ, গ্রামের বাসিন্দা, ভক্তবৃন্দ এবং চিকিৎসকরা উপস্থিত ছিলেন। সন্ন্যাসীগণ, চিকিৎসক ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিক প্রদীপ প্রজ্বলন করেন। স্বামী শুদ্ধানন্দ একটি সংক্ষিপ্ত অনুপ্রেরণামূলক বক্তৃতা প্রদান করেন, যেখানে তিনি মানবসেবার গুরুত্বকে প্রাধান্য দিয়ে ওয়াইএসএস-এর লক্ষ্য ও আদর্শের ওপর আলোকপাত করেন। অনুষ্ঠানে উপস্থিত সকলেই প্রসাদ গ্রহণ করেন।

উদ্বোধন অনুষ্ঠানের পর প্রায় ৫০ জন স্থানীয় বাসিন্দা বিনামূল্যে রক্তচাপ ও রক্তে শর্করা পরিমাপের পরীক্ষা এবং তৎসহ সাধারণ স্বাস্থ্যপরামর্শ গ্রহণ করে উপকৃত হন।

প্রধান সড়কের ধারে সহজে পৌঁছোন যায় এমন স্থানে অবস্থিত এই চিকিৎসাকেন্দ্রে রোগীদের জন্য একটি আরামদায়ক অপেক্ষা কক্ষ, চিকিৎসকের ঘর এবং ওষুধ বিতরণ কেন্দ্র রয়েছে। বর্তমানে একজন সাধারণ চিকিৎসক সপ্তাহে পাঁচ দিন দুই ঘণ্টার জন্য চিকিৎসা প্রদান করবেন। পাশাপাশি, ইএনটি ও দন্ত চিকিৎসকদের মতো বিশেষজ্ঞরা মাসে একবার বিনামূল্যে চিকিৎসা প্রদান করবেন।

এই শেয়ার করুন