তরুণ সাধক শিবির ২০২৬

(বেঙ্গালুরু এবং চন্ডীগড়ে তিন দিন ব্যাপী অনুষ্ঠান)

এই শিবিরের জন্য নিবন্ধন এখন খোলা আছে!

অনুষ্ঠান সম্পর্কে

যখন তুমি ধ্যান কর, তোমার মনকে সম্পূর্ণ ঈশ্বরে নিমজ্জিত করো। যখন তুমি কোনো কর্তব্য কর সম্পূর্ণ হৃদয় দিয়ে করো। কিন্তু যেই তোমার কাজ শেষ হয়ে যাবে মনকে ঈশ্বরে স্থাপণ করো। যখন তুমি ঈশ্বর চিন্তার জন্য নিজস্ব সময় পাবে তখনই ঈশ্বরের উপস্থিতি অভ্যাস করতে শিখে যাবে , তখন কাজের মধ্যেও তুমি সেই দিব্য সংযোগের বিষয়ে সচেতন থাকবে।

— শ্রীশ্রী পরমহংস যোগানন্দ

২০২৫-এর সেপ্টেম্বরে ওয়াইএসএস রাঁচি আশ্রমে অনুষ্ঠিত প্রথম তরুণ সাধক সঙ্গম অত্যন্ত সফল হয়েছিল। এই অনুষ্ঠানের সাফল্যের ফলে দেশের অন্যান্য অঞ্চলেও অনুরূপ আয়োজনের জন্য বহু অনুরোধ আসে। এই প্রয়োজনের কথা বিবেচনা করে,ওয়াইএসএস আনন্দের সঙ্গে ঘোষণা করছে যে ২০২৬-এর ফেব্রুয়ারি মাসে বেঙ্গালুরু ও চণ্ডীগড়ে তরুণ সাধক শিবির আয়োজন করা হবে। এই শিবিরের মূল বিষয় “দিব্য উপস্থিতিতে জীবনযাপন।”

২৩–৩৫ বছর বয়সি ওয়াইএসএস ভক্তদের জন্য পরিকল্পিত এই সপ্তাহান্তের বিশেষ শিবিরে, সফল ও সমন্বয়পূর্ণ জীবনযাপনের জন্য পরমহংসজির অনন্য সম্যক জীবনযাপন প্রশিক্ষণ প্রদান করা হবে। ওয়াইএসএস সন্ন্যাসীরা সমবেত ধ্যান ও কীর্তন পরিচালনা করবেন, ব্যক্তিগত আধ্যাত্মিক পরামর্শ দেবেন এবং কর্মশালা ও দলগত আলোচনার মাধ্যমে দিব্য উপস্থিতিতে জীবনযাপনের ব্যবহারিক পদ্ধতি শেখাবেন।

অনুগ্রহ করে লক্ষ্য করুন:

  • শুধুমাত্র ওয়াইএসএস/এসআরএফ ভক্তরাই এই শিবিরে অংশগ্রহণ করতে পারবেন।
  • নিবন্ধন আগে এলে আগে পাবেন ভিত্তিতে সম্পন্ন হবে।
  • কার্যক্রমের সময়সূচি ব্যস্ততাপূর্ণ হওয়ায়, যাদের শারীরিক অবস্থা দুর্বল বা বিশেষ প্রয়োজন রয়েছে, তাদের আবেদন না করার পরামর্শ দেওয়া হচ্ছে।

