অনেক বছর পেরিয়ে এসেও পরমহংস যোগানন্দের আত্মজীবনী, যোগী-কথামৃত এখনও লক্ষাধিক মানুষের কাছে ভারতের প্রাচীন যোগীয় ধ্যান শিক্ষার সূচনাকারী রূপে পরিচিত হয়ে আসছে। ভারতীয় সেতার বিশারদ, প্রয়াত পন্ডিত রবিশঙ্কর; প্রয়াত অ্যাপেল সিইও স্টিভ জোবস; ভারতীয় ক্রিকেট খেলোয়াড় বিরাট কোহলি এবং আরও অনেক বিখ্যাত ব্যক্তিত্ব দ্বারা প্রস্তাবিত এই বইটি বিশ্বব্যাপী পাঠকগণকে অনুপ্রাণিত করে চলেছে। পঞ্চাশটিরও বেশি ভাষায় মুদ্রিত এই পুস্তকটি “বিংশ শতাব্দীর ১০০টি শ্রেষ্ঠ আধ্যাত্মিক পুস্তক”-এর মধ্যে অন্যতম রূপে পরিগণিত হয়েছে।

সম্প্রতি আমরা যোগী-কথামৃত ইবুক-এর সংস্করণ বিনামূল্যে প্রদান করছি। দয়া করে আপনার ইমেইল অ্যাড্রেস ও আপনার নির্বাচিত ভাষা জানান এবং আপনাকে বিনামূল্যে বইটি ইমেইল করা হবে।

বিনামূল্যে ইবুক ডাউনলোড করুন

(এই প্রস্তাবটি শুধুমাত্র ভারত, নেপাল এবং শ্রীলঙ্কায় প্রযোজ্য - ২২শে জুন, ২০২৫ পর্যন্ত বৈধ থাকবে।)

আপনার বিস্তারিত বিবরণ জানান

  • This field is hidden when viewing the form
  • This field is for validation purposes and should be left unchanged.

দয়া করে জ্ঞাত হোন যে শুধুমাত্র ভারত, নেপাল ও শ্রীলঙ্কাতে ইবুকটি বিনামূল্যে ডাউনলোড করা যাবে।

para-ornament

বিনামূল্যে অডিওবুক ডাউনলোড করুন

এই আটটি ভাষায় এই আধুনিক ধর্মগ্রন্থটির বিনামূল্যে অডিও সংস্করণ (এমপি৩) শুনুন:

শ্রদ্ধাঞ্জলি

এই শেয়ার করুন