প্রীতিভাজনেষু,
গুরুদেব শ্রীশ্রী পরমহংস যোগানন্দজির পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে প্রীতিপূর্ণ নমস্কার জানাই।
নেপালে যে সাম্প্রদায়িক বিক্ষোভ চলছে এবং তার ফলে জীবননাশ, বাড়িঘর এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ধ্বংসসাধন এবং সেখানকার নাগরিক সম্প্রদায় যে অনিশ্চিতির সম্মুখীন হয়েছেন, হৃদয়ে গভীর উদ্বেগ নিয়ে সে সব খবর আমি দেখছি। সম্পূর্ণ দেশটার জন্য আমি প্রার্থনা করছি এবং বিশেষ করে প্রার্থনা করছি নেপালে গুরুদেবের প্রিয় ভক্তবৃন্দের জন্য, যাঁরা গুরুদেব প্রদত্ত সাধনপথে নিজেদের উৎসর্গ করেছেন; এবছরেই নেপাল পরিদর্শনে গিয়ে তাঁদের মধ্য অনেকের সাথে দেখা হওয়ায় আমি আনন্দ এবং অনুপ্রেরণা পেয়েছি। এই সংকট সময়ে ঐশী-সান্নিধ্যের প্রগাঢ় শান্তি, আমাদের অন্তরে যেন দৃঢ়বদ্ধ থাকে এবং ঈশ্বরের দিব্য সুরক্ষা ও অসীম করুণার প্রতি আমাদের যেন পূর্ণ বিশ্বাস থাকে। পবিত্র হিমালয় পর্বতের কোলে সমাদরে অধিষ্ঠিত এই অতি সুন্দর দেশটি যেন তাঁর নিরাপত্তাময় উপস্থিতিতে সমাচ্ছন্ন থাকে।
আপনারা প্রত্যেকেই গুরুদেবের বিশ্বব্যাপী আধ্যাত্মিক পরিবারের অতি আদরণীয় এক অঙ্গ; আমি আশা করি যে আপনারা অবশ্যই আমার সাথে এবং গুরুদেবের আশ্রমের অন্যান্য সন্ন্যাসীদের সাথে যোগ দিয়ে মানসচক্ষে পুরো দেশটাকে দিব্য আলোকে পরিবেষ্টিত হতে দেখছেন। প্রতিদিন ধ্যানসাধনার পরে, ওয়াইএসএস/এসআরএফ-এর বিশ্বব্যাপী প্রার্থনা চক্রে আমরা যখন গুরুদেব প্রদত্ত যৌগিক নিরাময়কারী প্রক্রিয়ার অভ্যাস করি, সে সময় আমরা যেন সচেতন ভাবে উপলব্ধি করি যে পবিত্র ওম ধ্বনির স্পন্দন শক্তিশালী প্রেমের লহরীর রূপ নিয়ে বিকীর্ণ হয়ে চলেছে, আর তা শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সৌহার্দ্য ও একতা গড়ে তোলার জন্য মন খোলা রাখতে সহায়তা করছে। গভীর আকুলতা এবং পরম শ্রদ্ধার সাথে প্রার্থনা করলে ঈশ্বরের কৃপা পাবার পথ খুলে যায় এবং তা এই জগতে অপূর্ব শান্তি ও সংহতির অসীম শক্তিশালী প্রবাহ বয়ে আনে।
আপনারা যাঁরা এই বিক্ষুব্ধ পরিস্থিতির মধ্যে রয়েছেন, আমাদের গুরুদেব এবং পরমগুরুদেবগণের কৃপা এবং আশীর্বাদ যেন তাঁদের আত্মিক শক্তি প্রদান করে এবং এই দূর্দশা থেকে মুক্ত করে। আপনারা জেনে রাখুন যে আপনাদের প্রত্যেকের স্মৃতি আমি আমার হৃদয়ে ধরে রেখেছি। প্রার্থনা করি যে ঈশ্বরের স্নেহময় সান্নিধ্যে আপনারা যেন নিরাপত্তা এবং মনোবল ফিরে পান।
ঈশ্বর এবং গুরুদেবের নিরন্তর আশীর্বাদ জানাই,
স্বামী চিদানন্দ গিরি