শিবিরের প্রধান বৈশিষ্ট্যসমূহ

  • সমবেত ধ্যান — ওয়াইএসএস-এর ধ্যানপ্রক্রিয়ার নির্দেশিত অনুশীলনসহ
  • শ্রবণ — অন্তর্মুখী চিন্তনসহ ওয়াইএসএস পাঠমালার সমবেত অধ্যয়ন
  • সৎসঙ্গ — জীবনে প্রতিকূলতার সম্মুখীন কীভাবে হওয়া যায়, সেই বিষয়ে অনুপ্রেরণা এবং ব্যবহারিক জ্ঞান প্রদান
  • কর্মশালা — দিব্য উপস্থিতিতে জীবনযাপনের জন্য দলগত আলোচনা, পরামর্শ ও প্রক্রিয়াসহ
  • কীর্তন চ্যান্টিং — হৃদয়, মন ও আত্মাকে উদ্বুদ্ধ করে এমন ভক্তিমূলক সমবেত গান
  • আধ্যাত্মিক পরামর্শ — অনুরোধক্রমে অভিজ্ঞ সন্ন্যাসীদের দ্বারা একান্ত পরামর্শ
  • গুরু-সেবা — শিবিরের বিভিন্ন ক্ষেত্রে: অতিথি অভ্যর্থনা, ভোজনব্যবস্থা, সাজসজ্জা, রেজিস্ট্রেশন ডেস্ক, বুকরুম ইত্যাদি
  • বিনোদন — প্রতিদিনের দলগত শরীরচর্চা ও বিনোদনের সময়
  • ফেলোশিপ — সারা দেশ থেকে আগত সমমনস্ক তরুণ সাধকদের সঙ্গে সৌহার্দ্য
  • পিকনিক — সন্ন্যাসীদের সান্নিধ্যে কোনো প্রাকৃতিক স্থানে ভ্রমণ

আপনি যদি আপনার আধ্যাত্মিক উদ্দীপনা পুনরুজ্জীবিত করতে চান অথবা আধ্যাত্মিক জীবনের প্রতি আপনার অঙ্গীকারের পুনর্নবীকরণ করে নতুন আধ্যাত্মিক বন্ধু তৈরি করতে চান, তবে আমরা আপনাকে এই শিবিরগুলিতে যোগ দিয়ে আধ্যাত্মিকভাবে পুনরুজ্জীবিত হয়ে ফিরে যাওয়ার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাই।

শিবিরের সময়সূচী

বেঙ্গালুরু

তারিখ: ২০-২২, ফেব্রুয়ারি, ২০২৬ (শুক্রবার-রবিবার)
ভাষা: ইংরেজি

শিবিরের স্থান:
যোগদা সৎসঙ্গ ধ্যান কেন্দ্র – বেঙ্গালুরু
পরমহংস যোগানন্দ রোড,
থার্ড এ ক্রস, ডোমলুর II স্টেজ,
উডুপি ফুড হাব-এর নিকটে – ডোমলুর,
বেঙ্গালুরু – ৫৬০০৭১
কর্ণাটক

চণ্ডীগড়

তারিখ: ২৭ ফেব্রুয়ারী থেকে ১ মার্চ, ২০২৬ (শুক্রবার-রবিবার)
ভাষা: ইংরেজি এবং হিন্দি

শিবিরের স্থান:
যোগদা সৎসঙ্গ ধ্যান কেন্দ্র – চন্ডীগড়
সেক্টর ২৮-ডি,
গুজ্জর ভবনের নিকটে,
চন্ডীগড় – ১৬০০০২
চন্ডীগড়

অংশগ্রহণকারীদের অনুরোধ করা হচ্ছে বৃহস্পতিবার দুপুরের মধ্যে অনুষ্ঠানস্থলে পৌঁছোতে এবং সেই সন্ধ্যায় সন্ন্যাসীদের দ্বারা পরিচালিত দীর্ঘ ধ্যানে অংশগ্রহণে। অনুষ্ঠানটি রবিবার দুপুর নাগাদ শেষ হবে।

আরো তথ্য

সময়সূচী

কার্যক্রম দিবসের কাছাকাছি শিবিরের একটি সম্ভাব্য সময়সূচী উপলব্ধ থাকবে।

নিবন্ধন

অংশগ্রহণ:

