২০২৫-এর ১ সেপ্টেম্বর, ওয়াইএসএস -এর সন্ন্যাসীদ্বয় স্বামী ঈশ্বরানন্দ গিরি ও স্বামী ধৈর্যানন্দ গিরি দেরাদুনে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী শ্রী পুষ্কর সিং ধামির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা রাজ্যের চলমান বন্যা ত্রাণ কার্যক্রমে সহায়তার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ₹২৫ লক্ষ টাকার একটি চেক প্রদান করেন।
মুখ্যমন্ত্রী উষ্ণ অভ্যর্থনার সঙ্গে ওয়াইএসএস সন্ন্যাসীদের উত্তরীয় দিয়ে সম্মানিত করেন এবং তিনি রাজ্যের চলমান ত্রাণ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য জ্ঞাত করেন এবং বিপর্যস্ত মানুষের জন্য ওয়াইএসএস -এর সময়োপযোগী সহযোগিতার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাক্ষাতের সময়, স্বামী ঈশ্বরানন্দ শ্রী ধামিকে ওয়াইএসএস এর প্রতিষ্ঠাতা শ্রীশ্রী পরমহংস যোগানন্দের আধ্যাত্মিক উত্তরাধিকার থেকে কয়েকটি গ্রন্থ উপহার দেন।


ওয়াইএসএস এর সন্ন্যাসীরা উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী শ্রী পুষ্কর সিং ধামির সঙ্গে সাক্ষাৎ করেন
এই দান পরমহংস যোগানন্দজির এই আদর্শের প্রতি ওয়াইএসএস-এর নিরবিচ্ছিন্ন অঙ্গীকারকে প্রতিফলিত করে: “আধ্যাত্মিক, মানসিক এবং বস্তুগত ক্ষেত্রে অন্যদের সেবা করতে গিয়ে তুমি দেখবে তোমার নিজের চাহিদা পুর্ণ হয়েছে । অন্যদের সেবা করতে গিয়ে তুমি যখন নিজেকে ভুলে যাবে তখন তুমি দেখবে, বিনা চেষ্টায় তোমার নিজের আনন্দের পাত্র পরিপূর্ণ হয়ে উঠেছে।”
এই দৃষ্টিভঙ্গি দ্বারা অনুপ্রাণিত হয়ে, এই সোসাইটি ভারতের বিভিন্ন স্থানে তার আশ্রম, কেন্দ্র ও মণ্ডলীর মাধ্যমে অসহায়দের সেবা করে যাচ্ছে।
আপনি যদি ওয়াইএসএস এর ত্রাণ কার্যক্রমে দান করতে চান দয়া করে নীচে দেওয়া লিংকটি দেখুন: