জন্মোৎসব আবেদন — ২০২৫

৪ঠা জানুয়ারী, ২০২৫

“গুরু বাক্য শ্রবণ করা এক কলা যা শিষ্যকে সর্বোত্তম লক্ষ্যের দিকে এগিয়ে দেয়। যদি ভক্তটি যোগ বিজ্ঞান এবং সাংখ্য বিচার সম্পর্কে কিছু নাও জানে এবং একজন স্বীকৃত কর্মযোগী হওয়ার জন্য নিজের কাজকর্ম থেকে নিজেকে যথেষ্ট পরিমাণে বিচ্ছিন্ন করতে নাও পেরে থাকে তবুও শুধুমাত্র পূর্ণ বিশ্বাসের সঙ্গে গুরুর শিক্ষাকে অনুসরণ করে সে মুক্তি লাভ করবে।”

— শ্রীশ্রী পরমহংস যোগানন্দ

আপনাদের সকলকে শ্রীশ্রী পরমহংস যোগানন্দের আবির্ভাব দিবসের (জন্ম বার্ষিকী) আন্তরিক শুভেচ্ছা জানাই । এই সময় আমরা সকলে আমাদের গুরুদেবের জীবন এবং প্রচারকার্যকে উদযাপন করার জন্য ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে একত্রিত হই, যার দিব্য উপস্থিতি বিশ্বজুড়ে বহু মানুষকে আশীর্বাদ করছে এবং তাদের জীবন বদলে দিচ্ছে। ক্রিয়াযোগ বিষয়ে তাঁর উদ্ঘাটনী শিক্ষার মাধ্যমে গুরুদেব ঈশ্বরের কাছে পৌঁছোনর কালজয়ী এক পথকে আলোকিত করেছেন, অগণিত ভক্তকে পরমাত্মার মধ্যে তাদের চিরন্তন আবাসের দিকে ফিরে যেতে অনুপ্রাণিত করেছেন।

গুরুদেবের কাজে সাহায্য করার একটি সুযোগ

আপনাদের উদার সহায়তার জন্য ধন্যবাদ, আমরা হাজার হাজার প্রকৃত আধ্যাত্মিক পথের অন্বেষীদের কাছে পৌঁছোতে পেরেছি। পরমহংসজির শিক্ষার আলো আরও উজ্জ্বল হয়েছে, দেশগত সীমা এবং ভাষাকে অতিক্রম করে অসংখ্য জীবনকে উদ্ভাসিত করেছে। এই বিস্তারের সঙ্গে যারা তাঁর জ্ঞানের মধ্যে শান্তি খুঁজে পেয়েছে তাদের আরও বর্দ্ধিত সেবাপ্রদানের এক পবিত্র দায়িত্ববোধ আমাদের মধ্যে আসে। গুরুদেবের কাজে সহায়তা করার এই পবিত্র উদ্দেশ্যে যোগ দেওয়ার জন্য আমরা আপনাদের আন্তরিক ভাবে আমন্ত্রণ জানাচ্ছি। একটি নতুন বছরে পদার্পণ করে আমরা আনন্দের সঙ্গে আমাদের সাফল্য এবং আমাদের ক্রমবর্ধমান আধ্যাত্মিক পরিবারকে সেবা করার লক্ষ্য আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি:

  • বিভিন্ন ভারতীয় ভাষায় প্রকাশনার মাধ্যমে পরমহংসজির ক্রিয়াযোগ শিক্ষা এবং জ্ঞান উপলব্ধ করা
  • ওয়াইএসএস সন্ন্যাসী দ্বারা ব্যক্তিগত ভাবে এবং অনলাইন অনুষ্ঠানের মধ্যে দিয়ে ভক্তদের আধ্যাত্মিক সহায়তা প্রদান করা
  • ওয়াইএসএস আশ্রমের রক্ষণাবেক্ষণ


এই কাজগুলি সম্পূর্ণ করতে আনুমানিক ১৫কোটি টাকা খরচ ধার্য করা হয়েছে। এই পবিত্র প্রচেষ্টায় আমরা আপনাদের উদার সাহায্যের জন্য অনুরোধ জানাচ্ছি।