  • শুধুমাত্র ওয়াইএসএস/এসআরএফ ভক্তরাই এই শিবিরে অংশগ্রহণ করতে পারবেন। একজন ভক্ত শুধুমাত্র একটি শিবিরেই অংশগ্রহণ করতে পারবেন।
  • অংশগ্রহণকারীদের অনুরোধ করা হচ্ছে বৃহস্পতিবার দুপুরের মধ্যে অনুষ্ঠানস্থলে পৌঁছোতে এবং সেই সন্ধ্যায় সন্ন্যাসীদের দ্বারা পরিচালিত দীর্ঘ ধ্যানে অংশ নিতে। অনুষ্ঠানটি রবিবার দুপুর নাগাদ সমাপ্ত হবে।
বয়সসীমা:
  • এই সকল শিবির শুধুমাত্র ২৩ থেকে ৩৫ বছর বয়সী সাধকদের জন্য নির্ধারিত।.
  • আপনি যদি এই বয়সসীমার সামান্য বাইরে পড়েন এবং তবুও অংশগ্রহণ করে উপকৃত হতে চান, অনুগ্রহ করে আমাদের ইমেল করুন [email protected]

আগে এলে আগে পাবেন ভিত্তিতে:

  • সীমিত সুযোগ-সুবিধার কারণে নিবন্ধন আগে এলে আগে পাবেন ভিত্তিতে নিশ্চিত করা হবে।
  • কোনো নির্দিষ্ট স্থানের জন্য নিবন্ধনের অনুরোধ সর্বোচ্চ সীমায় পৌঁছোলে, সেই স্থানের নিবন্ধন আগেই বন্ধ হয়ে যেতে পারে।
  • অনুগ্রহ করে লক্ষ্য করুন, আপনার নিবন্ধন নিশ্চিত হওয়ার পর আপনি যদি উপস্থিত থাকতে না পারেন, তবে নিবন্ধন ফি ফেরতযোগ্য নয় এবং অন্য কারও কাছে হস্তান্তরযোগ্যও নয়।

অর্থপ্রেরণ:

  • নিবন্ধন ফি (আহারাদি খরচসহ) = ₹২,৫০০
  • আবাসন খরচ (আবাসন গ্রহণ করলে) = ₹২,২৫০


আপনার যদি নিবন্ধন ফি প্রদান করতে অসুবিধা হয়, অনুগ্রহ করে আমাদের ইমেল করুন [email protected]

নিবন্ধন সংক্রান্ত তথ্য

এই শিবিরগুলির জন্য নিবন্ধন এখন উন্মুক্ত!

ডিভোটি পোর্টালের মাধ্যমে অনলাইন নিবন্ধন:

দ্রুত ও সহজ নিবন্ধনের জন্য অনুগ্রহ করে অনলাইনে নিবন্ধনের জন্য এখানে ক্লিক করুন

হেল্পডেস্কের মাধ্যমে নিবন্ধন:

অনুগ্রহ করে ফোন করুন (0651) 6655 555 নম্বরে অথবা রাঁচি আশ্রমের হেল্পডেস্কে ইমেল করুন এবং নিম্নলিখিত তথ্য প্রদান করুন:

  • আপনার সম্পূর্ণ নাম
  • ওয়াইএসএস পাঠমালা রেজিস্ট্রেশন নম্বর
  • বয়স
  • আপনার আগমন ও প্রস্থানের প্রস্তাবিত দিন
  • ইমেল
  • টেলিফোন নম্বর
  • ঠিকানা

আপনার মোবাইল বা ইমেল ঠিকানায় পাঠানো পেমেন্ট লিঙ্কের মাধ্যমে আপনি অর্থপ্রদান করতে পারবেন। সফল নিবন্ধনের পর, আপনি ইমেল অথবা হোয়াটসঅ্যাপ অথবা এসএমএসের মাধ্যমে একটি নিশ্চিতকরণ বার্তা পাবেন। যদি আপনি এই ধরনের কোনো নোটিফিকেশন না পান, তবে অনুগ্রহ করে ওয়াইএসএস রাঁচি হেল্পডেস্কে ফোন করুন (0651) 6655 555 নম্বরে অথবা ইমেল করুন ([email protected])

এসআরএফ ভক্তদের জন্য নিবন্ধন:


