আজই “সলভিং দ্য মিস্ট্রি অফ লাইফ”-এর জন্যে অগ্রিম অর্ডার করুন

৩ অক্টোবর, ২০২৫

প্রশান্তি ও আনন্দের যে দিব্যপ্রতিমূর্তিরূপে ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন তা বর্জন না করে এই জগতে জীবনধারণের কৌশল রপ্ত করাই হল জীবনরহস্য সমাধানের প্রকৃষ্ট উপায় যা তোমাকে আয়ত্ত করতে হবে। যোগ আমাদের এটাই শেখায়।

— পরমহংস যোগানন্দ

ওয়াইএসএস নিবেদিত সংস্করণ, প্রাত্যহিক জীবনে ঈশ্বর-উপলব্ধির জন্য পরমহংস যোগানন্দের চিরন্তন প্রজ্ঞা সলভিং দ্য মিস্ট্রি অফ লাইফ, কালেক্টেড টকস এন্ড এসেজ ধারাবাহিকের চতুর্থ খন্ড এই নভেম্বর মাসে প্রকাশিত হতে চলেছে। আজই একটি কপি অগ্রিম অর্ডারের জন্য আপনাকে আমরা আমন্ত্রণ জানাই।

এর পূর্বসূরিদের (যেমন মানুষের চিরন্তন অন্বেষণ, দ্য ডিভাইন রোমান্স এবং জার্নি টু সেল্ফ-রিয়লাইজেশন) মতোই, এই নতুন সংকলনটিতে পরমহংস যোগানন্দের সেই ব্যক্তিগত উপদেশ এবং উজ্জীবিত দৃষ্টিভঙ্গি উপস্থাপিত করা হয়েছে, যা তিনি যোগের সার্বজনীন পথ এবং কিভাবে বিজয়ী হয়ে ও গভীরতম উপলব্ধির সাথে জীবনযাপন করা যায় সেই বিষয়ে বিভিন্ন বক্তৃতা ও ক্লাসে স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ করেছিলেন।

তিন দশকের বেশি সময় ধরে প্রায় ৪০টিরও অধিক বক্তৃতা সম্বলিত সলভিং দ্য মিস্ট্রি অফ লাইফ আপাত উত্তরহীন প্রশ্নের সমাধান প্রদান করে, যেমন: আমরা এখানে কেন? আমাদের ভবিষ্যৎ কি আর কিভাবে আমরা তা নিয়ন্ত্রণ করতে পারি? ঈশ্বর কি, আর যদি ঈশ্বর মঙ্গলময় হন, তাহলে পৃথিবীতে এত অমঙ্গল কেন? যতই বাধা আসুক না কেন, কিভাবে আমরা মহত্তর আনন্দ ও নিরাপত্তা উপলব্ধি করতে পারি?

যিনি নিজেই জীবনের রহস্য উদ্ঘাটন করেছেন সেই পরমহংস যোগানন্দ মহাবিশ্বে কার্যরত ঈশ্বরীয় বিধান তুলে ধরেছেন — আমাদের মনে করিয়ে দিয়েছেন যে আমরা মূলত অসীম সম্ভাবনাময় অমর সত্তা।

আপনি পরমহংসজির শিক্ষার বহুদিনের অনুগামী হন বা নতুন, যাই হন না কেন, এই বইটি আপনার আধ্যাত্মিক যাত্রাকে উদ্ভাসিত করার জন্য এক অমূল্য জ্ঞানভাণ্ডার।

সলভিং দ্য মিস্ট্রি অফ লাইভ বইটির হার্ডব্যাক, পেপারব্যাক ও ই-বুক সংস্করণ উপলভ্য।

আরও জানুন এবং আজই আপনার কপির অগ্রিম অর্ডার পেশ করুন!

এই শেয়ার করুন