আপনাদের সহায়তা গভীরভাবে সমাদৃত

আপনাদের উদার দানে, গুরুদেবের শিক্ষা ভারতবর্ষ ও পৃথিবীর অগণিত ভক্তদের কাছে পৌঁছোতে পেরেছে। আসুন আমরা একসঙ্গে এই পবিত্র ঐতিহ্যকে আগামী প্রজন্মের জন্য সংরক্ষণ এবং প্রসারিত করি। আপনাদের সহায়তা — প্রার্থনা, সেবা বা অর্থনৈতিক অনুদান যে কোনো মাধ্যমেই হোক না কেন গুরুদেবের প্রেম ও জ্যোতি পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে দেওয়ার জন্য তা গুরুত্বপূর্ণ।

আমরা, সন্ন্যাসী সম্প্রদায় ও অন্য সেবকরা যারা গুরুদেবের আশ্রমে সেবাপ্রদান করেন, আপনাদের প্রেম, প্রার্থনা এবং উদার অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং এই পবিত্র উপলক্ষ্যে আপনাদের জন্য শান্তি এবং আনন্দ কামনা করি।

গুরুদেবের ভালোবাসায়,
যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়া

নীচে পুরো আবেদনটি পড়ুন:

ক্রিয়াযোগের শিক্ষা এবং জ্ঞান বিভিন্ন ভারতীয় ভাষায় প্রকাশনার মাধ্যমে উপলব্ধ করা

পরমহংস যোগানন্দজির শিক্ষা সমগ্র পৃথিবীর অগণিত ভক্তদের অনুপ্রাণিত এবং তাদের উন্নতিসাধন করেছে, দিব্য অনুভবের এক পথ প্রদর্শন করেছে। আমরা এই পবিত্র শিক্ষা আরও বেশি ভাষায় প্রাপ্তব্য করতে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে গুরুদেবের এই মহতী শিক্ষা থেকে আরও অনেকে উপকৃত হতে পারেন। আমাদের অবিরত প্রচেষ্টা হল এই যে গুরুদেবের বার্তা যেন একটি নির্দিষ্ট ভাষার যতজন সম্ভব অন্বেষীদের কাছে পৌঁছোতে পারে যাতে তাঁরা তা বুঝতে ও তার আত্তীকরণ করতে পারেন।

গুরুদেবের প্রজ্ঞার আরও সম্প্রসারণ করা

ওয়াইএসএস পাঠমালার নতুন সংস্করণ

গুরুদেবের ইচ্ছে অনুসারে ২০১৯-এ ওয়াইএসএস পাঠমালার একটি নতুন বিস্তারিত সংস্করণ ইংরেজি ভাষায় প্রকাশিত হয়েছিল। আমরা সেই সংস্করণটি ইতিমধ্যেই হিন্দি, তামিল এবং তেলেগুতে উপলব্ধ করেছি, আরও অন্যান্য ভাষায় অনুবাদের কাজও এগোচ্ছে। ভক্তেরা উৎসাহের সঙ্গে আমাদের এই অনুবাদ প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে এই শিক্ষা তাঁদের নিজের ভাষায় উপলব্ধ করানোর জন্য তাঁদের কৃতজ্ঞতার কথা লিখে জানিয়েছেন।

“ওয়াইএসএস পাঠমালা যেন এক দিব্য মানচিত্র যা আমাকে নিজ আত্মার দিকে নির্দেশিত করে, এর প্রতিটি পৃষ্ঠা গুরুদেবের জ্ঞান এবং প্রেমে জীবন্ত। এই পবিত্র শিক্ষাকে আমাদের ভাষায় অনুবাদের জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ।”
– কে.এম.থিরুভাল্লুর, তামিলনাডু

সহায়ক উপাদান ও পাঠমালা অ্যাপ

পাঠমালার ছাত্রছাত্রীরা মূল্যবান সম্পূরক উপাদানও পেয়ে থাকেন যা গুরুদেবের শিক্ষাকে দৈনন্দিন জীবনে কাজে লাগাতে বাস্তব পথের নির্দেশ দিয়ে থাকে। এই সহায়কগুলি, যার মধ্যে আছে বিভিন্ন ভারতীয় ভাষায় সন্ন্যাসীদের দ্বারা পরিচালিত ধ্যান এবং ভিডিও ক্লাস, ভক্তদের আরও ভালো করে বুঝতে এবং ধ্যান প্রক্রিয়ার অভ্যাসে গভীরতা বাড়াতে সাহায্য করে।

