৫ই মার্চ, ২০২৫
যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়া/সেল্ফ-রিয়লাইজেশন ফেলোশিপ (ওয়াইএসএস/এসআরএফ)-এর অধ্যক্ষ এবং আধ্যাত্মিক প্রধান শ্রীশ্রী স্বামী চিদানন্দ গিরি, ভারতের চারটি বড় শহর (বেঙ্গালুরু, চেন্নাই, আহমেদাবাদ ও নয়ডা) ও নেপালের কাঠমান্ডু পরিভ্রমণ করেছেন, যেখানে একদিনের বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয়েছিল।
স্বামী চিদানন্দজির পরিভ্রমণকালের কিছু সংবাদপত্রের প্রকাশনা আমরা আপনাদের দেখাতে চাই।
নয়ডা
ভারত সরকারের নিজস্ব এক অগ্রগণ্য জাতীয় সম্প্রচার পরিষেবা ডিডি ইন্ডিয়া স্বামী চিদানন্দজির ২০২৫ ভারত পরিক্রমাকালের সঙ্গী বরিষ্ঠ এসআরএফ সন্ন্যাসী স্বামী সরলানন্দ গিরির সাক্ষাৎকার নিয়েছিল।
আমরা আপনাদের পরিবার ও মিত্রদের সাথে নিয়ে নিচের সম্পূর্ণ ভিডিও সাক্ষাৎকারটি দেখতে আমন্ত্রণ জানাই।
আহমেদাবাদ
নিউজ ড্যাডি, ইউটিউব চ্যানেল
গুজরাট হেডলাইন নিউজ চ্যানেল, হিন্দি
নবজীবন এক্সপ্রেস, হিন্দি
রাঁচি
চেন্নাই
বহুদশকব্যাপী ওয়াইএসএস-এর ভক্ত ও ক্রিয়াযোগ অনুশীলনকারী, পদ্ম বিভূষণ সম্মানে বিভূষিত প্রোথিতযশা ভারতীয় অভিনেতা শ্রীরজনীকান্ত ৮ই ফেব্রুয়ারি, স্বামী চিদানন্দজির সাথে সাক্ষাৎ করেন। পরমহংস যোগানন্দ প্রতিষ্ঠিত আধ্যাত্মিক প্রতিষ্ঠানের প্রিয় নেতা স্বামী চিদানন্দজির সাথে সাক্ষাৎ করে শ্রীরজনীকান্ত অতীব অনুপ্রাণিত হন। তাঁদের গুরুদেব ও তাঁর মুক্তিপ্রদানকারী ক্রিয়াযোগে পারস্পরিক ভক্তির ওপর নির্ভর করে স্বামীজি এবং শ্রীরজনীকান্তের মধ্যে খুবই সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় হয়।
বেঙ্গালুরু
স্বামীজির ভ্রমণকালীন ছবিগুলি দেখার জন্য অনুগ্রহ করে নিচের বোতামে ক্লিক করুন।


















