শ্রীশ্রী লাহিড়ী মহাশয় মহাসমাধি দিবস

অনলাইন স্মারক ধ্যান

শুক্রবার, ২৬ শে সেপ্টেম্বর

সকাল ৬:৩০

– সকাল ৮:০০

(ভারতীয় মান সময়)

অনুষ্ঠানের রূপরেখা

অবিরত ধ্যান কর, যাতে তুমি দ্রুত নিজেকে অনন্ত সত্তা রূপে প্রত্যক্ষ করতে পারো, যা সকল রকমের দুঃখ থেকে মুক্ত। দেহের বন্দী হয়ো না; ক্রিয়ার গুপ্ত চাবি ব্যবহার করে আত্মায় লীন হতে শেখো।

যোগী-কথামৃত থেকে গৃহীত লাহিড়ী মহাশয়ের উদ্ধৃতি।

শ্রীশ্রী লাহিড়ী মহাশয় আধুনিক যুগে আধ্যাত্মিকভাবে তৃষ্ণার্ত আত্মাদের জন্য ক্রিয়াযোগের প্রবর্তক। তিনি যোগাবতার,“যোগের অবতার” নামে ওয়াইএসএস/এসআরএফ ভক্তদের কাছে বিশ্বব্যাপী পূজিত। একজন গৃহী হয়েও সর্বোচ্চ আধ্যাত্মিক উপলব্ধি অর্জন করে এক উদাহরণস্বরূপ হয়ে দেখিয়েছিলেন যে একজন মানুষ সংসারের দায়িত্ব পালন করেও আত্ম-উপলব্ধির পথে চলতে পারে।

লাহিড়ী মহাশয় ২৬ সেপ্টেম্বর, ১৮৯৫-তে নিজ নশ্বর দেহ ত্যাগ করে মহাসমাধিতে, এক ঈশ্বর-সাক্ষাৎপ্রাপ্ত যোগীর অন্তিম সচেতনে নিষ্ক্রমণ করেন । এই দিবসের স্মরণে, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর তারিখে ওয়াইএসএস-এর এক সন্ন্যাসী একটি অনলাইন ধ্যান পরিচালনা করেন।

এই অনুষ্ঠানটিতে প্রারম্ভিক প্রার্থনা, অনুপ্রেরণামূলক পাঠ, তারপরে ভজনগান, এরপর একটি ধ্যানপর্ব এবং শেষে পরমহংস যোগানন্দজি প্রবর্তিত আরোগ্যকারী প্রক্রিয়া ও সমাপ্তি প্রার্থনা অন্তর্ভুক্ত ছিল।

এই বিশেষ দিনে বিভিন্ন আশ্রম, কেন্দ্র এবং মন্ডলীতে ভক্তদের জন্য সরাসরি অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।

এই বিশেষ দিনে যদি আপনি দান করতে ইচ্ছুক হন, আপনাকে স্বাগত, নীচের লিঙ্কে ক্লিক করে তা করতে পারেন। আপনার উদার দান ক্রিয়াযোগ শিক্ষার প্রসারে আগ্রহী সাধকদের কাছে পৌঁছে দিতে সহায়তা করে।

নতুন আগ্রহী

যদি আপনি ওয়াইএসএস এবং পরমহংস যোগানন্দের শিক্ষায় নতুন আগ্রহী হন, নীচের লিঙ্কগুলিতে আপনারা অন্বেষণ করতে পারেন:

যোগী-কথামৃত

বিশ্বব্যাপী প্রশংসিত এক আধ্যাত্মিক শ্রেষ্ঠ রচনারূপে পরমহংসজি প্রায়ই মন্তব্য করতেন, “যখন আমি থাকব না এই বইটিই হবে আমার বার্তাবাহক।”

ওয়াইএসএস পাঠমালা

একটি ঘরে-বসে পাঠের পাঠমালা যা আপনার জীবনকে এমনভাবে রূপান্তরিত করে আপনি যা কখনোও কল্পনাও করেননি এবং আপনাকে এক সুশৃঙ্খল ও সফল জীবনযাপন করতে সহায়তা করে।

এই শেয়ার করুন