“আশ্রম দূরে হওয়ায় নিজে গিয়ে সন্ন্যাসীদের দ্বারা বিস্তারিত ব্যক্তিগত পথনির্দেশ পাওয়া সমস্যা ছিল। আমার নিজের ভাষায় মন একাগ্র করার প্রক্রিয়া ভিডিও ক্লাসের মাধ্যমে দেখতে পাওয়া এক আশীর্বাদ স্বরূপ। এটি আমাকে স্বচ্ছতা প্রদান করেছে এবং এই প্রক্রিয়া আরও কার্যকরীভাবে উপলব্ধি ও অভ্যাস করতে সাহায্য করেছে।”
– টি.পি, কাকিনাড়া, অন্ধ্র প্রদেশ

আমরা ওয়াইএসএস পাঠমালা অ্যাপটি বিনামূল্যে দিচ্ছি, যাতে ভক্তেরা সহজে ডিজিটালভাবে পাঠমালা পাঠ করতে পারেন। এর মূল বিশেষত্ব হল টেক্সট টু স্পিচ সুবিধা যুক্ত উন্নত মানের ই-রিডার; সহায়ক পাঠমালার বিষয়ভিত্তিক অন্বেষণ করার সুবিধা, ওয়াইএসএস নিউজ এবং ব্লগ দেখতে পাওয়া এবং পরিচালিত ও অনলাইন ধ্যানে অংশগ্রহণ করার সুযোগ।

বই অনুবাদ

পাঠমালা ছাড়াও আমরা গুরুদেবের কালজয়ী আধ্যাত্মিক গ্রন্থ অটোবায়োগ্রাফি অফ এ য়োগি এবং অন্যান্য প্রকাশনাও বিভিন্ন ভারতীয় ভাষায় অনুবাদ করে চলেছি এবং মুদ্রণ, অডিও এবং ডিজিটাল মাধ্যমে উপলব্ধ করছি। ২০২৪-এ আমরা গুজরাটি ভাষায় অটোবায়োগ্রাফি অফ এ য়োগি — অডিওবুকটি প্রকাশ করি এবং বিভিন্ন ভাষায় আরও ১৬টি নতুন বই মুদ্রিত হয়েছে।

এই পবিত্র শিক্ষার বিস্তারের জন্য যথেষ্ট পরিমাণে অর্থনৈতিক সাহায্যের প্রয়োজন, যার মধ্যে আছে:

  1. ওয়াইএসএস পাঠমালার সদস্যতায় আরও ভর্তুকি দেওয়া যাতে প্রত্যেকে এই শিক্ষা পেতে সমর্থ হয়।
  2. গুরুদেবের বই আরও বেশি ভাষায় অনুবাদ এবং প্রকাশ।
  3. আজকের ডিজিটাল বিশ্বের ভক্তদের ক্রমবর্ধমান চাহিদা আরও ভালোভাবে পূরণের জন্যে প্রযুক্তির বিকাশ এবং উন্নতি সাধন করা।
ভাদোদরা, গুজরাটে সর্বসাধারণের জন্য একটি অনুষ্ঠানে অটোবায়োগ্রাফি অফ এ য়োগি-র গুজরাটি অডিওবুক সংস্করণ প্রকাশ

আপনাদের উদার সহযোগিতার জন্য ধন্যবাদ, এজন্য আমরা পাঠমালা এবং অন্যান্য সব বইয়ে যথেষ্ট পরিমাণ ভর্তুকি দিতে পেরে বাজারের দামের থেকে অনেক কম দাম রাখতে পেরেছি। আগামী বছরে আমাদের পরিকল্পনা আছে আরও কম দামে তাঁর শিক্ষা পরিবেশন করা, আমাদের বিশ্বাস গুরুদেবের জীবন পরিবর্তনকারী শিক্ষা যারা চাইছেন তাদের কাছে সহজলভ্য করে তোলার কাজে আমরা আপনাদের নিরন্তর সাহায্য পেতে থাকব।

ইংরেজি ভাষায় “দ্য য়োগা অফ ভগবদ গীতা” প্রকাশ
তেলেগুতে ই-বুক “হোয়ার দেয়ার ইজ লাইট” প্রকাশ
ভক্তদের আধ্যাত্মিক সহায়তা প্রদান করা

ওয়াইএসএস বিভিন্ন অনুষ্ঠান এবং কর্ম প্রচেষ্টার মধ্যে দিয়ে সমগ্র ভারতীয় উপমহাদেশের ভক্তদের সহায়তার অঙ্গীকারে অবিচল: 

সন্ন্যাসী পরিক্রমা, সঙ্গম এবং ক্রিয়া দীক্ষা

ওয়াইএসএস নয়ডা আশ্রমে সাধনা সঙ্গম
লুধিয়ানায় একটি সন্ন্যাসী পরিক্রমা চলাকালীন আনন্দিত মুখসকল