  • এসআরএফ ভক্তরা শিবিরে অংশগ্রহণ করতে এবং সেখানে আহার গ্রহণ করতে স্বাগত; তবে তাদের নিজস্ব আবাসনের ব্যবস্থা নিজেদেরই করতে অনুরোধ করা হচ্ছে।
  • আগ্রহী এসআরএফ ভক্তদের অনুরোধ করা হচ্ছে, উপরে উল্লিখিত সমস্ত তথ্যসহ ইমেলের মাধ্যমে ওয়াইএসএস হেল্পডেস্কের সঙ্গে যোগাযোগ করতে।
আবাসন সুবিধা
  • বেঙ্গালুরু ও চণ্ডীগড়ে বহিরাগত ভক্তদের জন্য আগে এলে আগে পাবেন ভিত্তিতে আবাসনের ব্যবস্থা করা হচ্ছে। আবাসন বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রবিবার (সকাল) পর্যন্ত উপলব্ধ থাকবে।
  • মহিলা এবং পুরুষদের জন্য পৃথক আবাসের ব্যবস্থা করা হবে। পরিবারের সদস্যদের সেই অনুসারে পরিকল্পনা করে জিনিসপত্র গুছিয়ে আনার জন্য অনুরোধ করা হচ্ছে।
  • যেসব ভক্তদের আবাসন বা খাদ্য সংক্রান্ত বিশেষ প্রয়োজন রয়েছে, তাঁরা অনুগ্রহ করে নিজস্ব ব্যবস্থা করবেন।
স্বেচ্ছাসেবী

প্রতিবারের মতোই, নিবন্ধন ডেস্ক, আবাসন, অডিও-ভিজ্যুয়ালস, ভোজনব্যবস্থা, স্বাস্থ্যব্যবস্থা, অতিথি অভ্যর্থনা এবং অন্যান্য বিভাগে সেবার জন্য ভক্ত- স্বেচ্ছাসেবকদের প্রয়োজন হবে। কিছু বিভাগে অনুষ্ঠানের শুরু হওয়ার এক বা দুই দিন আগেই কয়েকজন স্বেচ্ছাসেবকের প্রয়োজন হতে পারে। আপনি যদি স্বেচ্ছাসেবা দিতে ইচ্ছুক হন, অনুগ্রহ করে নিবন্ধন ফর্মে তা উল্লেখ করুন।

নিবন্ধন ও অনুসন্ধানের জন্য যোগাযোগের ঠিকানা

যোগদা সৎসঙ্গ শাখা মঠ — রাঁচি
পরমহংস যোগানন্দ পথ
রাঁচি – ৮৩৪ ০০১

ফোন: (০৬৫১) ৬৬৫৫৫৫৫ (সোম থেকে শনি, সকাল ৯টা থেকে বিকেল ৪.৩০ পর্যন্ত)
ইমেল: [email protected]

পূর্বতন তরুণ সাধক অনুষ্ঠান

যদি আপনি তরুণদের জন্য আমাদের অন্যান্য কর্মসূচি সম্পর্কে আরও জানতে চান অথবা স্বেচ্ছাসেবায় আগ্রহী হন, অনুগ্রহ করে আমাদের ইমেল করুন [email protected]

নতুন আগ্রহী

যদি আপনি ওয়াইএসএস এবং পরমহংস যোগানন্দের শিক্ষায় নতুন আগ্রহী হন, নীচের লিঙ্কগুলিতে আপনারা অন্বেষণ করতে পারেন:

যোগী-কথামৃত

বিশ্বব্যাপী প্রশংসিত এক আধ্যাত্মিক শ্রেষ্ঠ রচনারূপে পরমহংসজি প্রায়ই মন্তব্য করতেন, “যখন আমি থাকব না এই বইটিই হবে আমার বার্তাবাহক।”

ওয়াইএসএস পাঠমালা

একটি ঘরে-বসে পাঠের পাঠমালা যা আপনার জীবনকে এমনভাবে রূপান্তরিত করে আপনি যা কখনোও কল্পনাও করেননি এবং আপনাকে এক সুশৃঙ্খল ও সফল জীবনযাপন করতে সহায়তা করে।

এই শেয়ার করুন