সাধারণ সমাজের অজান্তে, ১৮৬১-তে বারাণসীর একটি প্রত্যন্ত স্থানে এক মহৎ আধ্যাত্মিক পুনর্জাগরণ শুরু হয়েছিল। যেভাবে ফুলের সুগন্ধকে দমন করা যায় না, ঠিক তেমনি লাহিড়ী মহাশয়, একজন আদর্শ গৃহস্থের শান্তিপূর্ণ জীবনযাপন করলেও, তাঁর অন্তর্নিহিত মহিমা লুকিয়ে রাখতে পারেননি। ভারতের প্রতিটি প্রান্ত থেকে ভক্ত-মধুমক্ষিকারা ব্রহ্মজ্ঞানী গুরুদেবের দিব্যমধু পানের জন্য অনুসন্ধান করতে শুরু করলেন…
— পরমহংস যোগানন্দ, অটোবায়োগ্রাফি অফ এ য়োগি- তে
শ্রীশ্রী লাহিড়ী মহাশয় পরমহংস যোগানন্দের পরমগুরু এবং তাঁকে যোগস্বরূপ বা “যোগের অবতার” রূপে মান্য করা হয়।
লাহিড়ী মহাশয়কে তাঁর গুরু, মহাবতার বাবাজি, ক্রিয়াযোগের প্রসার শুরু করার জন্য নির্বাচন করেছিলেন এবং বাবাজি পরমহংস যোগানন্দকে এই প্রণালীকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য আশীর্বাদ করেছিলেন। ৩০ সেপ্টেম্বর লাহিড়ী মহাশয়জির আবির্ভাব দিবস বা জন্মদিন হিসেবে চিহ্নিত।
শ্রীশ্রী লাহিড়ী মহাশয়ের আবির্ভাব দিবস উপলক্ষ্যে, ৩০শে সেপ্টেম্বর ওয়াইএসএস সন্ন্যাসী দ্বারা একটি স্মারক অনলাইন ধ্যান পরিচালিত হয়েছিল। এই স্মারক ধ্যানের অনুষ্ঠানটিতে ছিল প্রারম্ভিক প্রার্থনা, পাঠ এবং কিছু সময়ের গান ও ধ্যান। এটি পরমহংস যোগানন্দজির আরোগ্যকারী প্রক্রিয়া এবং সমাপ্তি প্রার্থনা দিয়ে শেষ হয়েছিল।
ওয়াইএসএস আশ্রম, কেন্দ্র এবং মণ্ডলীগুলিতে ৩০ সেপ্টেম্বর শ্রীশ্রী লাহিড়ী মহাশয়ের আবির্ভাব দিবস উদযাপন করতে ব্যক্তিগতভাবে স্মারক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
যদি আপনি এই উপলক্ষ্যে লাহিড়ী মহাশয় এবং ওয়াইএসএস গুরুকুলকে উৎসর্গ করে একটি চিরায়ত দান করতে চান, অনুগ্রহ করে নিচে দেওয়া লিঙ্ক ব্যবহার করে আমাদের ওয়েবসাইটে যান।