২০২৪-এ ওয়াইএসএস সন্ন্যাসীরা সারা ভারতবর্ষ এবং শ্রীলঙ্কায় ৫০টিরও বেশি শহর ভ্রমণ করেছেন, বক্তৃতা দিয়েছেন, ক্রিয়াযোগ দীক্ষা দিয়েছেন এবং আধ্যাত্মিক অনুষ্ঠানের আয়োজন করেছেন যা হাজার হাজার মানুষের হৃদয়কে স্পর্শ করেছে। এছাড়াও আমাদের রাঁচি, নয়ডা, দক্ষিণেশ্বর, চেন্নাই আশ্রম এবং ইগতপুরী সাধনালয়ে আমরা ২০টি সাধনা সংগম পরিচালনা করেছি যেখানে ৩৫০০ ভক্তকে গভীর আধ্যাত্মিক নবীকরণের জন্য গুরুদেবের শিক্ষায় নিমজ্জিত হতে চারদিনের অনুষ্ঠানের আয়োজন করেছি। আমাদের সন্ন্যাসীরা নয়ডা আশ্রমে ১০টি নিভৃতাবাস পরিচালনা করেছেন এবং পুরী ও ডিহিকাতেও নিভৃতাবাস পরিচালনা করেছেন।

অনলাইন অনুপ্রেরণামূলক অনুষ্ঠান

একটি অনলাইন অনুপ্রেরণাদায়ী অনুষ্ঠানে স্বামী শুদ্ধানন্দের বক্তৃতা

ব্যক্তিগত উপস্থিতি সহ অনুষ্ঠান আয়োজন করাই যদিও আমাদের মূল প্রচেষ্টা থাকে, কিন্তু যারা দূরত্ব, স্বাস্থ্য অথবা অন্য কোনো কারণে আমাদের এই ধরণের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন না তাদের কাছে পৌঁছোনর গুরুত্ব আমরা স্বীকার করি। ওয়াইএসএস সন্ন্যাসীরা নিয়মিতভাবে অনলাইন মঞ্চের মাধ্যমে তাদের কাছে পৌছোনর নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছেন। সাপ্তাহিক ধ্যান ছাড়াও ২০২৪-এ ভক্তরা যেখানেই থাকুন না কেন তাদের সহায়তার জন্য, ওয়াইএসএস ওয়েবসাইট এবং অনলাইন চ্যানেলের মাধ্যমে গুরুদেবের জীবন পরিবর্তনকারী “সম্যক জীবনযাপন” নীতির বিষয়ে ৩০টি বিশেষ অনুষ্ঠান ও বক্তৃতার আয়োজন করা হয়েছে।

নতুন বছরের বিশেষ অনুষ্ঠান

  • আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ এবং আধ্যাত্মিক প্রধান, স্বামী চিদানন্দজি, আগামী কিছু সপ্তাহের মধ্যেই ভক্তদের অনুপ্রাণিত এবং উন্নয়নের জন্য ভারত এবং নেপাল সফর করবেন। বেঙ্গালুরু, চেন্নাই, আহমেদাবাদ, নয়ডা এবং কাঠমান্ডুতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যেখানে ভক্তগণ তাঁর দর্শনলাভ এবং তাঁর মহৎ জ্ঞান ও বাস্তবসম্মত আধ্যাত্মিক পরামর্শ থেকে উপকৃত হওয়ার সুযোগ লাভ করবেন।
  • আমরা প্রয়াগরাজে পবিত্র কুম্ভমেলায় ভক্তদের স্বাগত জানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। ওয়াইএসএস শিবিরে তাদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা থাকবে। ওয়াইএসএস সন্ন্যাসীরা শিবিরে দলগত ধ্যান এবং সৎসঙ্গ পরিচালনা করবেন, ভক্তদের আধ্যাত্মিক উন্নতিসাধনকারী অভিজ্ঞতা প্রদান করবেন।

ওয়াইএসএস এই ধরণের সমস্ত অনুষ্ঠান এবং আধ্যাত্মিক অনুষ্ঠান এর মূল্য নামমাত্র রাখার চেষ্টা করে যাতে প্রত্যেকে এর সুযোগ নিতে পারে, আর সেই কারণেই এই ধরণের অনুষ্ঠান আয়োজন করার মোট খরচ বহনের জন্য আপনাদের সাহায্য গুরুত্বপূর্ণ।

