
অনেক বছর পেরিয়ে এসেও পরমহংস যোগানন্দের আত্মজীবনী, যোগী-কথামৃত এখনও লক্ষাধিক মানুষের কাছে ভারতের প্রাচীন যোগীয় ধ্যান শিক্ষার সূচনাকারী রূপে পরিচিত হয়ে আসছে। ভারতীয় সেতার বিশারদ, প্রয়াত পন্ডিত রবিশঙ্কর; প্রয়াত অ্যাপেল সিইও স্টিভ জোবস; ভারতীয় ক্রিকেট খেলোয়াড় বিরাট কোহলি এবং আরও অনেক বিখ্যাত ব্যক্তিত্ব দ্বারা প্রস্তাবিত এই বইটি বিশ্বব্যাপী পাঠকগণকে অনুপ্রাণিত করে চলেছে। পঞ্চাশটিরও বেশি ভাষায় মুদ্রিত এই পুস্তকটি “বিংশ শতাব্দীর ১০০টি শ্রেষ্ঠ আধ্যাত্মিক পুস্তক”-এর মধ্যে অন্যতম রূপে পরিগণিত হয়েছে।
সম্প্রতি আমরা যোগী-কথামৃত ইবুক-এর সংস্করণ বিনামূল্যে প্রদান করছি। দয়া করে আপনার ইমেইল অ্যাড্রেস ও আপনার নির্বাচিত ভাষা জানান এবং আপনাকে বিনামূল্যে বইটি ইমেইল করা হবে।
বিনামূল্যে ইবুক ডাউনলোড করুন
(এই প্রস্তাবটি শুধুমাত্র ভারত, নেপাল এবং শ্রীলঙ্কায় প্রযোজ্য - ২২শে জুন, ২০২৫ পর্যন্ত বৈধ থাকবে।)
আপনার বিস্তারিত বিবরণ জানান
দয়া করে জ্ঞাত হোন যে শুধুমাত্র ভারত, নেপাল ও শ্রীলঙ্কাতে ইবুকটি বিনামূল্যে ডাউনলোড করা যাবে।

শ্রদ্ধাঞ্জলি
আমি এই বইটি ভালোবাসি। যারা তাদের চিন্তাভাবনা এবং আদর্শকে চ্যালেঞ্জ জানাতে যথেষ্ট সাহসী, তাদের অবশ্যই এটি পড়া উচিত। এই পুস্তকে প্রদত্ত জ্ঞানের বোধগম্যতা ও প্রয়োগ আপনার সমগ্র দৃষ্টিভঙ্গি এবং জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তিত করবে। ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন এবং ভালো কাজে দৃঢ়ভাবে অগ্রসর হোন 😇#এককপ্রেম #কৃতজ্ঞথাকুন #একেঅপরকেসাহায্যকরুন
"আধুনিক হিন্দু ঋষিদের অসাধারণ জীবন ও শক্তির এটি এক প্রত্যক্ষদর্শীর বিবরণ, সে কারণে বইটির গুরুত্ব যেমন কালোপযোগী, তেমনি কালাতীত....তাঁর অসাধারণ জীবন- তথ্যটি অবশ্যই পাশ্চাত্যে ভারতের আধ্যাত্মিক সম্পদের সর্বাধিক প্রকাশিত এক গ্রন্থ।"
"জীবন-গল্পের সবচেয়ে মনোমুগ্ধকর সরল এবং স্ব-প্রকাশক গল্পগুলির মধ্যে একটি...শিক্ষার এক প্রকৃত ভান্ডার। এই পৃষ্ঠাগুলিতে যে মহান ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাৎ হয়...তাঁরা আধ্যাত্মিক জ্ঞানে সমৃদ্ধ বন্ধু রূপে স্মৃতিতে ফিরে আসেন এবং এর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হলেন দিব্যপ্রেমে মাতোয়ারা লেখক নিজেই।"
"(যোগানন্দের) বিখ্যাত যোগী-কথামৃত গ্রন্থে তিনি যোগসাধনার উন্নত পর্যায়ে উপলব্ধ ‘মহাজাগতিক চেতনা’র এক বিস্ময়কর বর্ণনা দিয়েছেন এবং যোগ ও বেদান্তের দৃষ্টিকোণ থেকে মানব প্রকৃতির ওপর অনেক আকর্ষণীয় অন্তর্দৃষ্টি তুলে ধরেছেন।"