দীর্ঘ স্মারক ধ্যান

রবিবার, ৪ঠা মে ২০২৫

সকাল ৬.১০

– সকাল ৯.৩০

(ভারতীয় মান সময়)

অনুষ্ঠানের রূপরেখা

গুরুর সঙ্গ লাভ করা মানে শুধু তাঁর শারীরিক উপস্থিতিতে থাকা নয় (কারণ এটি সবসময় সম্ভব হয় না), বরং প্রধানত তাঁকে হৃদয়ে অধিষ্ঠিত রাখা এবং তাঁর সঙ্গে নীতিতে একাত্ম হওয়া এবং নিজেদের তাঁর সঙ্গে সুর মিলিয়ে চলা।

— শ্রীশ্রী স্বামী শ্রীযুক্তেশ্বর গিরি, দ্য হোলি সায়েন্স

দ্য হোলি সায়েন্স গ্রন্থে, স্বামী শ্রীযুক্তেশ্বর গিরি ধর্মগ্রন্থসমূহের সমান্তরাল অংশসমূহের ব্যাখ্যার মাধ্যমে সমস্ত ধর্মের মৌলিক ঐক্য উদ্ঘাটন করে বিশ্বকে একটি অনন্য গ্রন্থ উপহার দিয়েছেন। “জ্ঞানাবতার” বা “জ্ঞানের অবতার” হিসেবে শ্রদ্ধেয়, পরমহংস যোগানন্দজির গুরু, স্বামী শ্রীযুক্তেশ্বর ১৮৫৫ সালের ১০ই মে পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে জন্মগ্রহণ করেন।

স্বামী শ্রীযুক্তেশ্বরের আবির্ভাব দিবসের সম্মানে, রবিবার, ৪ঠা মে, একজন ওয়াইএসএস সন্ন্যাসীর পরিচালনায় একটি বিশেষ দীর্ঘ স্মারক ধ্যান অনুষ্ঠিত হয়েছিল। এই আত্মিক উন্নতিসাধনকারী ইংরেজি ভাষায় পরিচালিত অনুষ্ঠানে সঙ্গীত, অনুপ্রেরণামূলক পাঠ এবং ধ্যানের পর্যায় অন্তর্ভুক্ত ছিল।

এই পবিত্র উপলক্ষ্যে, ওয়াইএসএস আশ্রম, কেন্দ্র এবং মণ্ডলীগুলোতেও ব্যক্তিগতভাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

আপনি যদি এই পবিত্র উপলক্ষ্যে গুরুপ্রণামী অর্পণ করতে ইচ্ছুক হন, তবে দয়া করে নিচে দেওয়া লিঙ্কে দেখুন। আমরা আপনার এই অবদানকে কৃতজ্ঞচিত্তে গ্রহণ করি, যা স্বামী শ্রীযুক্তেশ্বর ও ওয়াইএসএস গুরুপরম্পরা থেকে প্রাপ্ত অসীম আশীর্বাদের প্রতি আপনার কৃতজ্ঞতার প্রকাশ।

নতুন আগ্রহী

পরমহংস যোগানন্দ এবং তাঁর শিক্ষা সম্পর্কে আরও জানতে আপনারা নীচের লিঙ্কগুলিতে অন্বেষণ করতে পারেন:

এই শেয়ার করুন