আশ্রম রক্ষণাবেক্ষণ এবং ভক্তদের আতিথ্য

গুরুদেব ওয়াইএসএস আশ্রমকে দিব্য প্রশান্তি এবং আধ্যাত্মিক পুনর্জীবন লাভের আশ্রয়স্থলরূপে প্রত্যক্ষ করেছিলেন যেখানে ভক্তেরা শান্তি পাবেন, গভীর ধ্যান করবেন এবং সন্ন্যাসীদের থেকে আধ্যাত্মিক পথনির্দেশ লাভ করবেন। এই পবিত্র স্থানগুলি ভক্তদের জীবনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু এর রক্ষণাবেক্ষণের জন্য নিবেদিত তত্ত্বাবধান এবং যথেষ্ট পরিমাণে সম্পদের প্রয়োজন।

“রাঁচি আশ্রমে পা রাখলেই মনে হয় শান্তি এবং প্রেমের স্বর্গরাজ্যে প্রবেশ করেছি। ধ্যানের শান্তি, সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা পরিবেশ এবং আন্তরিক আতিথেয়তা এমন এক আবহাওয়া তৈরি করে যেখানে আমি সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হতে পারি এবং সঙ্গে সঙ্গে ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হতে পারি।”
— ডি. এম. কোলহাপুর, মহারাষ্ট্র

ধ্যান উদ্যান এবং ধ্যান মন্দির থেকে তীর্থ স্থল যেমন রাঁচির লিচি বেদী এবং স্মৃতি মন্দির, প্রতিটি স্থানে শান্ত এবং আধ্যাত্মিক ভাবপূর্ণ এক পরিবেশ সৃষ্টি করার জন্যে যত্ন নেওয়া হয়েছে। এই পবিত্র স্থানগুলি ভক্তদের ঈশ্বর এবং গুরুর সঙ্গে সংযোগ আরও গভীর করতে, অন্তরের শান্তি এবং দিব্য সংযোগ লালন করতে অনুপ্রাণিত করে।

ভক্তদের বিনামূল্যে আরামদায়ক থাকার ব্যবস্থা প্রদান ও প্রতিটি ভক্তকে এমনকি যাদের যথেষ্ট সংস্থান নেই তাদেরও আসা এবং সাধনায় মনোযোগ দেওয়ার সুযোগ প্রদান করা ওয়াইএসএস আশ্রমের আর একটি উদ্দেশ্য। এর মধ্যে থাকছে অতিথিদের জন্য আধুনিক সুযোগ সুবিধা, ঘরের তত্ত্বাবধানে সুদক্ষতা এবং একটি পরিষ্কার ও স্বাস্থ্যকর পরিবেশ যা সমস্ত দর্শনার্থীদের জন্য একটি প্রশান্ত এবং উন্নতকারী অভিজ্ঞতা নিশ্চিত করে।

কাজ চালানোর খরচ

এই সকল আশ্রম পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ যথেষ্ট পরিমাণে খরচ সাপেক্ষ:

  • দর্শনার্থী ভক্তদের কক্ষ, আহার এবং সুযোগ সুবিধা প্রদান করা
  • যারা এই সুযোগসুবিধার রক্ষণাবেক্ষণ করেন সেই কর্মীদের মাহিনা দেওয়া
  • অতিথিদের সুযোগসুবিধা, ধ্যানের কক্ষ এবং অন্যান্য ভবনের সংস্কার এবং রক্ষণাবেক্ষণ

আপনাদের অবদান এই পবিত্র স্থানগুলির সংরক্ষণ এবং আমাদের সেবাকার্য চালিয়ে যাওয়া সম্ভব করে যা অসংখ্য ঈশ্বর-অন্বেষীর মনে শান্তি এবং আধ্যাত্মিক নবীকরণ আনে। একসঙ্গে আমরা সমাজের সব ধরণের মানুষদের আধ্যাত্মিক ভাবে প্রাণোচ্ছ্বল এবং স্বাগত জানানোর পরিবেশ প্রদানার্থে গুরুদেবের ইচ্ছেকে পূরণ করতে পারি।

এইসমস্ত পবিত্র আশ্রম রক্ষণাবেক্ষণের বার্ষিক খরচ, ভারতীয় ভাষায় গুরুদেবের শিক্ষার প্রকাশনা এবং ব্যক্তিগত ভাবে উপস্থিত থেকে এবং অনলাইন দুভাবে অনুষ্ঠান আয়োজন করার খরচ ১৫ কোটি টাকা।

এই শেয়ার করুন